“আমরা সবাই রাজাকার” স্লোগানের নিন্দা সাংস্কৃতিক ফেডারেশনসমূহের

কোটা আন্দোলনকারীদের “আমরা সবাই রাজাকার” স্লোগান দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে সাংস্কৃতিক ফেডারেশনসমূহ। মঙ্গলবার ১৬ জুলাই এক বিবৃতিতে এই কথা বলা হয়েছে।
বিবৃতিদাতারা বলেন, যেকোনো বিষয়ে মত, ভিন্ন মত থাকলে আলাপ-আলোচনা ও শান্তিপূর্ণ পন্থায় দাবি আদায়ের জন্য আন্দোলন করার অধিকার প্রত্যেক নাগরিকের রয়েছে। কিন্তু আন্দোলনের নামে মহান মুক্তিযুদ্ধ ও বীর মুক্তিযোদ্ধাদের নিয়ে অসম্মানজনক বক্তব্য, কটাক্ষ করা পুরোপুরি অগ্রহণযোগ্য ও ঔদ্ধত্যের শামিল।’
বিবৃতিদাতা সাংস্কৃতিক ফেডারেশনগুলো হল: বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশান, জাতীয় কবিতা পরিষদ, বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ, বাংলাদেশ পথনাটক পরিষদ, বাংলাদেশ গণসঙ্গীত সমন্বয় পরিষদ, বাংলাদেশ চারুশিল্পী সংসদ, বাংলাদেশ যাত্রা শিল্প উন্নয়ন পরিষদ, বাংলাদেশ গ্রাম থিয়েটার, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট এবং বাংলাদেশ সঙ্গীত সংগঠন সমন্বয় পরিষদ।
পাবনায় কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

তরিকুল আহবায়ক আলিফ সদস্য সচিব: নাগরিক ছাত্র ঐক্য'র নতুন কমিটি

নিটারের উদ্ভুত পরিস্থিতি সমাধানের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মোড়েলগঞ্জে বিএনপি'র কর্মীসভা
