জাবি‘র সাথে আন্দোলনে যোগ হচ্ছে বিভিন্ন কলেজের শিক্ষার্থীরা
সাভার থেকে কাজী বিপ্লব : কোটা সংস্কার ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আন্দোলনরত অবস্থায় রয়েছে। তাদের এই আন্দোলনে একাত্মতা প্রকাশ করে কোটা সংস্কারের দাবিতে বিভিন্ন বেসরকারি কলেজের হাজারো শিক্ষার্থীরাও যোগ হয়ে বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার দুপুরের পর থেকে সাভারের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পোশাক পরে ছাত্র-ছাত্রীরা বিক্ষোভ মিছিল নিয়ে যোগদান করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে।
এসময় শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন রাস্তাঘাট প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারের সামনে এসে অবস্থান নেয়।
পরে তারা কোটার পরিবর্তে মেধা কে অগ্রাধিকার দেওয়ার দাবি জানায় এবং আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানায়।
এ বিষয়ে নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের শিক্ষার্থী সোহাগী সামিয়া বলেন গতকালকে ছাত্রলীগের নেতাকর্মীরা আমাদের উপর হামলা চালায় আমরা ভিসির বাস ভবনের সামনে অবস্থান নিয়েও হামলার শিকার হয়েছি। এই হামলায় প্রায় দেড়শতাধিক শিক্ষার্থী আহত হয়েছে, আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং কোটা সংস্কারের দাবি জানাচ্ছি।