এজন্য এ রোগ সম্পর্কে ভালোভাবে জানার তাগিদও দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ সেমিনারে।
বিশ্ব সিওপিডি দিবস উপলক্ষে বুধবার বিশ্ববিদ্যালয়ের রেসপিরেটরি মেডিসিন বিভাগ এ সেমিনারের আয়োজন করে। এদিন বিশ্বব্যাপী সিওপিডি দিবস পালন করা হয়।
শ্বাসতন্ত্রের দীর্ঘমেয়াদী প্রদাহজনিত রোগ হলো সিওপিডি। এটি অসংক্রামক রোগগুলোর মধ্যে অন্যতম প্রধান। বর্তমানে বিশ্বে মৃত্যুর প্রধান অন্য রোগগুলোর মধ্যে রয়েছে হৃদযন্ত্রজনিত রোগ, ক্যান্সার, স্ট্রোক, স্বাসতন্ত্রের সংক্রমণ ইত্যাদি।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএসএমএমইউর রেসপিরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান।