তিনি জানান, শিক্ষার্থীদের রাজনৈতিক পরিচয় দিয়ে গণহত্যা চালাচ্ছে সরকার। এখন পর্যন্ত ঘটে যাওয়া সব ঘটনার দায় সরকারকেই নিতে হবে। চলমান গণহত্যার ঘটনায় আন্তর্জাতিকভাবে তদন্তের দাবিও জানান তিনি।

মাসউদ আরও বলেন, ‘আমরা তিনটি বিষয় স্পষ্ট করছি। এর আগে ২০১৮ সালে কোটা বাতিলের প্রজ্ঞাপন জারির পর সেটি ৬ বছরও টেকেনি। তাই পরিপত্র-পরিপত্র খেলা বন্ধ করে স্টেকহোল্ডারদের, বিশেষ করে শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা করে একটি স্বাধীন স্থায়ী কমিশন গঠন ও কমিশনের সুপারিশ অনুযায়ী আইন পাস করতে হবে।’

‘পুলিশ কনস্টেবল থেকে মন্ত্রী- যতজন শিক্ষার্থী হত্যার সঙ্গে জড়িত তাদের অব্যাহতি দিয়ে আইনের আওতায় আনতে হবে।’

‘এবং যতজন শিক্ষার্থীর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া হয়েছে তাদের মামলা প্রত্যাহার করে গুম ও আটক শিক্ষার্থীদের ২৪ ঘণ্টার মধ্যে মুক্তি দিতে হবে। তা না হলে ‘বাংলা ব্লকেডের’ চেয়েও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।’

এ সমন্বয়ক দাবি করেন, সাড়ে ৩ হাজারের বেশি শিক্ষার্থীকে আটক করা হয়েছে। কয়েকজন সমন্বয়ককে চিকিৎসারত অবস্থায় তুলে নিয়ে নির্যাতন চালানো হচ্ছে।

সংবাদ সম্মেলনে আরও যুক্ত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক মাহিন সরকার ও সহ-সমন্বয়ক রিফাত রশীদ। এ সময় আগামীকাল রোববার (২৮ জুলাই) সারাদেশের দেয়ালগুলোতে গ্রাফিতি ও দেয়াল লিখন কর্মসূচি করারও ঘোষণা দেন তারা।

১. ছবি আপলোডের সময় আগের যে সকল ছবি আপলোড করা আছে ঐগুলো দেখাবে। এবং ঐগুলো রি-ইউজ করার সুযোগ থাকবে।

২. প্রধান ক্যাটাগরি এবং অন্যান্য ক্যাটাগরি নামে দুটি বার আছে। কিন্তু সাব ক্যাটাগরি ব্যবহার করা যায় না। এবং প্রথমবার নিউজ আপলোডের সময় সাব ক্যাটাগরি শো করলেও দ্বিতীয় বার বা নিউজ এডিট করতে গেলে সাব বার আসে না।

৩. চাইলেই কোন বার (রাজনীতি, বিশ্ব, অর্থনীতি) খোলা যায়। হেডারে শো করলেও নিচের দিকে যেখানে নিউজ শো হয় সেখানে শো হয় না।

৪. পাঁটি বার এর লোকেশন পরিবর্তন হবে। “রাজনীত“ যাবে “বিশ্ব”র স্থানে।  “বিশ্ব” যাবে “প্রযুক্তি”র স্থানে। “প্রযুক্তি” যাবে “রাজনীতি”র স্থানে। “শিল্প সাহিত্য” যাবে “অপরাধ” এর স্থানে। অপরাধ যাবে “শিল্প সাহিত্য” এর স্থানে।

৫. সর্বশেষ এবং জনপ্রিয় খবর হবে মোট ১৫টি বা এর কম। জনপ্রিয়র সিরিয়াল বর্তমান পদ্বতিতে হবে না।

৬. “বিশ্ব” এর প্রতি হেডলাইনের সামনে লাল বৃত্ত্ব না দিয়ে নিউজের ছবি দিন। আন্ডার লাইন দরকার নাই। হেডিং লেফট এলাইনমেন্ট দিন।

৭. নিউজে ক্লিক করলে হেডিং এর উপর নিচে অনেক খালি যায়গা আছে ঐগুলো কমিয়ে দিন। 

৮. কলমের সিম্বল মুছে ঐস্থানে ছবি দিতে পারেন। এবং এটি নিউজ আপলোড এর সময় বাধ্যতামূলক করবেন না। যদি চায় তবে ছবি+নাম আসবে না হলে আসবে না। এবং ছবি নাম যখন থাকবে না তখন যায়গা ফাকা থাকবে না।

৯. নিউজ শেষে অন্যান্য নিউজের সকল নিউজ আসে। সকল নিউজ না দেখিয়ে হেডিং দেখাতে পারেন।

১০. নিউজ আপলোডের সময় নিউজ বডিতে এলাইনমেন্ট সেন্টার সেট করা এটি জাস্টিফাই করতে হয়। আপনি জাস্টিফাই সেট করে রাখবেন যদি চায় এলাইনমেন্ট চেঞ্জ করবে।

১১. প্রচ্ছদে যে সকল বারে নিউজের বডির সাইজ এবং হেডিংএর সাইজ এক এগুলো পরিবর্তন করবেন। এবং হেডিং এবং বডির মাঝের স্থানের দুরত্ব বেশি না হয়।