‘জানমাল রক্ষায় হওয়া হত্যাকাণ্ডের প্রতিবাদ করলে পুলিশ হত্যারও প্রতিবাদ করা উচিত’
জনগণের জানমাল রক্ষায় হওয়া হত্যাকাণ্ডের প্রতিবাদ করলে পুলিশ হত্যারও প্রতিবাদ করা উচিত বলে মন্তব্য করেছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী। যারা এক পক্ষের হত্যার প্রতিবাদ করছেন তারা বরং প্রকান্তরে হত্যারই সমর্থন দিচ্ছেন বলে মন্তব্য করেছেন তিনি।
শনিবার (২৭ জুলাই) ঢাকা রিপোটার্স ইউনিটিতে (ডিআরইউ) এক গোলটেবিল আলোচনায় গণপূর্তমন্ত্রী এমন মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, ছাত্রদের দাবি মেনে সরকার কোটা ব্যবস্থার সংস্কার করেছে। তারপরও আন্দোলন অব্যাহত রাখার কী দরকার, এমন প্রশ্ন তোলেন র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী।
গণপূর্তমন্ত্রী আরও বলেন, হত্যার বিচার দাবি করলে এজন্য সময় দিতে হবে। এখন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সময় নয় বলেও মনে করেন তিনি।
জনগণের প্রতিষ্ঠানে ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা প্রতিবাদ জানাবে, এমনটা প্রত্যাশা করেছিলেন বলে জানান র আ ম উবায়দুল মুক্তাদির চৌধুরী।