তড়িঘড়ি কিংবা ঢিলেমি নয় সংস্কার সবার মতামত নিয়ে হওয়া জরুরি: মান্না
তড়িঘড়ি কিংবা ঢিলেমি নয় সংস্কার সবার মতামত নিয়ে হওয়া জরুরি বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) দুপুরে রাজধানীর তোপখানা রোডে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, ১৩টি সংস্কার কমিশন কাজ করছে। তবে তারা কতটা সংস্কার করবেন ও গতি কেমন হবে সেটাও সরকারকে দেখতে হবে। কমিশন রিপোর্ট আসার আগেই কাঠামো তৈরি করে ফেলা হচ্ছে।
মান্না বলেন, তাবলীগ জামায়াতের দু’গ্রুপের সংঘর্ষে হতাহতের ঘটনায় উদ্বেগ বাড়াচ্ছে। এছাড়াও ছাত্র-জনতার আন্দোলনে জড়িতদের হত্যাচেষ্টা করা হচ্ছে বলে জানান তিনি।
তিনি আরও বলেন, কাউন্সিলরদের আবারও সক্রিয় করার বিষয়টি গিভ এন্ড টেকের মত হচ্ছে। এই কাউন্সিলররা ফ্যাসিবাদী প্রক্রিয়ায় নির্বাচিত। তাই আবারও তাদের নিয়ে পরিকল্পনা ভিন্ন ইঙ্গিত দেয় বলে জানান নাগরিক ঐক্যের সভাপতি।