পাবনায় বৃষ্টিতে ভিজে শিক্ষার্থীদের বিক্ষোভ
আব্দুল্লাহ আল মোমিন: কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃষ্টি উপেক্ষা করেই পাবনার বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢল নামে।
শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে সমবেত হয়। পরে বেলা ১২ টার দিকে মিছিলটি শহরের প্রাণ কেন্দ্র ট্রাফিক মোড় চত্বরে সামনে এসে অবস্থান করে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।
এ সময় পুলিশ, বিজিপি, র্যাবসহ আইনর্শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে চলা এই বিক্ষোভ মিছিলে কোন বিশৃঙ্খলা ঘটেনি।
শহরে বেশ কিছু সময় অবস্থান করে ১টার দিকে বিক্ষোভ মিছিলটি আবারও সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে কর্মসুচির সমাপ্তি ঘোষণা করেন।