দেশের দুই স্বাস্থ্যপ্রতিষ্ঠানে কর্মরত দুই নার্সকে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
সোমবার (২৬ ডিসেম্বর) মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের নার্সিং সেবা-১ শাখার সিনিয়র সহকারী সচিব মো. মেজবাউল হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ কথা জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিম্নবর্ণিত নার্সিং কর্মকর্তাকে তাঁদের নামের পার্শ্বে বর্ণিত পদ ও প্রতিষ্ঠানে বদলিপূর্বক পদায়ন করা হলো।’
পদায়ন পাওয়া নার্সরা হলেন, বগুড়া নার্স কলেজের প্রভাষক এ কে এম আবদুল করিম ও বরগুনা জেলা সিভিল সার্জন অফিসের পাবলিক হেলথ নার্স মোসাম্মৎ পারুল নাহার।