হামাসের প্রধান নির্বাচিত হলেন ইয়াহিয়া সিনওয়ার
ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নির্বাচিত হলেন ইয়াহিয়া সিনওয়ার। কাতারের দোহায় সংগঠনের সদস্যদের টানা দু’দিন আলোচনার পর নেয়া হয় সিদ্ধান্ত। মঙ্গলবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।
প্রতিবেদনে বলা হয়, হামাসের সুরা কাউন্সিলের বৈঠকে প্রস্তাব করা হয় ইয়াহিয়া সিনাওয়ার ও মোহাম্মেদ হাসান দারউইশের নাম। বেনামী ভোটাভুটির পর সংগঠনের রাজনৈতিক শাখার নেতৃত্ব দেয়া হয় ৬১ বছর বয়সী সিনওয়ারকে।
এর আগে, ২০১৭ সাল থেকে গাজা উপত্যকায় কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। প্রয়াত নেতা ইসমাইল হানিয়ার তুলনায় অনেক কট্টর বলে মনে করা হয় সিনাওয়ারকে। ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে তিনি। যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত।
ইসরায়েলে গত ৭ অক্টোবরের হামলা পরিকল্পনার মাস্টারমাইন্ড মনে করা হয় তাকে। ওই ঘটনার পর আর প্রকাশ্যে দেখা যায়নি সিনাওয়ারকে। উল্লেখ্য, এক সপ্তাহ আগে তেহরানে গুপ্তহত্যার শিকার হন হামাস নেতা ইসমাইল হানিয়া।