ছাত্র আন্দোলনের শহীদদের স্মরণে পাবনায় জামায়াতের দোয়া অনুষ্ঠান

আব্দুল্লাহ আল মোমিন: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরনে রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৯ আগস্ট) মাগরিব নামাজ শেষে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ড জামাতের পক্ষ থেকে শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোঃ জাহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আবদুল গাফফার খান, অধ্যাপক রেজাউল করিম, মাওলানা আব্দুল লতিফ, সোহেল আক্তার রিপন ও এ্যাভোকেট আব্দুল্লাহ আল আমীন মাসুম প্রমুখ।
বক্তারা ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তাদের ভয় না পেয়ে ইসলামকে বিজয়ী করার আন্দলোনে শরিক থাকার আহবান জানান।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া অনুষ্ঠানে এলাকার সকল মুসাল্লীগন উপস্থিত ছিলেন।
পাবনায় কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

তরিকুল আহবায়ক আলিফ সদস্য সচিব: নাগরিক ছাত্র ঐক্য'র নতুন কমিটি

নিটারের উদ্ভুত পরিস্থিতি সমাধানের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

মোড়েলগঞ্জে বিএনপি'র কর্মীসভা
