একদিন আরাফাতকে জিজ্ঞেস করলাম, ‘সাধারণভাবে দেখলে তো আপনাকে আয়রনম্যান মনে হয় না।’ কারণ, আয়রনম্যান শব্দটিতে একটি কাঠিন্য বিরাজ করে, পেশিবহুল শারীরিক কাঠামো ও শক্তিমত্তার কথাও মনে চলে আসে। উত্তরে আরাফাত বললেন, ‘আমি সেটা বোঝাতেও চাই না। আমাকে দেখে মানুষ আয়রনম্যান ভাবুক, সেটা চাই না।’
মোহাম্মদ শামছুজ্জামান আরাফাত না চাইলেও আয়রনম্যান। সাঁতার, সাইক্লিং আর দৌড় মিলিয়ে যে ক্রীড়া, সেটা ট্রায়াথলন। ট্রায়াথলনের কঠিনতম চ্যালেঞ্জ হলো আয়রনম্যান প্রতিযোগিতা। এশিয়া, ইউরোপের কয়েকটি আয়োজনে আয়রনম্যান খেতাব পেয়ে গত সেপ্টেম্বরে প্রথম বাংলাদেশি হিসেবে যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত আয়রনম্যান ৭০.৩ ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপে অংশ নিয়ে চ্যালেঞ্জ পূর্ণ করেন সফলভাবেই। প্রথম আলোর ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকীর তথ্যচিত্র আয়রনম্যান আরাফাত তাঁকে নিয়ে।