হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার প্রতিবাদে পাবনায় মিছিল
আব্দুল্লাহ আল মোমিন: সারাদেশে হিন্দু সম্প্রদায়ের ওপরে হামলা ও নির্যাতনের প্রতিবাদে পাবনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট।
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট পাবনা জেলা শাখার উদ্যোগে আজ রবিবার সকালে পাবনা শহরের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তারা বলেন, বিভিন্ন মহল্লায় ও হিন্দুদের বাসাবাড়িতে অগ্নিসংযোগ ও হামলা করছে দুর্বৃত্তরা। হামলা প্রতিরোধে কেউ এগিয়ে আসেনি। চারদিকে আতঙ্ক বিরাজ করছে। যা এই সময়ে কাম্য হতে পারে না।
বক্তারা বলেন, বৈষম্য নিরসনের কথা বলা হলেও এই হামলাকারীদের বিরুদ্ধে কোনো পক্ষই কোনো ব্যবস্থা নিচ্ছে না। এসময় তারা সব হামলা, নির্যাতনের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেন। সেই সাথে সংখ্যালঘু সুরক্ষা কমিশন, সংখ্যালঘু মন্ত্রণালয় ও সংসদে ১০ শতাংশ প্রতিনিধিত্ব দাবি করেন তারা।
এ সময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট কমিটির পাবনা জেলা শাখার আহ্বায়ক আশিষ বসাক, যুগ্ম আহ্বায়ক এডভোকেট মলয় দাস, সদস্য সচিব সৌহার্দ্য বসাক সুমন, পূজা উদযাপন কমিটির প্রবাসভদ্র, যুব মহাজোটের আহবায়ক শুভ বসাক, ছাত্র মহাজোটের আহবায়ক শুভ মজুমদার সহ প্রমূখ।