বন্ধ স্টার্টআপ কোম্পানির বিনিয়োগ পুনর্বিবেচনা করা হবে: নাহিদ
ছাত্র আন্দোলনের পক্ষ নেয়ায় যেসব স্টার্টআপ কোম্পানির বিনিয়োগ বন্ধ করা হয়েছিল তা পুনর্বিবেচনা করা হবে। কেউ বঞ্চিত হলে তাদের সুবিচার করা হবে বলে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের তথ্য প্রযুক্তি উপদেষ্টা নাহিদ ইসলাম।
সোমবার (১২ আগস্ট) দায়িত্ব নেয়ার পর প্রথমবারের মতো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে অফিস করে সাংবাদিকদের সাথে আলাপকালে একথা বলেন নতুন তিনি।
এ সময় তিনি বলেন, নিজেদের প্রয়োজন ও সক্ষমতার মধ্যে কাজ করতে হবে। তরুণদের প্রশিক্ষিত করতে হবে। এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আইসিটি সেক্টরে পেছুর সম্ভাবনা রয়েছে। তাই এই সেক্টরে দুর্নীতি করার কোনও সুযোগ নেই বলেও জানান তিনি।
আন্দোলনের সময় ইন্টারনেট বন্ধ করা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি একটি মানবাধিকারের বিষয়। ইন্টারনেট বন্ধ করে মানুষকে হত্যা করা হয়েছে। এ বিষয়ে তদন্ত করতে যেহেতু ২৪ ঘণ্টা সময় দেয়া হয়েছে তাই আজ রিপোর্ট পাওয়া যাবে। এ ঘটনায় সাবেক প্রতিমন্ত্রীসহ জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
এর আগে, সকাল সাড়ে ৯টার পর রাজধানীর আগারগাঁওয়ে আইসিটি টাওয়ারে যান তথ্য প্রযুক্তি উপদেষ্টা। এ সময় তাকে স্বাগত জানান কর্মকর্তারা। পরে বিসিসি সম্মেলন কক্ষে বৈঠকে বসেন নাহিদ ইসলাম। বৈঠকের শুরুতেই হাসিনা সরকারের পতন আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর আইসিটি বিভাগের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন তিনি।