সাভারে ছাত্র-জনতার অভ্যূত্থানে শহীদ ইয়ামিনের কবর জিয়ারত করেন মাহমুদুর রহমান মান্না
আজ (সোমবার) নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না সাভারের ব্যাংক টাউনে নিহত শেখ আসাবুল ইয়ামিনের পরিবারের সাথে সাক্ষাৎ করেন। তিনি ইয়ামিনের কবর জিয়ারত করে ছাত্র-জনতার গণঅভ্যূত্থান এবং শেখ হাসিনার স্বৈরাচারী শাসনের ১৫ বছরে নিহত সকল শহীদদের স্মরণ করে মাগফিরাত কামনা করেন।
গত ১৮ জুলাই এর গণঅভ্যূত্থানে নিহত এমআইএসটি'র ছাত্র ইয়ামিনের কবরে বাংলাদেশের জাতীয় পতাকা এবং ইয়ামিন স্মরণে তৈরি অস্থায়ী বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এসময় ইয়ামিনের বাবা মোহাম্মদ মহিউদ্দিনসহ স্বজনরা উপস্থিত ছিলেন।
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না শহীদ ইয়ামিনের বাবা এবং পরিবারের অন্যান্য সদস্যদের সমবেদনা জানান। তিনি বলেন, ইয়ামিনের এই আত্মত্যাগ বাংলাদেশ চিরকাল মনে রাখবে এবং জাতীয় বীর হিসেবে শ্রদ্ধার সাথে স্মরণ করবে।
এসময় আরও উপস্থিত ছিলেন নাগরিক ঐক্যের সাধারণ সম্পাদক শহীদুল্লাহ কায়সার, প্রেসিডিয়াম সদস্য জিন্নুর চৌধুরী দিপু, সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার, কবীর হাসান, দপ্তর সম্পাদক মহিদুজ্জামান, কেন্দ্রীয় কমিটির সদস্য এবাদত আলী, রাজ্জাক তালুকদারসহ কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা জেলার নেতৃবৃন্দ।