ড. ইউনূস নিজেই ব্র্যান্ড, তিনি আসায় আস্থা ফিরছে বিদেশি ক্রেতাদের’
বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) পরিচালক শোভন ইসলাম বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস নিজেই একটি ব্র্যান্ড। তিনি আসায় বিদেশি ক্রেতারা আস্থা ফিরে পেয়েছে।
আজ বুধবার (১৪ আগস্ট) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনায় ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন বিজিএমইএ পরিচালক।
তিনি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক অত্যন্ত ফলপ্রসূ হয়েছে। আমরা এনার্জি ক্রাইসিস (শক্তি সংকট), লিকুইডিটি ক্রাইসিস (তারল্য সংকট)- এসব বিষয় নিয়ে আলোচনা করেছি। কীভাবে ক্রয় ও রফতানি আদেশ আরও বাড়ানো যায়, আমরা তা নিয়ে চেষ্টা করছি।
বিজিএমইএ’র পরিচালক বলেন, আমাদের দাবিদাওয়া অল্প ছিল। মূলত ড. ইউনূসের ওপর আস্থা জ্ঞাপন করতেই তার সঙ্গে আমাদের দেখা করা। এক মাসের বেতন ও অর্থনৈতিক কিছু ব্যাপারে আলোচনা অমীমাংসিত রয়েছে বলে জানান তিনি।
শোভন ইসলাম বলেন, আমরা তাকে একটি টাস্কফোর্স গঠন করতে বলেছি। যাতে আমাদের শিল্পের সব সমস্যার সমাধান হয়। তারল্য সংকট নিরসনে তার সাহায্য চাওয়া হয়েছে। ড. ইউনূস আমাদের আশ্বস্ত করেছেন– তিনি তার সাধ্যমতো করবেন।