তিস্তার পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ
পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন বলেছেন, তিস্তা নদীতে যতোটুকু পানি আছে, তার ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ। অন্তর্বতীকালীন সরকারের এই মনোভাবের কথা ঢাকায় ভারতের হাইকমিশনার প্রণয় ভার্মাকে স্পষ্ট করেছেন তিনি।
আজ বুধবার (১৪ আগস্ট) বিকেলে নিজের বাসভবনে ভারতসহ বিভিন্ন দেশের কূটনীতিকের সঙ্গে বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এ কথা জানান পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, দিল্লি থেকে করা আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিভিন্ন মন্তব্য বাংলাদেশ-ভারত দ্বিপাক্ষিক সম্পর্কে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
তৌহিদ হোসেন জানান, অন্তর্বতী সরকারের রুপরেখা সম্পর্কে জানতে চেয়েছেন বিদেশি কূটনীতিকরা। প্রয়োজনের চেয়ে একদিনও বেশি থাকবে না এই সরকার, তাদের এমনটা জানানো হয়েছে। এছাড়া, দুদেশের সরকার আন্তরিক হলে সীমান্তে মানুষ হত্যা পুরোপুরি বন্ধ করা সম্ভব বলেও জানান তিনি।
এদিকে, জনগণের আকাঙ্খা ও নিরাপত্তা ইস্যুতে বর্তমান সরকারের সঙ্গে কাজ করার প্রত্যয় জানিয়েছেন ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা।