স্বাস্থ্য অধিদপ্তর বুধবার জানিয়েছে, আগের ২৪ ঘণ্টায় সব মিলিয়ে ১৬৩ জন ডেঙ্গু নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।
তাতে চলতি বছর এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হওয়া ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়াল ২৫ হাজার ৬৫ জন।
অবশ্য যারা ডেঙ্গুর চিকিৎসার জন্য হাসপাতালে যাননি, কিংবা পরীক্ষাই করাননি, তাদের হিসাব এ তালিকায় আসেনি।
গত এক দিনে ডেঙ্গুতে আক্রান্ত কারও মৃত্যুর খবর আসেনি স্বাস্থ্য অধিদপ্তরের খাতায়। এ বছর সব মিলিয়ে ৯৬ জনের মৃত্যু হয়েছে এ ভাইরাস রোগে। ২৪ হাজার ৩২০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।
বর্তমানে দেশের হাসপাতালগুলোতে চিকিৎসা নিচ্ছেন ৬৪৯ জন ডেঙ্গু রোগী, যাদের ৫৩৭ জনই ঢাকা মহানগরীর।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বুধবার সকাল ৮টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত নতুন রোগীদের ১৩১ জনই ঢাকার। আর ঢাকার বাইরের বিভাগগুলোতে ভর্তি হয়েছেন আরও ৩২ জন।