অন্তর্বর্তী সরকারের সংস্কার কর্মকাণ্ডের প্রতি পূর্ণ সমর্থন রয়েছে বিএনপির
অন্তবর্তী সরকারের সংস্কার কর্মকাণ্ডের প্রতি পূর্ণ সমর্থন সমর্থন রয়েছে বিএনপির, তবে সেই সংস্কার হতে হবে যৌক্তিক সময়ের মধ্যে। এমনটাই বলেছেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
রোববার (২৫ আগস্ট) বিকেলে সিলেটে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, কাউকে অনির্দিষ্টকাল সময় দেয়া যাবে না। রাষ্ট্র সংস্কারে দলগুলোর সাথে অবশ্যই আলোচনা করতে হবে।
তিনি অভিযোগ করে বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বসে বাংলাদেশের মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছেন।
এ সময় বিএনপি নেতাকর্মীদের লুটপাট, দখল বিষয়ে প্রশ্ন করলে মির্জা ফখরুল বলেন, যারা এসব অন্যায়ের সাথে জড়িত তারা বিএনপির কেউ নয়। তাদের চিহ্নত করে আইনের হাতে তুলে দিতে হবে।
এর আগে, সকালে এক দিনের সফরে সিলেটে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।