শহীদ ছাত্র–জনতার স্বপ্ন পূরণে অঙ্গীকারাবদ্ধ প্রধান উপদেষ্টা
বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মী ও শিক্ষার্থীরা বিভিন্ন দাবিদাওয়া নিয়ে আন্দোলন–বিক্ষোভ করছেন। এমনকি এর মধ্যে প্রধান উপদেষ্টার বাসভবন ও সচিবালয় ঘেরাওয়ের মতো ঘটনাও ঘটেছে। এসব থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
আজ রোববার সন্ধ্যায় সাড়ে ৭টায় জাতীয় উদ্দেশে ভাষণে তিনি এ আহ্বান জানান।
জুলাই–আগস্টে ছাত্র–জনতার অভ্যুত্থানে নিহত সবার প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য শুরু করেন ড. ইউনূস। শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। স্মরণাতীত কালের ভয়াবহ বন্যায় যাঁরা মৃত্যুবরণ করেছেন, যাঁরা অসুস্থ হয়ে পড়েছেন বা যাঁরা সর্বস্ব হারিয়েছেন, যাঁরা দুঃসহ জীবন যাপন করছেন—তাঁদের স্মরণ করেন।
তিনি বলেন, বন্যাদুর্গতদের জীবন দ্রুত স্বাভাবিক করার জন্য যাবতীয় উদ্যোগ সরকারি–বেসরকারি পর্যায়ে নেওয়ার আয়োজন করেছে সরকার। ভবিষ্যতে সব ধরনের বন্যা প্রতিরোধে আমাদের অভ্যন্তরীণ এবং প্রতিবেশীদের সঙ্গে যাতে যৌথভাবে নেওয়া যায়, সে আলোচনা শুরু করা হয়েছে। দেশের সকল বয়সের, সকল পেশার, সকল মতের, সকল ধর্মের সবাইকে বিনা দ্বিধায় এই সংগ্রাম যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি।