সিসিইউতে মাহমুদুর রহমান মান্না

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি হয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। শনিবার (২২ সেপ্টেম্বর) মধ্যরাতে বুকে ব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি হলে তাকে সিসিইউ'তে রাখা হয়৷
মাহমুদুর রহমান মান্না হার্ট অ্যাটাক করেছেন বলে জানিয়েছেন দলের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার। মান্নার ব্যক্তিগত চিকিৎসক ডা. শোয়েব মুহাম্মদ জানিয়েন ৭২ ঘণ্টা পার না হওয়া পর্যন্ত তিনি শঙ্কামুক্ত নন।
নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ার আরো বলেন, আওয়ামী লীগ সরকারের শাসনামলে ২০১৫ সালে মাহমুদুর রহমান মান্নাকে গুম করে এবং পরে গ্রেপ্তার দেখানো হয়। সে সময় হাসিনা সরকার দুই বছর কারাগারে রাখে। কারাগারে থাকা অবস্থায় হার্ট অ্যাটাক করে এবং তখন তার হার্টে একাধিক ব্লক ধরা পড়ে। কিন্তু আওয়ামী সরকার তাকে চিকিৎসার সুযোগ না দিয়ে হাসপাতাল থেকে কারাগারে পাঠায়। কারামুক্ত হবার পরও তার পাসপোর্ট আটকে রাখার কারনে তিনি বিদেশে উন্নত চিকিৎসাও নিতে পারেননি।
ঐকমত্য কমিশনের ১৬৬ প্রস্তাবের ১৪৭টিতে একমত খেলাফত মজলিস

প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো স্থানীয় সরকার সংস্কার কমিশন

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চায় হেফাজতে ইসলাম

দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে: উপদেষ্টা মাহফুজ
