মোরেলগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত
বাগেরহাট (মোরেলগঞ্জ) প্রতিনিধি: বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে।
রোববার (৬ অক্টোবর) সকাল ১১ টায় দিবসটি উপলক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে একটি র্যালি বের হয়। পরে পরিষদ সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার বদরুদ্দোজা'র সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, থানা অফিসার ইনচার্জ মো. শামসুদ্দিন, অধ্যক্ষ শাহাদাৎ হোসেন, অধ্যক্ষ আব্দুস সালাম, অধ্যক্ষ আব্দুল আলীম, পৌর বিএনপির আহবায়ক শিকদার ফরিদুল ইসলাম, বিএনপি নেতা গিয়াসউদ্দিন তালুকদার, সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন সামাদ, শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, আইসিটি কর্মকর্তা ত্রিদিপ সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন সচিব ও ইউনিয়ন পরিষদের উদ্যোক্তাগন।
বক্তারা বলেন জন্ম ও মৃত্যু নিবন্ধন করা নাগরিক প্রত্যেক নাগরিকের মৌলিক অধিকার। প্রতিটি পরিবারের উচিৎ শিশু জন্মের ৪৫ দিনের মধ্যে জন্ম নিবন্ধন সম্পন্ন করা। কেননা এতে শিশু জন্মের সঠিক হিসাব সরকারের কাছে থাকবে। আর সঠিক তথ্য সংরক্ষণ থাকলে দেশের উন্নয়ন সম্ভব। জন্ম ও মৃত্যু সঠিক তথ্য সরকারের কাছে থাকলে দেশের উন্নয়নের বাজেট সঠিক ভাবে বাস্তবায়নে সহায়তা করবে বলে বক্তারা মনে করেন।