মোরেলগঞ্জে উপজেলা নির্বাহী কর্মকর্তার যোগদান উপলক্ষে মতবিনিময় সভা
বাগেরহাট (মোরেলগঞ্জ) প্রতিনিধিঃ বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলায় নতুন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নাজমুল ইসলাম উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষক প্রতিনিধি ও সাংবাদিকদের সাথে এক মতবিনিময় সভা করেছেন।
মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকেল ৩টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা অন্যায়ের সাথে আপোস না করার ঘোষণা দেন এবং তিনি এলাকার সকল শ্রেনী পেশার মানুষের সহযোগিতা কামনা করেন।
সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বদরুদ্দোজা। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মোরেলগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ শামসুদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক শহিদুল হক বাবুল,
পৌর বিএনপির আহ্বায়ক শিকদার ফরিদুল ইসলাম, পৌর বিএনপির সদস্য সচিব অধ্যক্ষ জাহাঙ্গীর আল আজাদ, পৌর বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক ফারুক হোসেন সামাদ, বাংলাদেশ জামায়াতে ইসলামীর মোরেলগঞ্জ উপজেলার নায়েবে আমীর মনিরুজ্জামান, নায়েবে আমীর রফিকুল ইসলাম, জামায়াত নেতা অধ্যক্ষ আব্দুল আলীম, পৌর যুবদল এর আহবায়ক মিজানুর রহমান পলাশ, পৌর যুবদলের সদস্য সচিব মোঃ শহিদুল ইসলাম মিঠু অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলনের উপজেলা সাধারণ সম্পাদক মো. আসাদুল্লাহ ও প্রশিক্ষণ সম্পাদক মাওলানা গোলাম আহাদ জোমাদ্দার।