বিএনপির তিন নেতাকে অবাঞ্চিত করে বাগেরহাটে মিছিল
বাগেরহাট (মোড়লগঞ্জ) প্রতিনিধি: আজ বুধবার বাগেরহাট জেলা বিএনপি নেতা খায়রুজ্জামান শিপনকে কটুক্তি করায় জাতীয়তাবাদী তাতী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিনিয়র যুগ্ন আহবায়ক কাজী মনিরুজ্জামান মনির, বাগেরহাট জেলা বিএনপির সদস্য এডভোকেট নিপা তালুকদার, বাগেরহাট জেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক লিটু শরীফের বিরুদ্ধে মিছিল করেছে বাগেরহাটের মোরেলগঞ্জ সদর ইউনিয়ন বিএনপি।
বিক্ষোভ মিছিল শেষে পথসভা করে ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতারা। ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আবদুল রহিম তালুকদার এর সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন বলেন কাজী খায়রুজ্জামান শিপনকে নিয়ে যারা কটুক্তি করেন তারা কর্মী বিহীন নেতা আর কাজী শিপন কর্মীবান্ধব নেতা তাই তারা দিশেহারা হয়ে পড়েছেন এবং শিপন কাজী কে নিয়ে কটুক্তিমূলক বক্তব্য দেয় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তাদেরকে অবন্ত্রিত ঘোষণা করলাম।
পথসভায় আরো উপস্থিত ছিলেন ৩ নং ওয়ার্ড বিএনপি সভাপতি মালেক তালুকদার, ৪ নং ওয়ার্ড বিএনপির সভাপতি কাঞ্চন কাজী, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, ৭ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাহবুব তালুকদার, ৬ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ, ৯ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বাদশা, ইউনিয়ন বিএনপি নেতা ফিরোজ শাহ ,ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সুলাইমান রাজু।