৩০ বছরের কম বয়সীদের ক্ষেত্রে ফাইজারের টিকায় ওই ঝুঁকি মডার্নার তুলনায় এক পঞ্চমাংশ বলে জানিয়েছে এইচএএস।
এর আগে কানাডা, ফিনল্যান্ড, সুইডেনও কম বয়সীদের মডার্নার টিকা দেওয়ার ক্ষেত্রে সতর্কতার কথা জানিয়েছিল।
ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ইএমএ গত মাসে মডার্নার টিকার বুস্টার ডোজের অনুমোদন দেয়। ১৮ বছরের বেশি বয়সী যারা কমপক্ষে ছয় মাস আগে মডার্নার টিকার দ্বিতীয় ডোজ দিয়েছেন, তাদের ওই তৃতীয় ডোজের অনুমতি দেওয়া হয়।
ইউরোপীয় এই নিয়ন্ত্রক সংস্থা চলতি বছরের শুরুতে বলেছিল, মডার্না ও ফাইজার- দুই টিকার ক্ষেত্রেই হৃৎপেশীর প্রদাহের ঝুঁকি বাড়ার যোগাযোগ মিলেছে গবেষণায়, যদিও তা বিরল। যুক্তরাষ্ট্রের ওষুধ নিয়ন্ত্রক সংস্থা ও বিশ্ব স্বাস্থ্য সংস্থাও একই ধরনের কথা বলেছিল।