রাজনীতি

গোলাপগঞ্জ প্রতিনিধি : গোলাপগঞ্জে বন্যায় আশ্রয় কেন্দ্র গুলোতে  এমপি নাহিদের পক্ষ থেকে রান্না করা খাবার বিতরণ করেছে উপজেলা আওয়ামীলীগ।

২০ জুন (বৃহস্পতিবার) উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশ্রয় কেন্দ্র গুলোতে অবস্থান নেয়া লোকজনের মধ্যে এ খাবার বিতরণ করা হয়। এমপি নুরুল ইসলাম নাহিদ বন্যা আক্রান্ত লোকজনের পাশে দাড়ানোর জন্য নিজ দলের লোকজন কে আহ্বান করলে রান্না  করা খাবার বিতরণের উদ্যোগ নেয়া হয় বলে জানা যায়।

বন্যায় গোলাপগঞ্জ উপজেলার প্রায় ৪০ ভাগ এলাকা তলিয়ে গেছে।সুরমা ও কুশিয়ারা নদীর তীরবর্তী অঞ্চল গুলোর বেশির ভাগ বাড়িঘর বন্যার পানিতে তলিয়ে যাওয়ায় অনেকে স্কুল, কলেজ,মাদ্রাসায় আশ্রয় নিয়েছেন। বন্যায় আক্রান্তদের সহায়তা করার জন্য সিলেটের জেলা প্রশাসক, গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার উপজেলা নির্বাহী অফিসার কে টেলিফোনে আহবান জানিয়েছেন সিলেট ৬ আসনের এমপি নুরুল ইসলাম নাহিদ। তিনি এ বিষয়ে দেশের মাটিকে জানান বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার লোকজনকে সহায়তা করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের উদ্যোগ নেয়া হয়েছে।ক্ষতিগ্রস্তরা পর্যায়ক্রমে সহায়তা পাবে। আমি বিভিন্ন ইউনিয়নের জন প্রতিনিধি ও দলীয় নেতাকর্মীদের সাথে যোগাযোগ করে সব সময় খোঁজ খবর নিচ্ছি। মানুষ যাতে না খেয়ে থাকে, সে বিষয়ে সরকারিভাবে উদ্যোগ নেয়া হচ্ছে। শিলাবৃষ্টির কারনে কিছু দিন পূর্বে বড় ধরনের ক্ষতি হলে সরকারি উদ্যোগে অনেক সহায়তা করা হয়েছে। বন্যায় আক্রান্ত এলাকা গুলোতে দ্রুত ত্রান কার্যক্রম শুরু হবে তিনি জানালেন।

এ দিকে বৃহস্পতিবার সকালে  উপজেলার বিভিন্ন এলাকা থেকে সরকারি এম সি একাডেমি স্কুল ও কলেজে আশ্রয় নেয়া লোকজনের মধ্যে এমপি নুরুল ইসলাম নাহিদের রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করেন জেলা আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন। এ সময় তিনি আশ্রয় নেয়া লোকজনকে আশ্বস্ত্য করে বলেন, ধৈর্য্য ধারণ করে এ দুঃসময় অতিক্রম করতে হবে। সরকারের পক্ষ থেকে বন্যায় ক্ষতিগ্রস্তদের জন্য সব ধরনের সহায়তার উদ্যোগ নেয়া হয়েছে। ও ভাবে উপজেলার বিভিন্ন ইউনিয়নের আশ্রয় কেন্দ্র গুলোতে এমপি নুরুল ইসলাম নাহিদের পক্ষ থেকে নিজ দলের লোকজন  রান্না করা খাদ্য সামগ্রী বিতরণ করেন বলে জানা যায়।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। তাঁকে ওই হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) রাখা হয়েছে।

আজ শনিবার সকালে বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির এ কথা জানান। তিনি বলেন, ‘খালেদা জিয়ার অসুস্থতার ধরন সম্পর্কে এখনো কোনো কিছু আমরা জানতে পারিনি।’

বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তাঁর চিকিৎসক অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন আছেন বলে জানান শায়রুল কবির খান।

৭৯ বছর বয়সী খালেদা জিয়া আর্থ্রাইটিস, হৃদ্‌রোগ, ফুসফুস, লিভার, কিডনি, ডায়াবেটিসসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন।

গত বছরের ৯ আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তখন ৫ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত ১১ জানুয়ারি তিনি বাসায় ফেরেন। সে সময় উন্নত চিকিৎসার জন্য তাঁকে বিদেশে নিতে তাঁর পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি। এমন পরিপ্রেক্ষিতে লিভার সিরোসিসে আক্রান্ত বিএনপির চেয়ারপারসনের রক্তনালিতে অস্ত্রোপচার করা হয় গত বছরের ২৭ অক্টোবর।

জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সাজা ২০২০ সালের ২৫ মার্চ সরকার নির্বাহী আদেশে স্থগিত করে শর্ত সাপেক্ষে মুক্তি দিয়েছিল। 

আওয়ামী লীগের বিরুদ্ধে ঢালাওভাবে দুর্নীতির অভিযোগ আনা হচ্ছে উল্লেখ করে দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‘ফখরুলরা (বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর) আজকে গুজব ছড়াচ্ছে। পুলিশকে ঢালাওভাবে আক্রমণ করছে। সেনাবাহিনীর বিরুদ্ধে তাদের মতলব আছে। ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর যে চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য ষড়যন্ত্র কি না, সেটা ভেবে দেখতে হবে।’

আজ শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনের সামনে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত শোভাযাত্রার আগে সমাবেশে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

দুর্নীতির যেসব খবর সংবাদমাধ্যমে প্রকাশিত হচ্ছে, সে প্রসঙ্গ টেনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘আজকে গুজব ছড়িয়ে আমাদের দুর্নীতিবাজ দল বলছে, চক্রান্ত করছে। কিছু কিছু মিডিয়া সেই অপপ্রচারে নেমেছে।’

দুর্নীতিবাজ যত প্রভাবশালী হোক তাদের বিচার করার সাহস আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘ব্যক্তিবিশেষ অপরাধ করলে দুর্নীতি দমন কমিশন (দুদক) স্বাধীন, বিচার বিভাগ স্বাধীন...। শেখ হাসিনার সৎসাহস আছে দুর্নীতিবাজদের বিচার করার। সে যেই হোক, যত প্রভাবশালী হোক। কিন্তু আজকে যে ঢালাওভাবে দুর্নীতিবাজ বানানোর চক্রান্ত চলছে, এটা আওয়ামী লীগকে হটানোর জন্য ষড়যন্ত্র কি না, সেটা আমাদের ভেবে দেখতে হবে এবং সতর্ক থাকতে হবে।’

আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ বিএনপির ছয়জন নেতাকে আমন্ত্রণ জানানো হয়েছে। আজ শুক্রবার রাতে আওয়ামী লীগের আমন্ত্রণপত্র বিএনপির কার্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে।

রাত পৌনে ৯টার দিকে আওয়ামী লীগের প্রচার উপকমিটির দুজন সদস্য এস এম জাহাঙ্গীর আলম সিরাজী ও শেখ রিয়াদ মাহমুদ ঢাকার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে ওই আমন্ত্রণপত্র পৌঁছে দেন। আমন্ত্রণপত্র গ্রহণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটি সদস্য মো. আবদুস সাত্তার পাটোয়ারী।

আওয়ামী লীগ তাদের হীরকজয়ন্তীর আলোচনা সভায় নির্বাচন কমিশনে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানাচ্ছে।

সম্মেলনের ৯ মাস পর রাজশাহী জেলা এবং মহানগর যুবলীগের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার যুবলীগ চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মো. মাইনুল হোসেন খান নিখিলের যৌথ স্বাক্ষরে পরবর্তী ৩ বছরের জন্য এ কমিটি ঘোষণা করা হয়।

মহানগর যুবলীগের সভাপতি করা হয়েছে আগের কমিটির যুগ্ম সম্পাদক মনিরুজ্জামান খান মনিরকে। আর সাধারণ সম্পাদক করা হয়েছে আগের কমিটির আরেক যুগ্ম সম্পাদক তৌরিদ আল মাসুদ রনিকে।

১৪ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটিতে- আমিনুর রহমান খান রুবেল, মোখলেসুর রহমান মিলন, মুকুল শেখ, মাজেদুল আলম শিবলী ও জয়নাল আবেদীনকে সহ-সভাপতি; শফিকুজ্জামান শফিক ও রায়হানুল রহমান রয়েলকে যুগ্ম সম্পাদক, খালেদ হাসান বিপ্লব ও অরবিন্দ দত্ত বাপ্পীকে সাংগঠনিক সম্পাদক; মুরসালিন হক বাবুকে গ্রন্থনা-প্রকাশনা সম্পাদক এবং প্রণব কুমার সরকার ও এসএম আশিকুর রহমানকে সহ-সম্পাদক করা হয়েছে।

জেলা কমিটিতে সভাপতি করা হয়েছে মাহমুদ হাসান ফয়সল সজলকে। তিনি আগের কমিটিতে সহ-সভাপতি ছিলেন। আগের কমিটির যুগ্ম সম্পাদক ইয়াসির আরাফাত সৈকতকে করা হয়েছে সাধারণ সম্পাদক। ১৯ সদস্য বিশিষ্ট এ আংশিক কমিটিতে- আলমগীর হোসেন রঞ্জু, জোবায়ের হাসান রুবন, মুজাহিদ হোসেন মানিক, আরিফুল ইসলাম রাজা, তছিকুল ইসলাম, ওয়াসিম রেজা লিটন, কাজী মোজাম্মেল হক ও জাহাঙ্গীর আলমকে সহ-সভাপতি; মোবারক হোসেন মিলন, সামাউন ইসলাম ও সেজানুর রহমানকে যুগ্ম সম্পাদক; কামরুল ইসলাম মিঠু, রফিকুজ্জামান রফিক, হাবিবুর রহমান হাবিব, মেরাজুল ইসলাম মেরাজ ও ফয়সাল আহমেদ রুনুকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

যুবলীগের দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, জেলা যুবলীগের ১০১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ১৯ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ও মহানগর যুবলীগের ১১১ সদস্যের পূর্ণাঙ্গ কমিটির মধ্যে ১৪ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। আংশিক কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে কেন্দ্রে জমা দিতে বলা হয়েছে।

গত বছরের ২৬ সেপ্টেম্বর জেলা ও মহানগর যুবলীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

আব্দুল্লাহ আল মোমিন, পাবনা: গতকাল (১৯ জুন ২০২৪ বুধবার) শহরের সেন্ট্রাল গার্লস হাইস্কুলে সকাল ৯টা থেকে শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকাল ৫টা পর্যন্ত।

নির্বাচনে ২০ টি পদের বিপরীতে ৩৩ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন উপলক্ষে পোস্টার লিফলেটে ছেয়ে যায় নির্বাচনী এলাকা।

এবার নির্বাচনে ৩ হাজার ৬০০ ভোটারের মধ্যে ২৪৮৭ ভোটাধিকার প্রয়োগ করেন। পাবনা জেলা ট্রাক ট্যাংকলরী ও কভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন নির্বাচনের বিষয়ে প্রধান নির্বাচন কমিশনার জানান, ট্রাক শ্রমিক ইউনিয়নের নির্বাচন উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। ভোট গ্রহণ সময়ে কোথাও কোন বিশৃঙ্খলা ঘটেনি। ভোটাররা নির্ভয়ে পছন্দের প্রাথীকে ভোট দিয়েছেন। 

নির্বাচনে উপস্তিত ছিলেন পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রফেসর শিবজিত নাগ, পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা প্রেসক্লাব সসম্পাদক সৈকত আফরোজ আসাদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সসম্পাদক আখিনুর ইসলাম রেমন, সিনিয়র সাংবাদিক জহুরুল ইসলাম, পাবনা ডায়বেটিক সমিতির সভাপতি বেবী ইসলাম।

আরো উপস্থিত ছিলেন আব্দুল মোমিন মোল্লা, সাধারণ সম্পাদক, পাবনা মোটর মালিক গ্রুপ। ফিরোজ খান,সভাপতি, পাবনা মোটর শ্রমিক সমিতি। পাভেল হাসান জাহাঙ্গীর, সভাপতি, রিকসা শ্রমিক। আবুল আহসান খান রেয়ন,সাবেক সাধারন সম্পাদক, পাবনা মোটর মালিক গ্রুপ। খাদেমুল ইসলাম বাদশা,মালিক রাজাবাদশা পরিবহন। কানাইলাল সরকার,মোটর মালিক গ্রুপ।

নির্বাচনে বিশৃঙ্খলা এড়াতে বিপুল সংখ্যক পুলিশ সদস্যের উপস্থিতি লক্ষ্য করা গেছে।

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের বলেছেন, মিয়ানমার সেন্টমার্টিনের কাছে যুদ্ধ জাহাজ নিয়ে বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর আঘাত হানার চেষ্টা করছে। দীর্ঘদিন ধরে তারা হামলা চালিয়ে আসছে। বিভিন্ন ভাবে তারা আমাদের ভূখণ্ডে চলে আসতে চাচ্ছে। দেশের সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী অনেক শক্তিশালী শুনেছি। কিন্তু এটি নিয়ে আমরা তাদের কোনো ভ‚মিকা দেখছি না। মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। এটি সত্যিই দুঃখজনক। 

শনিবার বিকালে চার দিনের সফরে রংপুরে এসে রংপুর সার্কিট হাউজে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। 

জিএম কাদের বলেন, এর আগে বিপুল সংখ্যক রোহিঙ্গাকে আমাদের দেশে ঠেলে দেওয়া হয়েছে। সরকার মানবতা দেখিয়ে সেই বোঝা ঘাড়ে নিয়েছে। বর্তমানে তাদের বাধা দেওয়ার চেষ্টা করা হোক। মিয়ানমার সেন্টমার্টিন যদি দখলে নিয়ে ফেলে আবার কোনো মহত্বের কারণে তা ছেড়ে দেওয়া হবে কিনা আমরা জানি না। আমাদের সার্বভৌমত্ব রক্ষার করার দায়িত্ব আছে। সংসদ চালু থাকলে এটি কেন হচ্ছে আমি প্রশ্ন করতাম। 

জিএম কাদের আরও বলেন, সরকার যে বাজেট করেছে তা দুর্বৃত্তায়ন সহায়ক বাজেট। বিভিন্ন দুর্বৃত্তায়নকে এ বাজেটে উৎসাহিত করা হয়েছে। দুষ্টের পালন ও শিষ্টের দমন করা হচ্ছে বিভিন্ন নীতিতে। সরকারের আশপাশের মানুষ ধনী থেকে অতি ধনী হচ্ছে, আর সাধারণ মানুষ কষ্ট ভোগ করছে। এবারের বাজেটের মাধ্যমে বৈষম্যের দেশ তৈরি করা হচ্ছে। 

তিনি বলেন, স্বাধীনতার পরে কোনো সময় অর্থনৈতিক সংকট হয়েছে বলে আমার জানা নেই। বর্তমানে যে সংকট তৈরি হয়েছে তা করেছে সরকার। তারা উচ্চাভিলাষী মেগা প্রকল্প করে, প্রকল্পের মেয়াদ বাড়িয়ে প্রকল্প ব্যয় বাড়িয়েছে। আমি বলব অর্থের বিরাট অপচয় হয়েছে। তাই দেশে অর্থনৈতিক মন্দা দেখা দিয়েছে।  

জিএম কাদের আরও বলেন, বর্তমানে কর ছাড়ের সুফল পাচ্ছে ব্যবসায়ীরা, অপরদিকে করের বোঝা বইতে হচ্ছে জনগণকে। সরকার সংকুচিত অর্থ সরবরাহ মুদ্রানীতি গ্রহণ করার কথা বলেছে। কিন্তু দেশের বাজার নিয়ন্ত্রণ করে সিন্ডিকেট। তাই এই নীতি কোনো কাজে আসবে না।  

বিরোধীদলীয় নেতা বলেন, সরকার বিদ্যুৎ ও গ্যাস আমদানি করছে। অথচ দেশে গ্যাসের বিশাল মজুত রয়েছে। সেটি উত্তোলনের বিষয়ে সরকারের কোনো দৃষ্টি নেই। এতে করে উচ্চ মূল্যে জনগণকে বিদ্যুৎ-গ্যাস ব্যবহার করতে হচ্ছে। গ্যাস সংকট এবং উচ্চ মূল্য দিয়ে গ্যাস ব্যবহার করতে না পেরে অনেক ইন্ডাষ্ট্রি বন্ধ হয়ে গেছে। দেশে বেকারত্ব বাড়ছে। 

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির রংপুর মাহনগর কমিটির সাধারণ সম্পাদক এসএম ইয়াসির আহমেদ, রংপুর জেলার আহ্বায়ক আলাউদ্দিন মিয়া, সদস্য সচিব আব্দুর রাজ্জাক, মহানগর কমিটির সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন, জাহিদুল ইসলাম, কেন্দ্রীয় সাংস্কৃতিক সম্পাদক আজমল হোসেন লেবু, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ। এসময় রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি এবং অংঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বিএনপির কেন্দ্রীয় কমিটিতে রদবদল এনেছে বিএনপি।২০১৬ সালে অনুষ্ঠিত সবশেষ কাউন্সিলের পর কেন্দ্রীয় কমিটিতে বড় ধরনের পরিবর্তন আনল বিএনপির হাইকমান্ড। এছাড়া আরও চমক অপেক্ষা করছে কমিটি ঘিরে।

শনিবার ৩৯ পদে নেতাদের কাউকে কাউকে নতুন যুক্ত করা হয়েছে, আবার কারও কারও পদ পরিবর্তন করা হয়েছে।ভাইস চেয়ারম্যান ও যুগ্ম মহাসচিবের মতো সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ পদে পদায়ন করা হয়েছে কাউন্সিল ছাড়াই। 

বিএনপিতে ডাম্পিং জোন হিসেবে পরিচিত হচ্ছে দলের উপদেষ্টা কাউন্সিল।এবার সেই পদে এমন কিছু নেতাকে যুক্ত করা হয়েছে যাদের সাংগঠনিক অভিজ্ঞতা রয়েছে; জনমতও রয়েছে।এ কারণে উপদেষ্টা পদ পাওয়া নেতাদের মধ্যে ক্ষোভ বিরাজ করছে।

আবার কিছু নেতাকে অতি মূল্যায়ন করা হয়েছে বলেও মনে করছেন কেউ কেউ। বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চেৌধুরী এ্যানি রাজপথের কর্মী। তাকে যুগ্ম মহাসচিব করা সঠিক সিদ্ধান্ত সবাই একবাক্যে বলছেন।কিন্তু যুগ্ম মহাসচিব থেকে যাদের উপদেষ্টা করা হয়েছে তাদের অবমূল্যায়ন করা হয়েছে বলে দলের নেতাকর্মীরা মনে করছেন। তবে এ বিষয়ে অনেকেই মুখ খুলতে রাজি হচ্ছেন না।

গতকালের রদবদলে পদোন্নতি পাওয়া তিন যুগ্ম মহাসচিবের একজন শহীদ উদ্দীন চৌধুরী। তিনি বলেন, আরও পুনর্গঠন হবে, এই পুনর্গঠন সাময়িক। এরপর হয়তো কাউন্সিল হবে।

দলের একটি অংশ মনে করছে, যুগ্ম মহাসচিবের পদ থেকে সরিয়ে দিয়ে মাহবুবউদ্দিন খোকন, মজিবুর রহমান সরোয়ার, মোয়াজ্জেম হোসেন আলাল ও হারুন অর রশিদের মতো সিনিয়র ও ত্যাগী রাজনীতিবিদদের ছোট করা হয়েছে। কারণ সবাই জানে চেয়ারপারসনের উপদেষ্টা পদে কোনো কাজ থাকে না। অথচ যুগ্ম মহাসচিব আলাল রাজপথে সব সময় সক্রিয় ছিলেন, তার বিরুদ্ধে দুইশ’র উপরে মামলা রয়েছে এবং সাজাও দেওয়া হয়েছে। সর্বশেষ তিন মাসেরও বেশি সময় কারাগারে থেকে গত জানুয়ারিতে মুক্তি পান। 

বরিশাল বিএনপির দিকপাল সরোয়ারও জেল খেটেছেন, তার বিরুদ্ধেও অনেক মামলা রয়েছে। সব কর্মসূচিতেও সক্রিয় ছিলেন। হারুন অর রশিদ দলের সিদ্ধান্ত মেনে দ্বাদশ জাতীয় নির্বাচনের প্রায় এক বছর আগে সংসদ-সদস্যের পদ থেকে পদত্যাগ করেছিলেন। আন্দোলনের ওই সময় এই সিদ্ধান্ত সরকারকে চাপে রাখতে কিছুটা হলেও কাজে দিয়েছিল। 

আবার রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে সাংগঠনিক সম্পাদকের পদ থেকে সরিয়ে যথাযথ সম্মান দেওয়া হয়নি। তিনি দীর্ঘদিন জেল খেটেছেন, মাঠেও সক্রিয় ছিলেন। এসব নেতাদের দীর্ঘ রাজনৈতিক ক্যারিয়ারে দলের প্রতি অনেক ত্যাগ রয়েছে। 

এছাড়া রদবদলে চেয়ারপারসনের উপদেষ্টা পদে জ্যেষ্ঠতা রীতি মেনে করা হয়নি। এ নিয়ে দলটির একটি অংশের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে। যদিও এ বিষয়ে নতুন পদ পাওয়া উপদেষ্টাদের মধ্যে কয়েকজন যুগান্তরকে বলেন, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে সিদ্ধান্ত নিয়েছেন, তাই সঠিক। তারা চান দল ভালো থাকুক।

‘দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত’দেশের নিরাপত্তার জন্য সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।

রোববার দুপুরে কুষ্টিয়া শহরের পিটিআই রোডে নিজ বাসভবনে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়ের সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

হানিফ বলেন, স্বাধীন সার্বভৌম দেশের কোনো জাহাজ তার সীমানার মধ্যে থাকলে আমাদের বলার কী আছে? তবে আমাদের দেশের নিরাপত্তার জন্য হুমকি মনে হলে তার সমুচিত জবাব দেওয়ার জন্য আমাদের সশস্ত্র বাহিনী প্রস্তুত আছে।

এদিকে ধানমন্ডিতে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সেন্টমার্টিন দখল হয়ে যাচ্ছে বলে গুজব ছড়াচ্ছে বিএনপি-জামায়াত। মিয়ানমারের সীমান্তরক্ষীরা যারা অনুপ্রবেশ করেছিল, তাদের ফেরত পাঠানো হয়েছে। বিএনপি পারে শুধু অর্বাচীনের মতো হাস্যকর মন্তব্য করতে। এখনও সেটাই করছে।  

ওবায়দুল কাদের আরও বলেন, মিয়ানমার সরকার নয়, আরাকান বাহিনী গুলি করেছে। আমরা সতর্ক আছি। ২৪ ঘণ্টাই বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছে। প্রধানমন্ত্রী সেন্টমার্টিন নিয়ে যে আশঙ্কা করেছেন, তা অমলূক নয়। সেটি খতিয়ে দেখা হচ্ছে। যুদ্ধ জাহাজ তারা পাঠিয়েছে বলে আমরাও পাঠাব এমন নয়, পরিস্থিতি বুঝে আচরণ করতে হবে।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।