গ্রাফিতি মুছে ফেলা নিয়ে যা জানালো গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল
গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুলের দেয়ালে স্বৈরাচার বিরোধী গ্রাফিতি মুছে ফেলা নিয়ে শুরু হয়েছে আলোচনা সমালোচনা। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শিক্ষার্থীরা এসব গ্রাফিতি আঁকে শহরের দেয়ালে দেয়ালে। তবে অভিযোগ ওঠে ইচ্ছাকৃতভাবে এসব মুছে ফেলেছে কেউ।
তবে স্কুল কর্তৃপক্ষ এরইমধ্যে জানিয়েছে তাদের অবস্থান। গ্রাফিতি মুছে যাওয়াকে সম্পূর্ণ অনাকাঙ্ক্ষিত হিসেবে উল্লেখ করেছে গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল। এক বিবৃবিতে জানানো হয়, সরকারি সংস্কারের কাজের ফলে ঘটেছে এমন ঘটনা। বলা হয়, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।
বিবৃতিতে বলা হয়, আমাদের বিদ্যালয়ের শিখার্থীরা যে অনুভূতি নিয়ে গ্রাফিতিগুলো অংকন করেছিল, আমাদের সেই শিক্ষার্থীরাই তা পুনারায় অংকন করুক। আমরা বিদ্যালয়ের পক্ষ থেকে সবরকম সহযোগিতা করবো।
এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে গ্রাফিটি মুছে ফেলা নিয়ে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ অভিযোগ করে বলছেন, ইচ্ছাকৃতভাবে এগুলো কেউ মুছে ফেলেছে। তিনি বলেন, যে বা যারা এগুলো মুছে ফেলছে, তারা কখনও শিক্ষার্থীদের মন থেকে মুছতে পারবে না।