সহকারী হাইকমিশনে হামলার দায় ভারতীয় মিডিয়ার: প্রেস সচিব
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, ভারত আক্রমণাত্মকভাবে বাংলাদেশকে নিয়ে অপতথ্য ছড়াচ্ছে। এই অপতথ্যের কারণেই সহকারী হাইকমিশনে হামলার ঘটনা ঘটেছে। এর সম্পূর্ণ দায় ভারতের মিডিয়ার। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমীতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
তিনি বলেন, পূর্ব নির্ধারিত ধারণা নিয়েই ভারত অপতথ্য ছড়াচ্ছে। এমন মনোভাব বজায় থাকলে তাদের সাথে আলোচনার উপায় থাকে না। এ সময় বাংলাদেশের প্রকৃত পরিস্থিতি পর্যবেক্ষণে আন্তর্জাতিক মিডিয়াগুলোতে আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের প্রতিবেদনে বড় ধরনের গলদ রয়েছে। অথচ ভারতীয় সাংবাদিকরা তাদের প্রতিবেদনই আমলে নিচ্ছে। তারা আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাতে চাইছে। এ সময় ভারতের অপচেষ্টা রুখে দিতে জাতীয় ঐক্য ধরে রাখতে হবে বলেও মন্তব্য করেন তিনি।
প্রসঙ্গত, গতকাল সোমবার (২ ডিসেম্বর) দুপুরে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশন ভবনে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় ফ্ল্যাগস্ট্যান্ড ভেঙে বাংলাদেশের জাতীয় পতাকা খুলে নিয়ে পোড়ানো হয়। এ ঘটনায় আজ মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে জরুরি ভিত্তিতে তলব করে ঢাকা। এছাড়া, আগরতলাসহ ভারতে বাংলাদেশের সব মিশনের নিরাপত্তা জোরদার করার জন্য গতকাল সোমবার দিল্লিকে নোট পাঠিয়েছে ঢাকা। কঠোর প্রতিবাদের সঙ্গে ওই নোট পাঠানো হয় বলে জানা গেছে।
এদিকে, এ ঘটনার পর ৭ ভারতীয় নাগরিককে আটক করে দেশটির পুলিশ। আর হামলার সময় দূতাবাসের দায়িত্বে অবহেলার অভিযোগে পুলিশের তিন কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে। অপরদিকে, আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনের কনস্যুলার সেবা বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। ফলে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ওই মিশন থেকে বাংলাদেশের ভিসা সেবা বন্ধ থাকবে।