ভারত-বাংলাদেশের সাম্প্রতিক সংকটে বাধাগ্রস্ত হচ্ছে বাণিজ্যিক সম্পর্ক: পররাষ্ট্র উপদেষ্টা

সাম্প্রতিক সংকটে ভারত-বাংলাদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক বাধাগ্রস্ত হচ্ছে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। দু’দেশের ব্যবসায়ীরাই এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে বলেও জানান তিনি।
রোববার (৮ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে সার্ক জার্নালিস্ট ফোরাম আয়োজিত এক সেমিনারে এসব কথা বলেন তিনি।
৫ আগস্টের পর বাংলাদেশ-ভারত সম্পর্কে যে গুণগত পরিবর্তন হয়েছে, তা মেনে নিয়ে সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা।
আগামীকাল দুদেশের পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক ফলপ্রসু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
প্রধান উপদেষ্টা সার্ককে শক্তিশালী সংগঠন হিসেবে দেখতে চান উল্লেখ করে উপদেষ্টা বলেন, সার্কের শুরুতে সামিট হলেও অগ্রগতি হয়েছে কম। রাষ্ট্র বা সরকার প্রধানদের মধ্যে সাক্ষাৎ হচ্ছে না। সার্কের মাধ্যমে আঞ্চলিক সহযোগিতাকে আরও ভালো পর্যায়ে নিয়ে যাওয়া সম্ভব বলেও মনে করেন উপদেষ্টা।
দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে: উপদেষ্টা মাহফুজ

সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি

কাদা ছোড়াছুড়ি ও মারামারি করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে: সেনাপ্রধান

উপদেষ্টা পরিষদ থেকে নাহিদের পদত্যাগ
