নূর হাকিমের নতুন রাজনৈতিক দল 'দেশ জনতা পার্টি'
নিজস্ব প্রতিবেদক: সাম্য, ন্যায় বিচার, অহিংসা, মানবতা, উন্নত সুখী সমৃদ্ধ বাংলাদেশ, এই শ্লোগানকে সামনে রেখে দেশ জনতা পার্টি নামে নতুন রাজনৈতি দল আত্মপ্রকাশ করেছে।
গতকাল (শনিবার) রাজধানীর কাওরানবাজারের ইডিবি ট্রেড সেন্টারে এই দলের ঘোষণা করেন দলটির প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট ইকবাল কবির। এর আগে দলটির চেয়ারম্যান নূর হাকিম তার দলের ঘোষণা পত্র পাঠ করেন।
স্বাধীন সার্বভৌম গণতান্ত্রিক নামক রাষ্ট্রটি মূলত- ১৭৫৭, ১৯৪৭, ১৯৪৮, ৫২, ৫৪, ৬৬,৬৯,৭০-য়ে বৈপ্লবিক আন্দোলন ও কর্ম সূচির মধ্যে দিয়ে পরবর্তীতে ৭১ সালের স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধ এবং স্বাধীনতা অর্জন করে। এরপর ৯০, এর গণ আন্দোলন ২০০৬ এর আন্দোলন এবং ২০২৪ এর ছাত্র-জনতার গণঅভ্যুথান, পরবর্তীতে বর্তমান অবস্থায় উপনীত আমাদের এই বাংলাদেশ।
গত ২০১৬ সালের ১২ ডিসেম্বর ‘দেশ জনতা পার্টি'র রাজনৈতিক দলের উদ্ভাবনের সূচনা হয়। ঢাকায় ২২/১ তোপখানা রোডের বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভবনে।
স্বাধীনতা চেতনার আলোকে অসম্প্রদায়িক বাংলাদেশ গড়তে চায়। বাংলাদেশের সংবিধানের প্রতি পূর্ণ আস্থা ও শ্রদ্ধাশীল এবং মৌলিক মানবধিকার প্রতিষ্ঠায় সক্রিয় আছে এবং কর্মসংস্থান পূর্ণ মৌলিক অধিকার প্রতিষ্ঠায় অঙ্গিকারবদ্ধ। দেশের নাগরিকের সাংবিধানিক অধিকার, মত প্রকাশের অধিকার, নাগরিক অধিকার, শিক্ষা-প্রশিক্ষণ, কর্মসংস্থানের অধিকার বাস্তবায়নে সক্রিয় থাকবে। ইউনিয়ন ভিত্তিক প্রসাশনিক কার্যক্রম ও সেবা উন্নয়ন ব্যবস্থা বাস্তবায়ন করিতে চায়।
এরপর দেশ জনতা পার্টির ১০৫ সদস্যের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়। এতে চেয়ারম্যান করা হয় মো. নূর হাকিমকে এবং সাধারণ সম্পাদক করা হয় ইদ্রিস আলী নান্টুকে।