সংবিধানের ৭০ অনুচ্ছেদ বাতিল করলে স্বাভাবিক নির্বাচনের পথে বাধা সৃষ্টি হবে: রিজভী

সংবিধানের অনুচ্ছেদ ৭০ বাতিল হলে প্রার্থী কেনাবেচার হিড়িক শুরু হবে, এতে স্বাভাবিক নির্বাচনের পথে বাধা সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (৪ জানুয়ারি) রাতে জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে রাজধানীর বিভিন্ন এলাকায় দরিদ্রদের মাঝে শীতবস্ত্র বিতরণ শেষে এই মন্তব্য করেছেন তিনি।
সদরঘাট, গুলিস্তান, কমলাপুর, মহাখালী ও কারওয়ান বাজারে দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণ করেন রুহুল কবির রিজভী। এ সময় তিনি বলেন, এক বছর আগেও গরীব-দুঃখীদের মাঝে শীতবস্ত্র বিতরণ করতে দেয়নি আওয়ামী লীগ, এখন বিনা বাধায় ভালো কাজ করা সম্ভব হচ্ছে।
নির্বাচনের কথা বললেই অনেকে রাগান্বিত হচ্ছেন উল্লেখ করে তিনি বলেন, যত দ্রুত সম্ভব জনগণের অধিকার জনগণকে বুঝিয়ে দিতে হবে নির্বাচনের মাধ্যমে।
এ সময় তিনি সংবিধান সংস্কার প্রসঙ্গে বলেন, হাসিনা সকল ক্ষমতা দীর্ঘায়িত করতে সংবিধানে যে পরিবর্তন এনেছিল সেগুলোর সংস্কার করা যেতে পারে, কিন্তু আর্টিকেল ৭০ বাতিল করা এই মুহূর্তে উচিত হবে না।
দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে: উপদেষ্টা মাহফুজ

সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি

কাদা ছোড়াছুড়ি ও মারামারি করলে স্বাধীনতা ও সার্বভৌমত্ব বিপন্ন হবে: সেনাপ্রধান

উপদেষ্টা পরিষদ থেকে নাহিদের পদত্যাগ
