এবার ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ মালিকের বিরুদ্ধে
পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিকের বিরুদ্ধে ম্যাচ ফিক্সিংয়ের অভিযোগ এনেছেন দেশটির সাবেক ক্রিকেটার বাসিত আলী। দেশটিতে চলমান ঘরোয়া টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপের দল স্ট্যালিয়ন্স এর মেন্টর হিসেবে নিয়োগ দেয়ার জন্য পাকিস্তান ক্রিকেট বোর্ডেরও (পিসিবি) ব্যাপক সমালোচনাও করেছেন তিনি। সম্প্রতি নিজের ইউটিউব চ্যানেলেরবাবর আজমকে অধিনায়ক না করে একপ্রকার অপমান করা হয়েছে বলে মনে করেন বাসিত। বাসিত আলী বলেন, যে মানুষটা নিজের দেশকে নিয়েই চিন্তাভাবনা করে না, তাকে কখনই মেন্টর পদে বসানো উচিত নয়। যে মানুষটা স্বীকার করে যে আমরা সবকিছু জেনেই ম্যাচটা হেরেছি, তার কাঁধে এই দায়িত্ব দেওয়া একেবারে উচিত নয়। যদি কেউ প্রমাণ (ফিক্সিংয়ের) চায়, তাহলে আমি প্রমাণ দিয়ে দেব। সম্প্রতি রামিজ রাজা সাহেব শোয়েব মালিকের একটি ইন্টারভিউ নিয়েছিলেন। সেখানে উনি কী বলেছিলেন? দলের অধিনায়ক ইস্যুতেও প্রশ্ন তোলেন বাসিত আলী। বলেন, বাবর আজমের জন্য আমার একটাই আফসোস। সেটি হলো, সবাই অধিনায়ক হয়ে গেছে। কিন্তু শোয়েব মালিক তাকে (বাবর) অধিনায়ক করেননি। তার পরিবর্তে হারিসের হাতে নেতৃত্ব দিয়েছেন। বাবর আজমের পকেট থেকে আপনি ১০টা হারিস বের করতে পারবেন। তিনি আরও বলেন, এটা বাবরের জন্য বড় একটা অপমান। ও নিজে ভীরুও। ওর উচিত ছিল উমর আকমল ও আহমেদ শেহজাদের মতো খেলতে অস্বীকৃতি জানানো। লাইভে এসে এ অভিযোগ ও সমালোচনা করেন বাসিত আলী। উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ওয়ানডে কাপ। লিস্ট ‘এ’ ভিত্তিক একদিনের ম্যাচের এই টুর্নামেন্ট চলবে আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত। সবগুলো ম্যাচ অনুষ্ঠিত হবে ফয়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে।