নিটারের উদ্ভুত পরিস্থিতি সমাধানের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন

হারুন অর রশীদ: গত ১ সেপ্টেম্বর থেকে শুরু করে আজ পর্যন্ত নিটারের সাধারণ শিক্ষার্থীদের উত্থাপিত যৌক্তিক দাবি গুলো মেনে নেওয়া হয়নি। প্রায় ১ মাস ধরে প্রতিনিয়ত বিভিন্ন কার্যালয়ের দ্বারে দ্বারে গিয়েও দৃশ্যমান কোনো সমাধান হয়নি মনকি এখন পর্যন্ত নিটারের শিক্ষা কার্যক্রম চালু হয়নি।
উল্লেখ্য, গত ৪ তারিখে পাট ও বস্ত্র মন্ত্রণালয়, ১০ তারিখে বিটিএমএ কার্যালয় এবং ১৫ তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রযুক্তি অনুষদের ডিন কার্যালয়ে নিটারের সাধারণ শিক্ষার্থীরা সমাধানের উদ্দেশ্যে উপস্থিত হলেও কার্যকরী কোনো সমাধান আসেনি। গত ২৫ তারিখ জিবি মিটিং এর মাধ্যমে সমাধানের কথা বলে আশ্বস্ত করা হলেও ২৩ তারিখ হোস্টেল বন্ধের একটি নোটিশ ধরিয়ে দিয়ে সাধারণ শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হয়। পাশাপাশি বিভিন্ন অপশক্তি ব্যবহার করে সাধারণ শিক্ষার্থীদের উপর দোষ চাপিয়ে, জোরপূর্বক অস্থিতিশীল পরিবেশ তৈরি র অপকৌশল নিয়েছে কর্তৃপক্ষ। যার প্রেক্ষিতে গত ২৮ ও ২৯ সেপ্টেম্বর সাধারণ শিক্ষার্থীরা দৃশ্যমান সমাধানের লক্ষ্যে ঢাকা-আরিচা মহাসড়কে অবস্থান নেয়। এরপরেও কোনো সমাধানের সাড়া না পাওয়ায় সাধারণ শিক্ষার্থীদের মাঝে ক্যাম্পাসের ভবিষ্যৎ নিয়ে সংশয় তৈরি হয়েছে এবং এরই প্রেক্ষিতে গতকাল সোমবার বিটিএমএ কার্যালয়ে শান্তিপূর্ণ মানববন্ধন পালন করছে।
শোষণ মুক্ত শিক্ষার পরিবেশ গড়ার লক্ষ্যে অনতিবিলম্বে কার্যকর পদক্ষেপ নিতে শিক্ষার্থীদের পক্ষ হতে বিভিন্ন দাবি তুলে ধরেছে। ১. দুর্নীতিকে প্রশ্রয়, ক্ষমতার কেন্দ্রীভূতকরণ ও শিক্ষার্থীদের উপর অতর্কিত হামলার নেতৃত্ব দেওয়ায় বর্তমান ডিরেক্টর এর পরিবর্তে নতুন ডিরেক্টর নিয়োগ প্রদানের ব্যবস্থা করা। উল্লেখ্য, নতুন ডিরেক্টর নিয়োগের পর্যায়কালীন সময়ে ভারপ্রাপ্ত ডিরেক্টর নিয়োগ দিয়ে শ্রেণি কার্যক্রম স্বাভাবিক রাখার ব্যবস্থা নেওয়া।
২.অভিযুক্ত ১৪ জন শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীর পদত্যাগ, ড. মিজানুর রহমানকে নির্দোষ প্রমাণে গঠিত ছয় সদস্য বিশিষ্ট তদন্ত কমিটির সবাইকে নিটার থেকে বাদ দিতে হবে। এছাড়া হোস্টেল খুলে দিয়ে শ্রেণি কার্যক্রম শুরু করাও নিটার স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা।
পাবনায় কমিটি নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৫

তরিকুল আহবায়ক আলিফ সদস্য সচিব: নাগরিক ছাত্র ঐক্য'র নতুন কমিটি

মোড়েলগঞ্জে বিএনপি'র কর্মীসভা
