সংলাপে গুরুত্ব পাবে সংস্কার, পোশাকশিল্প ও আইনশৃঙ্খলা

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের বয়স দুই মাস হতে চলেছে। এর মধ্যেই রাজনৈতিক দলগুলোর সঙ্গে দুই দফায় সংলাপ করেছে সরকার। আজ তৃতীয়বারের মতো দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। এ সংলাপে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পে অস্থিরতা এবং সংস্কার কমিশনের কার্যক্রমের বিষয়টি গুরুত্ব পাবে বলে আমন্ত্রিত দলগুলো সূত্রে জানা গেছে।
আজ বেলা আড়াইটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় বিএনপির সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে তৃতীয় ধাপের সংলাপ শুরু হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার। সংলাপে বিএনপি ছাড়াও জামায়াতে ইসলামী, গণতন্ত্র মঞ্চ, সিপিবি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), ইসলামী আন্দোলনসহ আরও বেশ কয়েকটি দলের প্রতিনিধিরা অংশ নেবেন।
বিএনপিসহ সংলাপে অংশ নিতে যাওয়া দলগুলোর নেতাদের সঙ্গে কথা বলে জানা যায়, প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে, এবারের সংলাপ হবে খুবই সংক্ষিপ্ত। কী বিষয়ে আলোচনা হবে, সে বিষয়ে লিখিত কিছু জানানো না হলেও মৌখিকভাবে আলোচনার বিষয়বস্তু জানানো হয়েছে। এগুলো হচ্ছে—আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে আইনশৃঙ্খলা পরিস্থিতি, পোশাকশিল্পে অস্থিরতা এবং সংস্কার কমিশন। এসব বিষয়ে আলোচনার পাশাপাশি লিখিত আকারেও সংক্ষিপ্ত পরামর্শ দিতে বলা হয়েছে দলগুলোকে।
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো স্থানীয় সরকার সংস্কার কমিশন

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চায় হেফাজতে ইসলাম

দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে: উপদেষ্টা মাহফুজ

সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি
