প্রশাসনের দুর্বলতা নিয়ে আলোচনা হয়েছে: মান্না

প্রশাসনের দুর্বলতা নিয়ে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের সঙ্গে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ শনিবার প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও অন্যান্য উপদেষ্টার সঙ্গে সংলাপ শেষে এ কথা জানান তিনি।
মাহমুদুর রহমান মান্না বলেন, গার্মেন্টস শিল্পের অসন্তুষ্টিসহ দূর্গা পূজার নিরাপত্তার বিষয়ে কথা হয়েছে। শ্রমিকদের পাওনার ব্যাপারে সরকারকে সহায়তার আহ্বান জানিয়েছি।
আবার যাতে ফ্যাসিবাদ ফিরে না আসে সেজন্য সংস্কার দরকার বলে সরকারকে জানিয়েছেন মাহমুদুর রহমান মান্না। এ সময় তিনি বলেন, প্রশাসনের দূর্বলতা নিয়ে আলোচনা হয়েছে।
অন্তর্বর্তী সরকারের সফলতা সুষ্ঠু নির্বাচনের মধ্যে নির্ভর করছে বলেও মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি। তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে নিয়মিত বৈঠকের জন্য একটি কাঠামো তৈরির জন্য বলেছি।
প্রধান উপদেষ্টার কাছে প্রতিবেদন জমা দিলো স্থানীয় সরকার সংস্কার কমিশন

নারীবিষয়ক সংস্কার কমিশন বাতিল চায় হেফাজতে ইসলাম

দেশে এখন যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে: উপদেষ্টা মাহফুজ

সরকারে থাকার চেয়ে রাজপথে থাকা বেশি প্রয়োজন, তাই পদত্যাগ করেছি
