ফ্যাসিবাদের পতন হলেও এখনও গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই: নজরুল ইসলাম
ফ্যাসিবাদের পতন হলেও এখনও দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হয় নাই। গণতন্ত্র প্রতিষ্ঠার পথে যারা বাধা হয়ে দাঁড়াবে তাদেরকে দমন করতে হবে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।
শনিবার (১৯ অক্টোবর) সকালে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের জাতীয় কাউন্সিলের প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
নজরুল ইসলাম খান বলেন, জুলুমবাজরা এখনও অনুতপ্ত নয়, এখনও তারা পরাজয় শিকার করে নাই। পতিত সরকারের লোকজনকে আবর্জনা দাবি করে তাদেরকে আশ্রয় দিয়ে একটি পক্ষ আবারও ষড়যন্ত্রের চেষ্টা করছে।
তিনি আরও বলেন, যে গণঐক্য দিয়ে ফ্যাসিবাদ বিদায় করা হয়েছে, এই ঐক্য নষ্ট হলে আবারও ফ্যাসিবাদ ফিরে আসতে পারে। তাই যেসব জায়গায় ফ্যাসিবাদের পেতাত্বারা বসে আছে, সেই আগাছা পরিষ্কার করতে প্রয়োজনে নেতাকর্মীদের তাদেরকে পাহারা দিতে হবে।