বাংলাদেশের রাজনীতিতে এখন আওয়ামী লীগের ‘কোনো স্থান নেই’
প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাচ্যুত ‘স্বৈরশাসক’ শেখ হাসিনার দলের মধ্যে ‘ফ্যাসিবাদের সমস্ত বৈশিষ্ট্য’ দৃশ্যমান এবং বাংলাদেশের রাজনীতিতে এখন আর আওয়ামী লীগের ‘কোনো স্থান নেই’।
ব্রিটিশ সংবাদমাধ্যম ফিনান্সিয়াল টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারপ্রধান। বুধবার ওই সাক্ষাৎকার প্রকাশ করেছে ফিনান্সিয়াল টাইমস।
পত্রিকাটি লিখেছে, বাংলাদেশের ‘প্রাচীনতম ও বৃহত্তম’ রাজনৈতিক দল আওয়ামী লীগের বিষয়ে কঠোর অবস্থান নেওয়ার বিষয়টি সাক্ষাৎকারে স্পষ্ট করেছেন শান্তিতে নোবেলজয়ী ইউনূস।
আন্দোলন দমানোর চেষ্টায় ‘গণহত্যার’ অভিযোগে ইতোমধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
তবে ইউনূস ফিনান্সিয়াল টাইমসকে বলেছেন, তার সরকার ট্রাইব্যুনালের রায়ের আগে শেখ হাসিনাকে ফেরত পাঠানোর কথা ভারত সরকারকে বলবে না।
সাক্ষাৎকারে ইউনূস বলেন, “এখন বাংলাদেশে তার (শেখ হাসিনা) কোনো জায়গা নাই, এটা নিশ্চিত। আওয়ামী লীগের কোনো জায়গা বাংলাদেশে নাই।
"তারা জনগণকে নিয়ন্ত্রণ করেছে, তারা রাজনৈতিক কাঠামোকে নিয়ন্ত্রণ করেছে, তারা নিজেদের স্বার্থে রাষ্ট্রের প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণ করেছে। গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো ফ্যাসিবাদী দলের অস্তিত্ব থাকা উচিত নয়।"