অপরাধ

হত্যা মামলায় গ্রেফতার হয়ে কারাগারে রয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য এবং সাবেক বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটনমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) ফারুক খান। আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) তার ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে একটি স্ট্যাটাস দেয়া হয়। যেখানে আওয়ামী লীগের রাজনীতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করা হয়েছে।

ফারুক খানের আইডি থেকে করা পোস্টে লেখা হয়, ‘অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড় করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না।
এতটুকুই বলবো শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম। কিন্তু আজকে তার হঠকারিতার জন্যেই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনও ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।’

ব্রিটেনের ‘এফবিআই’ হিসেবে পরিচিত ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) লেবার পার্টির সাবেক মন্ত্রী টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের (দুদক) সঙ্গে ঢাকায় এক গোপন বৈঠকের পর ব্রিটিশ কর্তৃপক্ষ এই পদক্ষেপ নিয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল

গত মাসে ঢাকায় অনুষ্ঠিত বৈঠকে এনসিএ কর্মকর্তাদের জানানো হয়, টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে নতুন প্রমাণ সংগ্রহ করেছে বাংলাদেশি কর্তৃপক্ষ। ব্রিটিশ এনসিএ কর্মকর্তারা টিউলিপ সিদ্দিকের ব্যাংক হিসাব, ই-মেইল রেকর্ড এবং অন্যান্য তথ্য খতিয়ে দেখতে পারেন, এমনকি তাকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করার সম্ভাবনাও রয়েছে।

অভিযোগ রয়েছে, রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের চুক্তির মাধ্যমে টিউলিপ ও তার পরিবারের সদস্যরা ৩ দশমিক ৯ বিলিয়ন পাউন্ড আত্মসাৎ করেছেন। এ প্রকল্পের ৯০ শতাংশ ঋণ এসেছে ক্রেমলিন থেকে, আর দায়িত্বে আছে রাশিয়ান কোম্পানি রোসাটম।

২০১৩ সালে মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বৈঠকের ছবিতে টিউলিপ সিদ্দিককে দেখা গিয়েছিল। 

এনসিএ-র কর্মকর্তারা বাংলাদেশ সরকারকে সহায়তা করার প্রস্তাব দিয়েছেন, যাতে আন্তর্জাতিক চুক্তির আওতায় টিউলিপ সিদ্দিকের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়।

বাজারে পাওয়া ঘি এর ৬৬ দশমিক ৬৭ শতাংশই ভেজাল, গুড়ে ৪৩ ভাগ আর মধুতে ৩৩ ভাগ ভেজাল পাওয়া গেছে। এছাড়া মিষ্টিতে ২৮ শতাংশ এবং দুধে ২৭ শতাংশ ভেজাল পাওয়া গেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের গবেষণায়।

রোববার (২ ফেব্রুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপদ খাদ্য দিবসে আয়োজিত সেমিনারে পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধ্যাপক ড. খালেদা ইসলাম এমন ভয়াবহ তথ্য উপস্থাপন করেছে।

তিনি জানিয়েছেন, বর্তমানে দেশের বাজারে ঘি-তে ৬৬ দশমিক ৬৭ ভাগ, গুড়-এ ৪৩ দশমিক ৭৫ ভাগ, মধুতে ৩৩ দশমিক ৩৩ ভাগ, মিষ্টিতে ২৮ দশমিক ৫৭ ভাগ এবং দুধ-এ ২৭ দশমিক ৯৩ ভাগ ভেজাল পাওয়া গেছে। অর্থাৎ বাজারে থাকা উল্লেখিত শতাংশ দ্রব্য খাওয়ার উপযোগী নয়।

এসব খাদ্যে দরকারি পুষ্টি গুনের ঘাটতি তো রয়েছেই; উল্টো ভেজাল উপাদান দেহে নানা ক্ষতির কারণ হয়ে আসে।

সেমিনারে বাজার তদারকিতে আরও কঠোর হওয়ার পরামর্শ দেয়া হয়। সুস্থ থাকতে ফ্রিজে কোনোভাবেই রান্না করা খাবার ও কাচা খাবার এক সাথে না রাখার পরামর্শও দেয়া হয়।

কুমিল্লায় নিরাপত্তা বাহিনীর হাতে আটক অবস্থায় যুবদল নেতা মো. তৌহিদুল ইসলামের মৃত্যুর ঘটনার দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ শনিবার (১ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার প্রেস উইংয়ের এক বিবৃতিতে সরকারের এই নির্দেশনার কথা জানানো হয়েছে। খবর বাসসের।

বিবৃতিতে উল্লেখ করা হয়, অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার নিরাপত্তা বাহিনীর হেফাজতে যেকোনো ধরনের নির্যাতন ও হত্যার কঠোর নিন্দা জানায়। জাতীয় জীবনের প্রতিটি ক্ষেত্রে মানবাধিকারের সুরক্ষা নিশ্চিত করাই এই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য, যেখানে দেশের শীর্ষ মানবাধিকার কর্মীরা সরকারের উপদেষ্টা পরিষদে রয়েছেন।

এতে আরও বলা হয়, নিরাপত্তা বাহিনীর হেফাজতে নির্যাতনের অভিযোগের পরিপ্রেক্ষিতে কুমিল্লায় গত বৃহস্পতিবার গভীর রাতে আহত অবস্থায় তরুণ তৌহিদুল ইসলামকে হাসপাতালে নেয়া হয়। অভিযোগ অনুযায়ী, ওই দিন ভোররাতে তার বাড়ি থেকে আটক করার পর তিনি নিরাপত্তা বাহিনীর নির্যাতনের শিকার হন।

দেশে এ ধরনের অপরাধের বিচারিক প্রক্রিয়া সংস্কারের লক্ষ্যে সরকার ইতিমধ্যে একাধিক কমিশন গঠন করেছে। এসব কমিশনের বেশিরভাগই তাদের প্রতিবেদন জমা দিয়েছে। পুলিশি জিজ্ঞাসাবাদ, অপরাধ ব্যবস্থাপনা ও বিচারিক প্রক্রিয়ায় মানবাধিকার লঙ্ঘনের সব সুযোগ নির্মূল করতে সরকার রাজনৈতিক দলগুলোর সঙ্গে গঠনমূলক সংলাপ করবে বলে প্রেস উইং জানায়। এই সংস্কার কর্মসূচি কার্যকর করতে অন্তর্বর্তীকালীন সরকার দৃঢ়প্রতিজ্ঞ বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

আগে শহীদদের স্বীকৃতি ও হত্যার বিচার করতে হবে এমন দাবি জানিয়ে জুলাই আন্দোলনে নিহতদের পরিবারের সদস্যরা বলেছেন– ঐক্য হবে, সংস্কার হবে, নির্বাচন হবে কিন্তু তার আগে প্রত্যেকটা হত্যার বিচার করতে হবে।

শনিবার (১ ফেব্রুয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের সংবাদ সম্মেলনে এ দাবি তোলেন শহীদ পরিবারের সদস্যরা।

দুই হাজার সন্তানের বিনিময়ে বাংলাদেশ নতুন করে স্বাধীন হয়েছে জানিয়ে তারা বলেন, বিচারের নামে রঙ্গমঞ্চ তৈরি করা যাবে না। এসময়য় ‘ড. ইউনূসের নাকি শহীদ পরিবারের সঙ্গে দেখা করার সময় নেই’ এমন মন্তব্যে আক্ষেপ প্রকাশ করেন তারা। প্রশ্ন তোলেন, তাহলে শহীদ পরিবারের সদস্যরা কোথায় যাবে?

আওয়ামী লীগ সরকারের সময় চট্টগ্রামে খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি এবং বিপুল অর্থ লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, চলতি বছর নগরীর ২১ টি খাল পরিষ্কারের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে নগরীর বারইপাড়া ও সুন্নিয়া খাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। আদিলুর রহমান জানান, এর আগে জলাবদ্ধতা নিরসনে খাল খননের যে কাজগুলো হয়েছে তা হয়নি।

আগামী বর্ষায় জলাবদ্ধতা থেকে নগরবাসী মুক্তি পাবে কি না এমন প্রশ্নে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, অন্যান্য বছরের মতো পানি উঠবে না তবে জলাবদ্ধতা হবে। বিগত বছরে নগরীর ৩ সেবা সংস্থা সিডিএ, সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতার কারণে প্রতিবছর নগরবাসীকে জলাবদ্ধতার কবলে পড়তে হয়েছে। তবে আগামী দিনে জলাবদ্ধতা নিরসনে সেবা সংস্থাগুলো সমন্বয় করে কাজ করবে বলে জানান তিনি।

উল্লেখ্য, জলাবদ্ধতা নিরসনে চার প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৩৪৯ কোটি টাকা। ইতোমধ্যে খরচ হয়েছে ৮ হাজার ৩১২ কোটি টাকা।

রাজধানীর হাজারীবাগের ছুরিকাঘাতে এক নারীকে হত্যার অভিযোগ উঠেছে তার সাবেক স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় সাবেক স্বামী নজরুল ইসলামকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) রাতে হাজারীবাগের আমলি টাওয়ার গলিতে এ ঘটনা ঘটে। নিহত ওই নারী হলেন, জুলেখা বেগম (৪৫)। জুলেখার গ্রামের বাড়ি বাগেরহাটের মোল্লাহাট এলাকায়।

নিহতের বর্তমান স্বামী কবির জানান, আমি চলতি মাসের ২০ তারিখে তাকে বিয়ে করেছি। একটি সিকিউরিটি গার্ডের চাকরি করি। ডিউটি করার সময় জানতে পারি আমার স্ত্রীকে তার সাবেক স্বামী পেটে ছুরি মেরে হত্যা করেছে।

পুলিশ জানায়, হাজারীবাগে এক নারীকে ছুরিকাঘাতে আহত করার পরে স্থানীয়রা নজরুল ইসলাম নামের এক ব্যক্তিকে আটক করে পুলিশের সোপর্দ করে। হাসপাতালে নেয়ার পর আহত জুলেখা বেগম মারা যায়। এ ঘটনায় সাবেক স্বামী পুলিশের কাছে আটক রয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার তারালী মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিগঞ্জ উপজেলার তারালী ও চম্পাফুল ইউনিয়ন বিএনপির নতুন ঘোষিত কমিটির আনন্দ মিছিল শেষে সমাবেশ চলছিল বিএনপি নেতা শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে। অন্যদিকে, পদবঞ্চিত বিএনপি নেতা শেখ নুরুজ্জামান, জাহাঙ্গীর আলম, খোকন মেম্বর, আব্দুল আজিজ ও বাবু গ্রুপ তারালী মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। তারা ডাকবাংলো মোড় ঘুরে পুনরায় তারালী মোড়ে ফিরে আসে। শেখ এবাদুল ইসলাম গ্রুপের সমাবেশস্থলে পৌঁছানোর পর ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি গ্রুপ। এ সময় বাবু গ্রুপের নেতাকর্মীরা বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারালী মোড় এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। কোনো সভা বা সমাবেশ করার অনুমতি থাকবে না বলে জানান তিনি।

সুন্দরবনের মান্দারবাড়িয়া এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ তিন বনদস্যুকে আটক করে কোস্টগার্ডের কাছে হস্তান্তর করেছে বনদস্যুদের হাতেই অপহরণ হওয়া সাত জেলে। সোমবার (২৭ জানুয়ারি) সকালে তাদের সুন্দরবনের দুবলার চরের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে।

দুবলার চরের জেলে মহাজন সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত ১টার দিকে জীবন বাজি রেখে প্রচণ্ড প্রতিরোধের মাধ্যমে বনদস্যুদের আটক করতে সক্ষম হন জেলেরা।

এর আগে, আগে সন্ধ্যা ৭টার দিকে মাছ ধরা অবস্তায় মান্দার বাড়িয়া এলাকা থেকে ওই সাত জেলেকে অপহরণ করে নিয়ে যায় আটক দস্যুরা।

আটক বনদস্যুরা হলেন, সাতক্ষীরার শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের আব্দুল আজিজের ছেলে রবিউল, বাগেরহাটের মোংলার আমড়াতলার মুন্না ও জাহাঙ্গীর। তারা সবাই বনদস্যু মজনু বাহিনীর সদস্য বলে জানা গেছে।

জেলে জালাল উদ্দিন জানান, রোববার (২৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে আমার ফিশিং বোটসহ সাতজন জেলেকে জিম্মি করে নিয়ে যায় দস্যু বাহিনী। নিজেদের বাঁচাতে আমরা সুযোগ বুঝে বনদস্যুদের উপরে ঝাঁপিয়ে পড়ি। হঠাৎ আক্রমণের কবলে পড়ে চার বনদস্যু পানিতে ঝাঁপিয়ে পড়ে। পরবর্তীতে পানি থেকে তিনজনকে আটক করতে সক্ষম হই। একজনকে খুঁজে পাওয়া যায়নি।

এ বিষয়ে কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা নিশ্চিত না করলেও পূর্ব সুন্দরবনের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) কাজী মুহাম্মদ নুরুল করিম জানান, তিনিও প্রার্থমিকভাবে এ ঘটনার বিষয়টি জেনেছেন।

মানি লন্ডারিংয়ের অভিযোগে হল মার্কের বিরুদ্ধে সাত বছর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরকে। 

সোমবার (২৭ জানুয়ারি) তদন্ত সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেফতার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র।

এর আগে, এদিন সকালে কারাগার থেকে এস কে সুরকে আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক ছায়েদুর রহমান তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। পরে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, হল মার্ক কেলেঙ্কারি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় জালিয়াতি। রাষ্ট্রয়াত্ত্ব সোনালী ব্যাংক থেকে এই ঋণ কেলেঙ্কারির সময় সিতাংশু কুমার সুর চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে কর্মরত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।