বাংলাদেশ

সরকারি চাকরিতে কোটা সংস্কারে দাবিতে আন্দোলনকারীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহারে একদিনের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীরা। রোববার (১৪ জুলাই) রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়ার পর সাংবাদিকদের এ কথা বলেন শিক্ষার্থীরা।

আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, একদিনের মধ্যে কোটা সংস্কারে দৃশ্যমান উদ্যোগ না নিলে আবারও রাজপথে ফিরবেন তারা। তাছাড়া এই সময়ের মধ্যে মামলা প্রত্যাহার না করা হলে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলেও জানান তারা।

শিক্ষার্থীরা আরও জানান, মূলত সংসদের নতুন অধিবেশন ডাকার জন্যই রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি দেয়া হয়েছে। সংসদে জনপ্রতিনিধিদের কোটা সংস্কারে ভূমিকা রাখার আহ্বানও জানান আন্দোলনকারীরা।

এর আগে, রোববার বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। পদযাত্রাটি গুলিস্তান জিরো পয়েন্ট পুলিশি বাধার মুখে পড়ে। এক পর্যায়ে শিক্ষার্থীরা ব্যারিকেড ভেঙে বঙ্গভবনের দিকে রওনা হয়। পরে শিক্ষার্থীদের মধ্য থেকে ১২ জনের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে বঙ্গভবনে যান। এ সময় রাষ্ট্রপতির পক্ষে সামরিক সচিব স্মারকলিপিটি গ্রহণ করেন।

প্রসঙ্গত, সরকারি চাকরিতে কোটাব্যবস্থা বহালে গত ৫ জুনে রায় দেন হাইকোর্ট। তবে, কোটাব্যবস্থা বাতিলে ২০১৮ সালের পরিপত্র পুনর্বহালের দাবি তুলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। গত ৭ জুলাই থেকে শিক্ষার্থীরা কোটা সংস্কারের দাবিতে অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশসহ নানা কর্মসূচি পালন করে।

এর মধ্যে গত বুধবার (১০ জুলাই) হাইকোর্টের রায়ের ওপর এক মাসের স্থিতিবস্থা দিয়েছেন আপিল বিভাগ। আগামী ৭ আগষ্ট এ বিষয়ে ফের শুনানি হবে।

গত ২৪ ঘণ্টায় এডিস মশাবাহিত রোগ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই সময়ের মধ্যে সারাদেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৭৫ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (১৩ জুলাই) সন্ধ্যায় স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগরের হাসপাতালগুলোতে ৫৬ জন ভর্তি হয়েছেন। এর বাইরে বরিশাল বিভাগে ৭ জন, খুলনা বিভাগে ৭ জন, ময়মনসিংহ বিভাগে ৩ এবং রাজশাহী ও ঢাকা বিভাগে ১ জন করে রোগী ভর্তি হয়েছেন। এদিকে শনিবার সকাল পর্যন্ত দেশের বিভিন্ন হাসপাতালে ৩৭৬ জন রোগী চিকিৎসা নিচ্ছিলেন। তাদের মধ্যে ঢাকায় ১৭৪ জন এবং ঢাকার বাইরে ১৬২ জন ভর্তি ছিলেন।

চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৪ হাজার ৪১১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৪৮ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে নারীদের সংখ্যা বেশী।

উল্লেখ্য, গত বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ১৭০৫ জন মৃত্যুবরণ করেন। ডেঙ্গুতে আক্রান্ত হন তিন লাখ ২১ হাজার ১৭৯ জন।

বাংলাদেশি ব্যবসায়ীদের চীনা অংশীদার খোঁজার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৯ জুলাই) চীনের রাজধানী বেইজিংয়ে দুদেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ-সুবিধা বিষয়ক বিশ্ব সম্মেলনে এ আহ্বান জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, চীনের সঙ্গে রফতানি বাণিজ্য আরও বাড়াতে চায় বাংলাদেশ। বলেন, চীনের সাথে বাণিজ্যিক বাড়ানোর পাশাপাশি দুদেশের মধ্যকার সম্পর্ককে আরও শক্তিশালী করতে হবে।

শেখ হাসিনা বলেন, চীনের সাথে পারস্পরিক অংশীদারিত্ব আরও বেগবান করতে বাংলাদেশ প্রতিশ্রুতিবদ্ধ। এ লক্ষ্যে বাংলাদেশ সব ধরনের সহযোগিতা করতেও প্রস্তুত। একসাথে কাজ করলে ভবিষ্যতে আরও শক্তিশালী ও সম্ভাবনাময় বিশ্ব তৈরি সম্ভব বলেও মন্তব্য করেন তিনি।

উল্লেখ্য, চারদিনের সরকারি সফরে চীনে অবস্থান করছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামীকাল চীনের প্রেসিডেন্ট শি জিংপিংয়ের সাথে দ্বিপাক্ষিক বৈঠক করবেন সরকারপ্রধান। এ সফরে বাংলাদেশ ও চীনের মধ্যে ২০ থেকে ২২টি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

নদনদীর পানি কমতে থাকায় দেশের উত্তর ও মধ্যাঞ্চলে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। শনিবার (১৩ জুলাই) সকালে সরেজমিন দেখা গেছে জামালপুরে যমুনা নদীর পানি কমতে শুরু করলেও প্রবাহিত হচ্ছে বিপৎসীমার ওপর দিয়ে।

তবে এখনও পানিবন্দি দিন পার করছেন নিম্ন ও চরাঞ্চলের প্রায় আড়াই লাখ মানুষ। সড়কে পানি থাকায় ব্যাহ্ত হচ্ছে যোগাযোগ ব্যবস্থা।

বন্ধ রয়েছে মাধ্যমিক ও প্রাথমিকের ৩ শতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম। নিমজ্জিত হয়ে আছে ১১ হাজার হেক্টর ফসলি জমি।

সিরাজগঞ্জেও কমছে যমুনার জল। কিন্তু ভোগান্তি কমেনি বানভাসিদের। দুর্গত এলাকাগুলোয় ত্রাণ সহায়তা দেয়া হলেও তা প্রয়োজনের তুলনায় অপ্রতুল বলে জানিয়েছেন বানভাসীরা।

গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনার পানি বিপৎসীমার ওপরে প্রবাহিত হলেও অন্যান্য নদনদীর পানি কমতে শুরু করেছে। জেলার সদর, সুন্দরগঞ্জ, ফুলছতি ও সাঘাটায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। তবে কয়েকদিন ধরে পানিবন্দি থাকায় দুর্গত এলাকাগুলোয় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাবারের সংকট।

কুড়িগ্রামেও ধরলা, দুধকুমারসহ অন্য নদনদীর পানি কমতে শুরু করেছে। তবে ব্রহ্মপুত্রের পানি এখনও বইছে বিপৎসীমার ওপর দিয়ে।

এদিকে, নতুন করে বৃষ্টি না হওয়ায় সুনামগঞ্জে কমতে শুরু করেছে সুরমার পানি। শহর থেকে পানি নেমে গেলেও হাওরাঞ্চলে অপরিবর্তিত রয়েছে বন্যা পরিস্থিতি।

এখনও পানিবন্দি সদর, শান্তিগঞ্জ, জগন্নাথপুর, ছাতক, দোয়ারাবাজার, বিশ্বম্বরপুর ও তাহিরপুরের নিম্ন ও হাওরাঞ্চল। সুনামগঞ্জ-তাহিরপুর সড়কে পানি থাকায় ব্যাহত হচ্ছে যান চলাচল।

শুক্রবার (১২ জুলাই) বিকেলে এক বিবৃতিতে তিনি এই দাবি করেন। প্রশ্ন ছুড়ে দিয়ে বলেছেন, শিক্ষার্থীরা কার বিপক্ষে আন্দোলন করবে? সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আদেশ তো তাদের পক্ষেই আছে। এরপরে আন্দোলন চলমান থাকা প্রমাণ করে, রাজনৈতিক উদ্দেশ্য হাসিলের জন্য কোনো গোষ্ঠী বা মহল এই আন্দোলনকে উসকানি দিচ্ছে। শিক্ষার্থীরা এই আন্দোলন চলমান রাখলে সাধারণ জনগণের ভোগান্তি বাড়ছে। একটি চিহ্নিত রাজনৈতিক মহল শিক্ষার্থী ও জনগণের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করে ফায়দা লোটার অপচেষ্টা চালাচ্ছে।

ওবায়দুল কাদের বলেন, যেকোনো আন্দোলন হলেই বিএনপি, জামায়াত ও তাদের দোসররা সেটাকে হাতিয়ার করে ক্ষমতায় যাওয়ার দুঃস্বপ্নে বিভোর হয়ে পড়ে। এখন তারা কোটা আন্দোলনের ওপর ভর করার অপচেষ্টা চালাচ্ছে। কারণ, তাদের ওপর জনগণের কোনো আস্থা নেই।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, দেশের মানুষের যৌক্তিক দাবির প্রতি আওয়ামী লীগ সর্বদা আন্তরিক। কোনো যৌক্তিক দাবি কখনোই আওয়ামী লীগের কাছে উপেক্ষিত হয়নি। আওয়ামী লীগ সব সময় জনগণের আশা-আকাঙ্ক্ষা ধারণ করে একটি জনকল্যাণকর উন্নত-সমৃদ্ধ রাষ্ট্র বিনির্মাণে কাজ করে যাচ্ছে।

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, যারা বাংলাদেশের স্বাধীনতাবিরোধী ও বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করেছে, সেই প্রেতাত্মা আজ কিছুটা হলেও কোটা আন্দোলনের ষড়যন্ত্রের মধ্যে যে লিপ্ত তা আমি অস্বীকার করতে পারব না। সেটা আপনারাও বুঝতেছেন, আমরাও বুঝতেছি।

শুক্রবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে সাংবাদিকের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

কোটা আন্দোলন নিয়ে সর্বোচ্চ আদালতের আদেশ মেনে শিক্ষার্থীরা ঘরে ফিরে যাবেন বলে আশাব্যক্ত করে আইনমন্ত্রী বলেন, আমি বিশ্বাস করি, তারা জনগণের অসুবিধা হোক, জনগণ দুঃখকষ্ট ভোগ করুক এমন কর্মকাণ্ড পরিহার করবেন।

কোটা সংস্কার আন্দোলনকারীরা ঘরে ফিরে না গেলে সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেয়া হবে কিনা, এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, জনগণের জানমাল রক্ষা করা ও তাদের সুবিধা-অসুবিধা দেখা সরকারের দায়িত্ব। সেখানে যদি কেউ বাধাগ্রস্ত করে, সরকারকে তখন আইন মোতাবেক ব্যবস্থা নিতে হবে।

এ সময় আইনমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র তাকজিল খলিফা কাজল, ভাইস চেয়ারম্যান ও উপজেলা ছাত্রলীগ সভাপতি সাহাব উদ্দিন বেগ শাপলুসহ উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মী ও সমর্থকরা।

উল্লেখ্য, আজ সকালে চট্টগ্রামগামী মহানগর প্রভাতী এক্সপ্রেস ট্রেনে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার উদ্দেশে রওনা হন আইনমন্ত্রী। সেখানে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানে যোগ দিয়ে সন্ধ্যায় আখাউড়া রেলওয়ে জংশন স্টেশন থেকে মহানগর গোধূলী ট্রেনে ঢাকা ফিরবেন তিনি।

বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের (পিএসসি) প্রশ্নফাঁসের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও রেলওয়ের নিয়োগ পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। শুক্রবার (১২ জুলাই) সারডা সোসাইটি নামের একটি বেসরকারি সংগঠনের পক্ষে রিটটি দায়ের করা হয়। সংগঠনটির নির্বাহী পরিচালক মো. আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি দায়ের করেন।

রিটে পিএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের মাধ্যমে ২৪ থেকে ৪৫তম বিসিএসে উত্তীর্ণ ক্যাডার ও নন- ক্যাডারদের তালিকা তৈরিতে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠনের আবেদন জানানো হয়েছে। এছাড়া, প্রশ্নপত্র ফাঁসের অপরাধে দণ্ডারোপের আইন প্রণয়ন করতে কেন নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে রুল জারির আর্জিও জানানো হয়েছে। এতে পিএসসি, দুদক চেয়ারম্যান ও রেল সচিবকে বিবাদি করা হয়েছে।

আগামী রোববার (১৪ জুলাই) বিচারপতি কে. এম কামরুল কাদের ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চে রিটটির শুনানি হতে পারে।

 
 

বৃষ্টিতে সবজির বাজারে ক্রেতা কমলেও উত্তাপ রয়েছেই

 

 

ভোর থেকেই রাজধানীতে বৃষ্টি। জলাবদ্ধতার কারণে ছুটির দিনে বাজারে ক্রেতা সমাগম বেশ কমেছে। কিন্তু দামের উত্তাপ কমেনি। বেগুন, টমেটো, করলা, ঝিঙ্গার দাম সেঞ্চুরি ছাড়িয়েছে।

দোকানদাররা বলছেন, বন্যার কারণে জোগানে কিছুটা ভাটা পড়েছে। পাইকারি মোকামেই বেড়েছে দাম। যার প্রভাব পড়েছে খুচরা পর্যায়ে। যার প্রভাবে খুচরা পর্যায়ে দাম বাড়ছেই।

বেশ অস্থিরতা তৈরি হয়েছে পেঁয়াজ ও কাঁচামরিচের মোকামে। কাঁচামরিচ বিক্রি হচ্ছে ২৮০ টাকা দরে। পেঁয়াজ আমদানির তেমন কোনও প্রভাব নেই ঢাকার বাজারে। পাইকাররা বলছেন, ভারত থেকে পেঁয়াজ আনায় তেমন লাভ হচ্ছে না। তাই অনেকেরই আমদানিতে আগ্রহ নেই।

ক্রেতারা বলছেন, দিন দিন বাজার নিয়ন্ত্রহীন পড়ছে। আয়ের সাথে ব্যয়ের সামঞ্জস্য হচ্ছে না। নিয়মিত বাজার তদারকি না হওয়ায় হতাশা প্রকাশ করেছেন কেউ কেউ।

এদিকে, আলুর চড়া দামে নাকাল ক্রেতারা। মানভেদে ৬০ টাকা দরে বিক্রি হচ্ছে আলু। এছাড়া বাজারে প্রতি কেজি রসুন বিক্রি হচ্ছে ২০০ টাকা দরে।

বৃহস্পতিবার (১১ জুলাই) মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা তাদের দশ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করেন।

অপর পাঁচ আসামি হলেন- পিএসসির সহকারী পরিচালক এস এম আলমগীর কবির (৪৯), ডিডি আবু জাফর (৫৭), প্রতিরক্ষা ও অর্থ বিভাগ এসিসিডিএফের (বিওএফ) অডিটর প্রিয়নাথ রায় (৫১), মিরপুরের পোশাক কারখানার ব্যবসায়ী নোমান সিদ্দিকী (৪৪) ও ব্যবসায়ী জাহেদুল ইসলাম (২৭)।

উল্লেখ্য, গত ৯ জুলাই গ্রেফতারকৃত ১৭ আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় আবেদ আলীসহ ছয়জন ফৌজদারি কার্যবিধি ১৬৪ ধারায় জবানবন্দি দিতে সম্মত হওয়ায় তা রেকর্ড করার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা সিআইডির অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার জুয়েল চাকমা। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের জবানবন্দি রেকর্ড করেন।

কোটা আন্দোলনকারীরা উচ্চ আদালতের আদেশ না মেনে সীমা অতিক্রম করছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান। বলেছেন, আদালতের বিষয় আদালতে নিষ্পত্তি হবে, এরপরও জনদুর্ভোগ করলে পুলিশ বসে থাকবে না।

বৃহস্পতিবার (১১ জুলাই) দুপুরে সচিবালয়ে মাদকের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস নিয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আদালত কোটা বিষয়ে স্থিতাবস্থা দিয়েছেন, সেই অনুযায়ী এখন কোটা নেই। এই বিষয়টি শিক্ষার্থীদের বোঝা উচিত। এখন তাদের সড়কে অবস্থান করার কোনও প্রয়োজন নেই। এরপরও সড়কে অবস্থান করলে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যাওয়ার অনুরোধ করে আসাদুজ্জামান খান বলেন, অনেকে শিক্ষার্থীদের প্ররোচনা দিয়ে জলঘোলা করার চেষ্টা করছে। সেই ফাঁদে পা না দিয়ে মিমাংসার পথে থাকা বিষয়টি মেনে নেয়ার আহ্বান জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।