বিশ্ব

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজের দল জয়ী হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এডমান্ডো গঞ্জালেজকে সর্বাধিক ভোটে বিজয়ী হিসেবে মন্তব্য করেছেন ব্লিঙ্কেন। তবে মার্কিন এই মন্তব্যকে প্রত্যাখ্যান করেছেন মাদুরো।

এক বিতর্কিত নির্বাচনী ফলাফলের মাধ্যমে নিকোলাস মাদুরো টানা তৃতীয়বারের মতো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি অবৈধভাবে দেশটির প্রশাসনকে ব্যবহার ক্ষমতা কুক্ষিগত করেছেন।

এছাড়া এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি বলেও অভিযোগ তুলেছে বিরোধী পক্ষ। নির্বাচন কমিশন মাদুরোকে জয়ী হিসেবে ঘোষণা করার পরপরই সারা দেশে বিক্ষোভ করেন বিরোধী সহ সেখানের জনগণ। এত বেশ কয়েকটি হতাহতের ঘটনাও ঘটেছে।

মৃত্যুর আগে এই ভবনেই অবস্থান করছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। বিস্ফোরণে দেহরক্ষীসহ মৃত্যু হয় তার। কীভাবে মারা গেলেন হামাস প্রধান, তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। ইরান ও হামাসের দাবি, ক্ষেপণাস্ত্রের আঘাতেই মৃত্যু হয়েছে তার।

তবে বৃহস্পতিবার (১ আগস্ট) এক প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। অনুসন্ধানী এই প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র নয় বোমার বিস্ফোরণে মৃত্যু হয়েছে হানিয়ার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অন্তত ৭ কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়।

এতে বলা হয়, নেশাত নামের যে ভবনটিতে ছিলেন হানিয়া, সেটি বিপ্লবী গার্ড বাহিনী দ্বারা সুরক্ষিত ছিলো। তবে প্রায় ২ মাস আগেই ভবনটিতে পেতে রাখা হয় বোমা। ইসমাইল হানিয়া ভবনটিতে অবস্থান করার সংবাদ নিশ্চিত হওয়ার পরই রিমোট কন্ট্রোলের মাধ্যমে এর বিস্ফোরণ ঘটানো হয়।

এমন প্রতিবেদন প্রকাশের পর খুব স্বাভাবিকভাবেই আলোচনায় ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। বিপ্লবী গার্ড বাহিনীর অধীনে থাকা সুরক্ষিত ভবনে এ ধরনের হামলার পর প্রশ্ন উঠেছে দেশটিতে ইসরায়েল কিংবা মার্কিন গুপ্তচরদের অবস্থান নিয়ে।

যদিও ইরানের অভ্যন্তরে ইসরায়েলসহ দেশটির শত্রু রাষ্ট্রের হামলার ঘটনা নতুন নয়। গেল এক দশকে, দেশটির অন্তত ৫ জন পরমাণু বিজ্ঞানী গুপ্তহত্যার শিকার হয়েছেন।

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

শুক্রবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি ভিডিও পোস্ট করে ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা। ভিডিওর ক্যাপশনে লেখা ছিলো, এই সপ্তাহের শুরুতে মিশেল ও আমি আমাদের বন্ধু কমলা হ্যারিসকে ফোন করেছিলাম। আমরা তাকে বলেছি, আমরা মনে করি তিনি যুক্তরাষ্ট্রের চমৎকার একজন প্রেসিডেন্ট হবেন এবং তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

এসময় হ্যারিসের প্রতি সমর্থন চেয়ে জনগণের উদ্দেশে বলেন, নভেম্বরে তার (হ্যারিস) জয় নিশ্চিত করতে আমরা যা করতে পারি তা করতে যাচ্ছি।

উল্লেখ্য, ২০০৮ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর আট বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ওবামাই সর্বশেষ ডেমোক্র্যাট নেতা যিনি হ্যারিসের প্রার্থিতাকে সমর্থন করেছেন। টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে ওবামা হোয়াইট হাউস ছাড়েন ২০১৬ সালে। সেবারের নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প।

ফ্রান্সে রেলওয়ে নেটওয়ার্কে সহিংস হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় পর এখনও চলছে তদন্ত। প্যারিস থেকে অফিসিয়ালভাবে আসেনি কোন মন্তব্য। তবে এ বিষয়ে অভিযোগের তীর ইরানের দিকে। এক বিবৃতিতে রেলওয়ে নেটওয়ার্কের হামলায় সরাসরি ইরানকে দায়ী করলো ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। রোববার (২৮ জুলাই) এক প্রতিবেদনে ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, ফ্রান্সের উচ্চগতির রেল নেটওয়ার্কে হামলার বিষয়টি পরিচালনা করেছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে তিনি এ দাবি করেন। 

কাটজ তার পোস্টে লিখেছেন, ‘প্যারিস অলিম্পিক-২০২৪’-কে সামনে রেখে ফ্রান্সজুড়ে রেলওয়ে নেটওয়ার্কের ওপর যে নাশকতা হয়েছে, তা ইরানের কট্টর ইসলামপন্থীদের পরিকল্পনায় হয়েছে।’ 

পোস্টে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্তেফান সেজোর্নকে সতর্কও করার বিষয়টি তুলে আনেন। তিনি লেখেন, ‘ইসরায়েলের কাছে থাকা তথ্যের ভিত্তিতে আমরা ফ্রান্সকে সতর্ক করেছিলাম যে, ইরানিরা (অলিম্পিকে) ইসরায়েলি প্রতিনিধিদল ও সব অলিম্পিক অংশগ্রহণকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছে। তাদের চক্রান্তকে ব্যর্থ করার জন্য বাড়তি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত।’ 

যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে অনুষ্ঠেয় প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে রিপাবলিকান দলের প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়েছে।
স্থানীয় সময় সোমবার উইসকনসিন অঙ্গরাজ্যের মিলওয়াকিতে রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়।
এদিকে ট্রাম্প বলেছেন, প্রেসিডেন্ট নির্বাচিত হলে ওহাইও অঙ্গরাজ্যের সিনেটর জেডি ভ্যান্স হবেন তার রানিং মেট।
ভ্যান্স(৩৯) একসময় ট্রাম্পের কট্টর সমালোচক ছিলেন। কিন্তু ২০২১ সালে ক্যাপিটল হিলের ঘটনার পর ট্রাম্পের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে ওঠে।
ভ্যান্সকে রানিং মেট ঘোষণা দিয়ে ট্রাম্প ট্রুথ সোশ্যালে উল্লেখ করেন, ভাইস প্রেসিডেন্ট হিসেবে ভ্যান্স আমাদের সংবিধানের জন্যে লড়াই চালিয়ে যাবেন, আমাদের সৈন্যদের পাশে দাঁড়াবেন এবং আমেরিকাকে আবারো মহান করতে আমাকে সবধরণের সহায়তা দেবেন।
গত শনিবার পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের বাটলারে নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার সময় ট্রাম্পের ওপর গুলি হামলা চালানো হয়। গুলিতে ট্রাম্পের কানের ওপরের অংশ ফুটো হয়ে যায়। হাসপাতালে চিকিৎসা শেষে তিনি সুস্থ হন।
পরদিন রোববারই সম্মেলনে অংশ নিতে মিলাওয়াকিতে আসেন তিনি। কানে ব্যান্ডেজ নিয়েই তিনি সম্মেলনে যোগ দেন।
এর আগে তাঁর দলের পক্ষ থেকে জানানো হয়, হামলা সত্ত্বেও দলের জাতীয় সম্মেলন নির্ধারিত সময়সূচি অনুযায়ী এগিয়ে চলবে।
রিপাবলিকান পার্টির জাতীয় সম্মেলন চলবে ১৮ জুলাই পর্যন্ত। চার বছর পর পর এই সম্মেলনের আয়োজন করে দলটি। এবারের সম্মেলনে প্রেসিডেন্ট নির্বাচনের জন্য ট্রাম্পকে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন দেন দলটির বিভিন্ন রাজ্যের প্রতিনিধিরা (ডেলিগেট)। রিপাবলিকান পার্টির ২ হাজার ৩৮৭ জন প্রতিনিধি তাঁর প্রতি সমর্থন জানিয়েছেন।
উল্লেখ্য, একাধিক আইনী সমস্যায় জড়িয়ে থাকা ট্রাম্প হোয়াইট হাউসে ফিরে আসার বিষয়ে বেশ আত্মবিশ্বাসী।
এদিকে বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন(৮১) স্বাস্থ্যগত বিষয় নিয়ে নিজ দলের ভেতরেই চাপের মধ্যে রয়েছেন।

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলাকারীর নাম থমাস ম্যাথু ক্রুকস বলে জানা গেছে। সে ২০ বছর বয়সী একজন শ্বেতাঙ্গ তরুণ। সন্দেহভাজন ওই হামলাকারী ইতোমধ্যে পুলিশের গুলিতে নিহত হয়েছেন। একাধিক মার্কিন সংবাদমাধ্যম বিভিন্ন সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা (এফবিআই) জানায়, ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলায় স্নাইপার রাইফেল ব্যবহার করা হয়নি। ঘটনাস্থল থেকে একটি এআর-ফিফটিন স্বয়ংক্রিয় রাইফেল উদ্ধার করা হয়েছে।

এফবিআই আরও জানায়, ট্রাম্পকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা চালানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে এখনও হামলার কারণ জানা যায়নি।

শনিবার যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটের দিকে দেশটির সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলার ঘটনা ঘটে। পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে। এতে আহত হলেও প্রাণে বেঁচে যান ট্রাম্প। এ ঘটনায় সমাবেশে উপস্থিত একজন সমর্থক নিহত হয়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে ট্রাম্প লিখেছেন, ‘আচমকা আমি শব্দ শুনি, আর তখনই বুঝতে পারি যে অঘটন ঘটেছে। অনুভব করি গুলি আমার ডান কানের চামড়া ফুটো করে দিয়েছে। অনেক রক্ত পড়তে থাকে, আমি তখন বুঝতে পারি কী ঘটেছে।

ইসরাইলি সামরিক বাহিনীর অভিযানের পর গাজা শহরের শেজাইয়া এলাকায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৬০টিরও বেশি মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া আশপাশের ধ্বংসস্তূপের নিচে এখনো অনেক লাশ আটকে আছে বলে ধারণা করা হচ্ছে। শনিবার (১৩ জুলাই) এক প্রতিবেদনে ফ্রেঞ্চ সংবাদমাধ্যম ‘ফ্রান্স ২৪’ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার গাজার সিভিল ডিফেন্স এজেন্সি জানায়, শহরের এলাকাগুলো থেকে ইসরাইলি সৈন্যরা চলে যাওয়ার পর ফিলিস্তিনি চিকিত্সকরা গাজা শহরের শেজাইয়া পাড়ায় ধ্বংসস্তূপের নিচ থেকে ৬০ জনেরও বেশি মানুষের লাশ উদ্ধার করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

মুখপাত্র মাহমুদ বাসাল এক সংবাদ সম্মেলনে বলেন, আশপাশের ধ্বংসস্তূপের নিচে এখনো কয়েক ডজন লাশ আটকে আছে। তিনি বলেন, ইসরাইলি বাহিনী আশপাশের ৮৫ শতাংশেরও বেশি আবাসিক ভবন ধ্বংস করেছে। শেজাইয়া বর্তমানে একটি দুর্যোগপূর্ণ এলাকায় পরিণত হয়েছে, যা বসবাসের জন্য অনুপযুক্ত।

ন্যাটোর সদস্যপদ পাওয়ার খুব কাছে রয়েছে ইউক্রেন। বৃহস্পতিবার (১১ জুলাই) এমন তথ্য জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি।

ওয়াশিংটনে অনুষ্ঠিত হওয়া ন্যাটো মহাসচিব জেন্স স্টলটেনবার্গের সাথে যৌথ সংবাদ সম্মেলনে জেলেনস্কি বলেন, ইউক্রেন লক্ষ্যের খুব কাছে রয়েছে। চূড়ান্ত সদস্যপদ পেতে এখন শুধু দরকার ন্যাটোর আনুষ্ঠানিক আমন্ত্রণ।

যদিও সামরিক জোটটির পক্ষ থেকে ইউক্রেনকে সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ জানানোর কোনো ইঙ্গিত এখনও দেয়া হয়নি।

ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেন, আমরা লক্ষ্য অর্জনের খুবই কাছে রয়েছি। এখন পরবর্তী ধাপ হচ্ছে আমন্ত্রণ পাওয়া। অবশ্য চূড়ান্ত সদস্য হতে ইউক্রেনে যুদ্ধ বন্ধ হতে হবে। আশা করি, দ্রুতই যুদ্ধে আমাদের বিজয় হবে।

মার্কিন নিষেধাজ্ঞার আওতায় এসেছে তিন ইসরায়েলি নাগরিক, চারটি বসতি চৌকি। এছাড়াও, কালো তালিকাভুক্ত করা হয়েছে একটি সংগঠনকে। ‘লেহাভা’ নামের এই সংগঠন ইসরায়েলের সবচেয়ে বড় সহিংস চরমপন্থী সংগঠন হিসেবে পরিচিত। যার সদস্য সংখ্যা ১০ হাজারের বেশি।

সহিংসতা, বেসামরিকদের জন্য হুমকি, সম্পদ জব্দ এবং পশ্চিম তীরের নিরাপত্তার জন্য হুমকি তৈরি, এসব অভিযোগে দেয়া হয়েছে নিষেধাজ্ঞা। বৃহস্পতিবার এই নিষেধাজ্ঞার ঘোষণা দেয় যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর ও ট্রেজারি বিভাগ।

আবারও রাশিয়ার জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। মঙ্গলবার (৯ জুলাই) রাশিয়ার বিভিন্ন অঞ্চল লক্ষ্য করে ডজনখানেক ড্রোন ছোড়ে কিয়েভ। খবর কিয়েভ পোস্টের।

যাতে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। ইউক্রেনের ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয় রাশিয়ার দক্ষিণাঞ্চলীয় ভলগোগ্রাদ, রস্তভ ও আখতুবিনস্কের বেশকিছু এলাকা। আগুন লেগে যায় দুটি বৈদ্যুতিক সাবস্টেশন ও একটি তেল পরিশোধনাগারে। শোনা যায় কয়েক দফা বিস্ফোরণের শব্দও। এছাড়াও ক্ষতিগ্রস্ত হয় একটি সামরিক স্থাপনা।

এর আগেও রাশিয়ার গুরুত্বপূর্ণ জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে বেশ কয়েকবার হামলা চালিয়েছে কিয়েভ। সোমবার (৮ জুলাই) ইউক্রেনের সবচেয়ে বড় শিশু হাসপাতালে মস্কোর ক্ষেপণাস্ত্র হামলার জবাবে এ হামলা চালায় কিয়েভ।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।