রাজনীতি

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। আজ রোববার ভোর ৪টার দিকে হাতিয়া পৌরসভার চর কৈলাসের নিজ বাসা থেকে নৌবাহিনীর একটি দল তাঁকে আটক করে।

নৌবাহিনীর হাতিয়া ক্যাম্পের কন্টিনজেন্ট কমান্ডার মুশফিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, হাতিয়া উপজেলার মানুষের জানমালের নিরাপত্তার দায়িত্ব নৌবাহিনীকে দেওয়া হয়েছে। তাই উপজেলার শান্তি-শৃঙ্খলা ঠিক রাখতে সাবেক সংসদ সদস্য মোহাম্মদ আলীকে আটক করা হয়েছে। তাঁর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। তাঁর বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য একটা মহল ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। রোববার (১১ আগস্ট) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহতদের সঙ্গে সাক্ষাত শেষে এ অভিযোগ করেন তিনি।

রিজভী বলেন, সেনাবাহিনীর গাড়িতে যারাই আগুন দিচ্ছে এটা কোনো গণতান্ত্রিক মানুষের কাজ হতে পারে না। এগুলো সন্ত্রাসদের কাজ।

বিএনপির এই নেতা বলেন, বিএনপিসহ আন্দোলকারী কেউ সংখ্যালঘুদের ওপর হামলা চালাতে পারছে না। সজীব ওয়াজেদ জয় আবলতাবল বক্তব্য রাখছেন বলেও মন্তব্য করেন রিজভী। অন্তবর্তীকালীন সরকারের সকল কর্মকাণ্ডের প্রতি বিএনপির পূর্ণ রয়েছে বলে জানান দলটির এই সিনিয়র নেতা।

ছাত্র জনতার গণ অভ্যূত্থানের মাধ্যমে গঠিত  অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করে পূণর্গঠন করাবে এমন আশা করে গণফোরাম।

গণফোরাম নির্বাহী সভাপতি অ্যাডভোকেট এ.কে.এম. জগলুল হায়দার আফ্রিকের সভাপতিত্বে আজ (১০ আগস্ট-২০২৪) শনিবার বিকাল ৫টায় গণফোরাম কেন্দ্রীয় কার্যালয়ে গণফোরামের যৌথ সভায় নেতারা এমন মন্তব্য করেন।

যৌথ সভার প্রধান অতিথির বক্তব্যে গণফোরাম সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ইতিহাসে স্বৈরাচারের বিরুদ্ধে ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলন স্বর্ণাক্ষরে লিখিত থাকবে। দেশবাসী বৈষম্য বিরোধী আন্দোলনে শহীদদের বিনম্র শ্রদ্ধায় স্মরণ করবে। 

অন্তর্বর্তীকালীন সরকারকে গণফোরামের পক্ষ থেকে শুধু সমর্থন নয় পরিপূর্ণভাবে সহায়তার অঙ্গীকার ব্যক্ত করেন সুব্রত চৌধুরী।

স্বৈরাচার শেখ হাসিনা সরকার দেশের সকল সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছে। ছাত্র জনতার গণ অভ্যূত্থানের মাধ্যমে গঠিত হওয়া অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কার করে পূণর্গঠন করবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আইয়ুব খান ফারুক, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, সাহিত্য ও সংস্কৃতিক সম্পাদক এম.এ. হামিদ, ছাত্র সম্পাদক সানজিদ রহমান শুভ, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সদস্য হাবিবুর রহমান বুলু, ঢাকা জেলা গণফোরামের সাধারণ সম্পাদক মতিউর রহমান খোকন, কেন্দ্রীয় কমিটির সদস্য আজম রুপু, কামাল উদ্দিন সুমন, ইমাম হোসেন, কবিরুজ্জামান, মাহফুজুর রহমান মাসুম, নিজাম উদ্দিন, এশেক আলী আশিক, শেখ শহিদুল ইসলাম, রিয়াদ হোসেন, ফারুক হোসেন সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

আব্দুল্লাহ আল মোমিন: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদের স্মরনে রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শুক্রবার (৯ আগস্ট)  মাগরিব নামাজ শেষে পাবনা সদর উপজেলার দোগাছি ইউনিয়নের পাঁচ নাম্বার ওয়ার্ড  জামাতের পক্ষ থেকে শহীদদের জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। মোঃ জাহিদুল ইসলামের পরিচালনায় বক্তব্য রাখেন মাওলানা মোহাম্মদ আবদুল গাফফার খান, অধ্যাপক রেজাউল করিম, মাওলানা আব্দুল লতিফ, সোহেল আক্তার রিপন ও এ্যাভোকেট আব্দুল্লাহ আল আমীন মাসুম প্রমুখ।

বক্তারা ইসলামের বিরুদ্ধে যারা কাজ করে তাদের ভয় না পেয়ে ইসলামকে বিজয়ী করার আন্দলোনে শরিক থাকার আহবান জানান।বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করেন। দোয়া শেষে উপস্থিত সবার মাঝে তবারক বিতরণ করা হয়। দোয়া অনুষ্ঠানে এলাকার সকল মুসাল্লীগন উপস্থিত ছিলেন।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, তিনি বিভিন্ন নির্ভরযোগ্য সূত্র থেকে জানতে পেরেছেন, পতিত স্বৈরাচার ও তার দোসররা পরিকল্পিতভাবে অন্তর্বর্তীকালীন সরকার, তথা বিজয়ী ছাত্র-জনতার ওপর প্রতিশোধের নীল নকশা নিয়ে মাঠে নেমেছে।

শুক্রবার (৯ আগস্ট) দুপুরে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে বিএনপি মহাসচিব এ দাবি করেন।

মির্জা ফখরুল বলেন, একইসঙ্গে এসব ঘৃণ্য অপরাধের দায় সুকৌশলে বিএনপিসহ সকল গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির ওপর চাপানোর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমকে ব্যবহার করছে। বিশেষ করে প্রতিবেশি একটি দেশের কিছু কিছু নিউজ চ্যানেলসহ সামাজিক যোগাযোগমাধ্যমগুলোকে ব্যবহার করছে একটি চিহ্নিত মহল। হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান সম্প্রদায়ের নাগরিকদের সম্পদ ও ধর্মীয় উপসানালয়কে টার্গেট করা হয়েছে বিশেষভাবে। সাম্প্রদায়িক দাঙ্গার লক্ষ্যে সমাজকে বিভক্ত করাই এই মুহূর্তে তাদের ষড়যন্ত্র। বিজয়ী সকল শক্তি তথা জনগণের মধ্যে বিভক্তি সৃষ্টি করার অপচেষ্টায়ও তারা মরিয়া হয়ে লেগেছে।

তিনি আশা প্রকাশ করেন, ক্ষমতাসীন অন্তর্বর্তীকালীন সরকার, প্রশাসন তথা সর্বস্তরের সকল নাগরিক এ বিষয়ে সজাগ আছেন। বিএনপি ইতোমধ্যে সাধ্যমত সকল পদক্ষেপ গ্রহণ করে চলছে। দলের নাম ব্যবহার করে যারাই এই ধরনের অপতৎপরাতায় জড়িয়ে পড়বে, তাদের বিরুদ্ধে সাংগঠনিক ও আইনগত কঠোর ব্যবস্থা নেয়া হবে।

পরিস্থিতি ও পরিবেশের গভীরতা অনুভব করে দেশবাসীসহ সংশ্লিষ্ট দেশি-বিদেশি সকল সহায়ক শক্তিকে পতিত স্বৈরাচার ও তার দোসরদের এই ষড়যন্ত্র সম্পর্কে সজাগ থাকতে আহ্বান জানান মির্জা ফখরুল। এ নিয়ে বলেছেন, বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায়ের সকল নাগরিককে আহ্বান করছি। এই ষড়যন্ত্রের বিরুদ্ধে যার যার স্থান থেকে সামাজিক সচেতনতা ও প্রতিরোধ গড়ে তুলতে। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের লক্ষে অন্তর্বর্তীকালীন সরকার, দেশপ্রেমিক প্রতিরক্ষা, প্রশাসন, পুলিশ, বিজিবি ও আনসার বাহিনীকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য দল-মত নির্বিশেষে তাদের পাশে দাঁড়াতে দেশবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানাচ্ছি।

ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকারকে অভিনন্দন জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। অন্তর্বর্তীকালীন সরকারকে এই প্রথম আওয়ামী লীগের কোনও নেতা অভিনন্দন জানালেন। শুক্রবার (৯ আগস্ট) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে অভিনন্দন জানান তিনি।

ফেসবুক পোস্টে তিনি লেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি অভিনন্দন রইলো। দেশব্যাপী নারকীয় হত্যাকাণ্ড, বাড়ি-ঘরে লুটপাট ও অগ্নিসংযোগ বন্ধ করার জন্য সরকারের প্রতি আহ্বান জানাচ্ছি।

ইতোমধ্যে অন্তর্বর্তীকালীন সরকারকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী অভিনন্দন জানিয়েছেন। এছাড়া, মার্কিন যুক্তরাষ্ট্র এই সরকারের সাথে কাজ করতে প্রস্তুত বলে জানিয়েছেন।

গতকাল বৃহস্পতিবার ড. মুহাম্মদ ইউনূসের অর্ন্তর্বতীকালীন সরকার গঠিত হয়। আজ এই সরকারের সদস্যদের মধ্যে দফতর বন্টন করে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।

শহীদ আবু সাঈদের পরিবারের সাথে দেখা করতে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা এবং নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। আগামীকাল (১০ আগস্ট) সকালে হেলিকপ্টারযোগে তিনি রংপুর যাবেন বলে জেলা প্রশাসন সূত্রে নিশ্চিত করা হয়েছে। এ সময় নিহত আবু সাঈদের কবর জিয়ারত করবেন বলেও জানা গেছে।

এর আগে, গতকাল বৃহস্পতিবার বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূস আবু সাঈদের কথা স্মরণ করে আবেগাপ্লুত হয়ে পড়েন। তিনি বলেন, এই সময়ে আবু সাঈদের কথা মনে পড়ছে। যে আবু সাঈদের ছবি বাংলাদেশের প্রতিটি মানুষের মনে গেঁথে আছে। এটা কেউ ভুলতে পারবে না। কী অবিশ্বাস্য একটা সাহসী যুবক বন্দুকের সামনে দাঁড়িয়ে আছে এবং তার পর থেকে আর কোনো যুবক, কোনো যুবতী হার মানেনি। সামনে এগিয়ে গেছে এবং বলেছে, যত গুলি মারো, মারতে পারো। আমরা আছি।

উল্লেখ্য, বৈষম্যবিরোধী কোটা সংস্কার আন্দোলনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ছিলেন আবু সাঈদ। গত ১৬ জুলাই বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন পার্ক মোড়ে পুলিশ, ছাত্রলীগ ও যুবলীগের সঙ্গে শিক্ষার্থীদের সংঘর্ষ হয়। একপর্যায়ে পুলিশের গুলিতে নিহত হন তিনি।

শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে দেশ থেকে পালানোর পর, গতকাল অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নিয়েছেন নোবেল বিজয়ী ড. মুহাম্মদ ইউনূস। তবে এরইমধ্যে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে সাক্ষাৎকার দিয়েছেন, হাসিনাপুত্র সজীব ওয়াজেদ জয়। বলেছেন, দেশে নির্বাচন হলে তার মা দেশে ফিরবেন।

এর আগে, হাসিনা পালিয়ে যাওয়ার পরপরই এক ভিডিওবার্তায় জয় বলেছিলেন, শেখ পরিবারের আর রাজনীতিতে আসার সম্ভাবনা নেই।

সাবেক প্রধানমন্ত্রীর এই তথ্য উপদেষ্টা বলেন, যেভাবে আওয়ামী লীগ নেতাকর্মীদের ওপর হামলা হচ্ছে তাতে তিনি রাজনীতিতে আসার সিদ্ধান্ত নিয়েছেন। এক টেলিফোন সাক্ষাৎকারে জয় বলেন, দলের নেতাকর্মীদের বাঁচাতে এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

জয়ের ভাষ্য, আমার কখনও রাজনীতিতে আসার পরকল্পনা ছিল না। আমি ওয়াশিংটন ডিসিতে স্থায়ীভাবে বসবাস করি। আমার মায়েরও এবার রাজনীতি থেকে বিদায় নেয়ার কথা ছিল। কিন্তু গত কয়েকদিন ধরে আমাদের নেতাকর্মীদের ওপর যেভাবে হামলা করা হচ্ছে, তাতে আমাকে সম্মুখ সারিতে আসতে হচ্ছে।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের সবচেয়ে বড় এবং জনপ্রিয় দল। আমি বিশ্বাস করি দল আগামী নির্বাচনে অংশগ্রহণ করবে এবং বিপুল ভোটে বিজয়ও লাভ করতে পারে।

শেখ হাসিনা কোথাও রাজনৈতিক আশ্রয় খুজঁছেন না দাবি করে জয় বলেন, এই মুহূর্তে তিনি (হাসিনা) ভারতে অবস্থান করছেন। তবে অন্তর্বর্তী সরকার নির্বাচনের ঘোষণা দেয়া মাত্রই আমার মা দেশে ফিরে যাবেন। তার মাকে এতো কম সময়ের মধ্যে ভারতে আশ্রয় দেয়ার জন্য দেশটির প্রধানমন্ত্রী নরেদ্র মোদীকেও ধন্যবাদ জানান জয়।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।