রাজনীতি

অতি দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। সেই সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দেবে। সেই সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে বলেও জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার রাতে বঙ্গভবন থেকে বের হয়ে সাংবাদিকদের তিনি এসব কথা জানান।

মির্জা ফখরুল বলেন, ছাত্রদের অভাবনীয় গণঅভ্যুত্থানে তাদের ত্যাগ, কষ্ট ও জনগণকে ঐক্যবদ্ধ করার কারণে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে। তারা আজ দেশ থেকে পালিয়ে গেছে। এটা একটা বিশাল সাফল্য। এজন্য আমি ছাত্রদের স্যালুট জানাই। 

তিনি বলেন, শেখ হাসিনা সরকারের পতনের পর কীভাবে দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করা যায়, তার জন্য সেনাবাহিনীসহ তিন বাহিনীর প্রধান আমাদের আমন্ত্রণ জানিয়েছেন। তারই প্রেক্ষিতে এসে আমরা রাষ্ট্রপতির সঙ্গে কথা বলেছি।

বিএনপি মহাসচিব বলেন, আলোচনার সিদ্ধান্ত অনুযায়ী অতি দ্রুত সংসদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করবে। সেই সরকার তিন মাসের মধ্যে নির্বাচন দেবে। দ্বিতীয় যে সিদ্ধান্ত হয়েছে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, যাকে অন্যায়ভাবে কারারুদ্ধ করে রাখা হয়েছে, তাকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে।

তিনি বলেন, এ আন্দোলনকে কেন্দ্র করে যাদের আটক করা হয়েছে তাদের মুক্তি দেওয়া হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন সরকার (অন্তর্বর্তীকালীন) গঠন হওয়ার সম্ভাবনা আছে।

মির্জা ফখরুল বলেন, অন্তর্বর্তীকালীন সরকারে কারা থাকবে ও কে প্রধান হবেন, তার জন্য একটি আলোচনার দরকার। সেটা নিয়ে এখনও বসার সুযোগ হয়নি। আমরা দলের সঙ্গে বৈঠক করে তার সুনির্দিষ্ট প্রস্তাব নিয়ে আসব।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক বলেছেন, ধৈর্যের শেষ সীমায় আওয়ামী লীগ পৌঁছে গেছে। ধৈর্য ধরা মানে দুর্বলতা নয়।

রোববার বিকালে চলমান পরিস্থিতি নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

নানক বলেন, সরকার পতনের দাবি ছাত্রদের নয়, বিএনপি-জামায়াতের। এর সঙ্গে শিক্ষার্থীদের দাবির কোনো মিল নেই। আওয়ামী লীগ ধৈর্য ধরতে ধরতে শেষ সীমায় পৌছে গেছে। 

তিনি বলেন, এই আন্দোলনকে কেন্দ্র করেই দেশজুড়ে হত্যা ও সহিংসতা চলছে। আন্দোলনে নেতৃত্ব দানকারীদেরই এসব হত্যাযজ্ঞ ও সহিংসতার দায় নিতে হবে।

সরকারের পদত্যাগের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অসহযোগ আন্দোলনের প্রথম দিনে আজ (রোববার) রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ হচ্ছে। বিক্ষোভকারীদের সঙ্গে পুলিশ ও আওয়ামী লীগের নেতাকর্মীদের ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটছে। সন্ধ্যা ৬টা ৫২ মিনিটে এ রিপোর্ট লেখা পর্যন্ত সারা দেশে পুলিশসহ ৫৬ জন নিহতের খবর পাওয়া গেছে।

এর মধ্যে বিকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফ বরেন জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেন, বিএনপি-জামায়াত জঙ্গিগোষ্ঠী যে অরাজকতা করছে, তা প্রতিহত করতে হবে। এ জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে ব্রিফিং করে আসছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তবে আজ প্রথম সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক ব্রিফিং করলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আব্দুর রাজ্জাকসহ কেন্দ্রীয় নেতারা।

সারা দেশে কারফিউ জারি করায় পূর্বঘোষিত সোমবারের (৫ আগস্ট) শোক মিছিল স্থগিত করেছে ক্ষমতাসীন দল বাংলাদেশ আওয়ামী লীগ। একই সঙ্গে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।

রোববার (৪ আগস্ট) রাতে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন দলটির উপ-দফতর সম্পাদক সায়েম খান।

রোববার রাতে দলটির উপদপ্তর সম্পাদক সায়েম খান বিজ্ঞপ্তি দিয়ে শোক মিছিল হচ্ছে না বলে জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কারফিউ এর কারণে বাংলাদেশ আওয়ামী লীগের আগামীকালের (সোমবার) পূর্ব নির্ধারিত শোক মিছিল অনুষ্ঠিত হবে না। একই সঙ্গে শহীদ বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মবার্ষিকীর কর্মসূচির আনুষ্ঠানিকতা স্থগিত করা হয়েছে।

কোটা আন্দোলনে সহিংসতা ও প্রাণহানি নিয়ে সৃষ্ট উত্তেজনার পর সরকার পতনের একদফা দাবিতে রোববার থেকে সর্বাত্মক অসহযোগের ডাক দেয় আন্দোলনকারীরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে এই কর্মসূচি ডাকা হলেও রোববার দেশজুড়ে কর্মসূচিতে বিএনপি ও তাদের সমমনা রাজনৈতিক দলগুলোর সমর্থন দেখা যায়। বিভিন্ন স্থানে শিক্ষার্থীদের সঙ্গে রাস্তায় দেখা যায় অভিভাবকদেরও।

সরকার পতনের কর্মসূচি মোকাবেলায় মাঠে নামে আওয়ামী লীগ। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং নাশকতা ঠেকাতে চেষ্টা করে পুলিশ।

পুলিশ ও আওয়ামী লীগের সঙ্গে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলনকারীদের সংঘর্ষ-সংঘাত হয়। সারা দেশে সহিংসতায় ৯০ জনের বেশি নিহত এবং অনেক মানুষ আহত হন।

এ অবস্থায় অনির্দিষ্টকালের কারফিউ জারি হলেও আন্দোলনকারীরা এক দিন এগিয়ে সোমবার ‘লং মার্চ টু ঢাকা’ কর্মসূচি দিয়েছে। তবে সেনাবাহিনী সবাইকে কারফিউ আইন মেনে চলতে আহ্বান রেখেছে।

সংঘাত, সহিংসতা, রক্তপাত, রাজনৈতিক অনিশ্চয়তা এড়াতে প্রধানমন্ত্রীর সংলাপের আহ্বান ও আলোচনার শেষ সুযোগ হাতছাড়া না করার জন্য আন্দোলনকারীদের প্রতি আহ্বান জানিয়েছেন জাসদের সভাপতি হাসানুল হক ইনু। 

রোববার জাসদের দপ্তর সম্পাদক সাজ্জাদ হোসেন স্বাক্ষরিক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়-জাসদ সভাপতি হাসানুল হক ইনু দেশের বিভিন্ন স্থানে নতুন করে অনেক প্রাণহানি, রক্তপাত সংঘাত, সংঘর্ষ এবং সুপরিকল্পিত, সুসংগঠিত, নাশকতা, জঙ্গীবাদী হামলা ও ধ্বংসাত্মক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপ ও আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যান করার পরও সরকারসহ সব পক্ষকে ধৈর্যধারণ এবং সংঘাত-সহিংসতা-রক্তপাত ও রাজনৈতিক অনিশ্চয়তা এড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংলাপের আহ্বান ও আলোচনার শেষ সুযোগ হাতছাড়া না করার জন্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন।

ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকার পতনের এক দাবিতে ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। ছাত্র-জনতার এই কর্মসূচিকে সফল করার আহ্বান জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে ছাত্র-জনতার দাবি মেনে প্রধানমন্ত্রীকে ক্ষমতা থেকে অবিলম্বে সরে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে দলটি। এছাড়া ছাত্র-জনতার চলমান গণআন্দোলনে তাদের পাশে থাকতে সব রাজনৈতিক দলের প্রতি আহ্বানও জানিয়েছে দলটি। 

রোববার রাতে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই আহ্বান জানান।

বিবৃতিতে দেশবাসীসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের প্রতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তথা ছাত্র-জনতার একদফা আন্দোলনের ‘মার্চ টু ঢাকা’ কর্মসূচি সফল করার এবং একই সঙ্গে নিজ নিজ এলাকায়ও আন্দোলন-সংগ্রাম অব্যাহত রাখারও আহ্বান জানান বিএনপি মহাসচিব।

শিক্ষার্থীদের ডাকা অসহযোগ আন্দোলনের প্রথম দিনে গুলি, হত্যা, দমন-নির্যাতনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘রাজধানী ঢাকাসহ দেশব্যাপী বিভিন্ন জেলা, উপজেলার বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ক্ষমতা জবরদখল করে রাখা আওয়ামী লীগ, ছাত্রলীগ, ও যুবলীগের সশস্ত্র সন্ত্রাসীরা গুলি চালিয়েছে। সর্বশেষ তথ্য অনুযায়ী প্রায় শতাধিক ছাত্র-জনতাকে হত্যা করেছে। গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন আরও সহস্রাধিক মানুষ। আওয়ামী লীগ ঘোষণা দিয়ে সমগ্র দেশে  পরিকল্পিতভাবে সশস্ত্র নেতাকর্মী জমায়েত করে গণতন্ত্রকামী ছাত্র-জনতার ওপর লেলিয়ে দেয়। ঢাকার ধানমন্ডি, সায়েন্স ল্যাবরেটরি, মিরপুর, উত্তরা, তোপখানা রোডসহ বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসী ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মারাÍক আগ্নেয়াস্ত্র নিয়ে গুলিবর্ষণ করে। সমগ্র দেশকেই আজ রণক্ষেত্রে পরিণত করে হত্যা, নির্যাতন ও বল প্রয়োগ করে আন্দোলন দমানোর ব্যর্থ চেষ্টা চালায়। আলোচনার কথা বলে নির্বিচারে গুলি করে ছাত্র-জনতাকে হত্যা করছে স্বৈরাচারী সরকার।’

বিএনপি মহাসচিব বলেন, ‘দুপুর থেকে মোবাইল নেটওয়ার্ক প্রতিবন্ধকতা সৃষ্টির জন্য ইন্টারনেট, ফেসবুক, মেসেঞ্জার, হোয়াটসঅ্যাপসহ সামাজিক গণমাধ্যম বন্ধ করে দেওয়া হয়।
আন্দোলন দমন ও ভয়ভীতি প্রদর্শন করতে সন্ধ্যা থেকে আবারও সারা দেশে অনির্দিষ্টকালের জন্য সান্ধ্য আইন জারি করা হয়েছে।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, ‘বরাবরের মতো রোববারও আওয়ামী সন্ত্রাসীরা বিএসএমএমইউসহ বিভিন্ন স্থাপনায় পরিকল্পিতভাবে হামলা চালিয়ে এর দায় আন্দোলনকারীদের ওপর চাপানোর ষড়যন্ত্র করছে। দেশের বিভিন্ন স্থানে আওয়ামী সন্ত্রাসীরা বিএনপি ও অন্যান্য বিরোধী দলের নেতাদের বাসাবাড়িতে আক্রমণ চালিয়ে ত্রাসের রাজত্ব কায়েম করছে। সরকারের পদত্যাগের দাবিতে যুগপৎ আন্দোলনের শরিক  জাতীয়তাবাদী সমমনা জোটের সমন্বয়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদের নড়াইলের বাসভবন ও বিএনপির ময়মনসিংহ দক্ষিণ জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেন বাবলুর ময়মনসিংহের বাসভবন, যশোরে বিএনপি কার্যালয়, ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিনের সিএনজি স্টেশনসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসীরা ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।’

মির্জা ফখরুল বলেন, ‘দেশব্যাপী গণজাগরণের মধ্য দিয়ে জনগণ গণঅভ্যুত্থানের পথে যে যাত্রা শুরু করেছে, তা হত্যা, দমন, নিপীড়ন চালিয়ে আর ব্যর্থ করা যাবে না। সরকার পরিকল্পিতভাবে সংঘাত, সংঘর্ষ উসকিয়ে দিয়ে আন্দোলনের বিজয় নস্যাৎ করতে চায়। অগ্নিগর্ভ বাংলাদেশে আন্দোলনরত জনগণ সরকারের ষড়যন্ত্র-চক্রান্ত ব্যর্থ করে বিজয় ছিনিয়ে আনবে।’

বিবৃতিতে বিএনপি মহাসচিব আরও বলেন, ‘অসহযোগ আন্দোলনসহ চলমান আন্দোলনে ছাত্র-জনতাকে হত্যাকারীদের বিচার অবশ্যই বাংলাদেশের মাটিতে হবে।’ তিনি নিহত সবার আত্মার মাগফিরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়ে আরও বলেন, তাদের আত্মত্যাগ বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বিবৃতিতে আহত সবার দ্রুত সুস্থতা কামনা করেন বিএনপি মহাসচিব।

কোটা আন্দোলনে সহিংসতার ঘটনায় রাজধানীর বিভিন্ন থানার ও ঢাকা জেলার মামলায় গ্রেফতার হওয়া ৪২ এইচএসসি পরীক্ষার্থীর জামিন মঞ্জুর করেছে আদালত। শুক্রবার (২ আগস্ট) বিকেলে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রশিদুল আলমের আদালত ৩৭ জনকে এবং সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৫ জনকে জামিনের আদেশ দেন।

গতকাল বৃহস্পতিবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সাম্প্রতিক সহিংস ঘটনায় আটক হওয়াদের মধ্যে যদি কেউ চলমান এইচএসসি পরীক্ষার্থী থাকে, তারা পরীক্ষার প্রবেশপত্র ও প্রাসঙ্গিক কাগজপত্রসহ জামিন আবেদন করলে তাদের জামিনে মুক্তিতে সরকার আইনি সহায়তা দেবে। আটককৃত যেসব ছাত্রদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ নেই, তাদের জামিনের ক্ষেত্রেও সরকার আইনি সহায়তা প্রদান করবে মন্ত্রণালয়।

এদিকে, কোটা সংস্কার আন্দোলন ঘিরে সাম্প্রতিক সহিংসতায় কোনো এইচএসসি পরীক্ষার্থী আটক হয়ে থাকলে তার মুক্তির জন্য সহায়তা করার কথা জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। আটক শিক্ষার্থীদের তথ্য থাকলে তা helphsc24@gmail.com ঠিকানায় ই-মেইলের মাধ্যমে জানানোর অনুরোধ করা হয়েছে। গতকাল তা জানায় শিক্ষা মন্ত্রণালয়।

আব্দুল্লাহ আল মোমিন: কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ৯ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসুচি পালন করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বৃষ্টি উপেক্ষা করেই পাবনার বিভিন্ন স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ঢল নামে।

শিক্ষার্থীরা ৯ দফা দাবিতে শনিবার (৩ আগস্ট) বেলা সাড়ে ১১ টার দিকে শহরের সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে সমবেত হয়। পরে বেলা ১২ টার দিকে মিছিলটি শহরের প্রাণ কেন্দ্র ট্রাফিক মোড় চত্বরে সামনে এসে অবস্থান করে এবং বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। 

এ সময় পুলিশ, বিজিপি, র‌্যাবসহ আইনর্শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন। দীর্ঘ সময় ধরে চলা এই বিক্ষোভ মিছিলে কোন বিশৃঙ্খলা ঘটেনি। 

শহরে বেশ কিছু সময় অবস্থান করে ১টার দিকে বিক্ষোভ মিছিলটি আবারও সরকারি এডওয়ার্ড কলেজের মূল ফটকের সামনে কর্মসুচির সমাপ্তি ঘোষণা করেন।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।