রাজনীতি

বিদেশে বসে শেখ হাসিনা গুজব ছড়িয়ে দুর্বৃত্তদের উস্কানি দিচ্ছে। ক্ষমতা নিশ্চিত করার জন্যই গত পনেরো বছর পুলিশ দিয়ে হত্যা ও নির্যাতন চালানো হয়েছে— এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার (২২ নভেম্বর) নয়াপল্টনে জাতীয়তাবাদী রিকশা, ভ্যান ও অটোচালক দলের বিক্ষোভ সমাবেশে এ কথা বলেন তিনি।

রিজভী বলেন, ছাত্রদলের নেতাকর্মীরা এখনও বঞ্চিত হচ্ছে। আন্দোলনে ছিল এমন পরিচয়ে কিছু মানুষ সব পদ দখল করে নিচ্ছে। আন্দোলনে হতাহতদের মাসিক ভাতা ও ভরনপোষণের দায়িত্ব সরকারকে নিতে হবে।

তিনি আরও বলেন, যারা শেয়ারবাজার ও ব্যাংক লুট করেছে তারা এখন তা ভোগ করবেন। কারাগারের সালমান এফ রহমান বহাল তবিয়তে রয়েছেন। ৯০ শতাংশ গার্মেন্টস আওয়ামীদের হওয়ায় সেখানে নৈরাজ্য চলছে।

নির্বাচন কমিশন গঠন হয়ে গেছে। এখন সরকার ধাপে ধাপে নির্বাচনের দিকে এগিয়ে যাবে বলে জানিয়েছেন ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ। শুক্রবার (২২ নভেম্বর) বিকেলে রাজধানীর শেরে বাংলা নগরে এশিয়ান আন্তর্জাতিক বাণিজ্য মেলার পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

হাসান আরিফ বলেন, যারা নির্বাচন কমিশনে এসেছেন তারা সবাই অভিজ্ঞ। এই নির্বাচন কমিশন ভালো একটি নির্বাচন উপহার দিতে পারবে বলেও আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তিনি আরও বলেন, দেশি-বিদেশি পর্যটকদের আকর্ষণ করতে কাজ চলছে। আন্তর্জাতিক পর্যটকরা এদেশে সম্পূর্ণ নিরাপদ বলেও মন্তব্য করেন তিনি।

এর আগে, শুক্রবার দুপুরে গাজীপুরে এক অনুষ্ঠানে যোগ দেন হাসান আরিফ। সে সময় ভারতে ভিসা প্রসঙ্গে তিনি বলেন, ভারত ভিসা দেবে না দেবে না এটা তাদের ব্যাপার। সেটি নিয়ে আমাদের কোন বক্তব্য নেই।

সমৃদ্ধশালী ভবিষ্যৎ গড়তে ছাত্র-জনতার কাছে প্রতিজ্ঞাবদ্ধ থাকার কথা জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। আজ বৃহস্পতিবার (২১ নভেম্বর) ঢাকা সেনানিবাসের আর্মি মাল্টিপারপাস হলে খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধা ও তাদের উত্তরসূরীদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

প্রধান উপদেষ্টা বলেন– বীর মুক্তিযোদ্ধারাই দেশের শ্রেষ্ঠ সন্তান। কারণ, তাদের জন্য দেশ স্বাধীন হয়েছে। মুক্তিযোদ্ধা, শহীদ, আহত ও জীবিত ছাত্র-জনতার কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ থাকতে চাই। ছাত্র-জনতার আন্দোলনের ফলে যে সুযোগ তৈরি হয়েছে, তার মাধ্যমে বাংলাদেশকে পৃথিবীর সামনে দৃষ্টান্ত স্থাপনকারী দেশে পরিণত করতে আমরা শপথ নিয়েছি।

ড. ইউনূস বলেন, নতুন দেশে আমাদের দায়িত্ব সব মানুষকে একটি বৃহত্তর পরিবারের বন্ধনে আবদ্ধ করা। পরিবারে মতভেদ থাকবে, বাকবিতণ্ডা থাকবে কিন্তু আমরা কেউ কারও শত্রু হবো না। কাউকে তার মতের জন্য শত্রু মনে করবো না। কাউকে ধর্মের কারণে শত্রু মনে করবো না। আমরা সবাই সমান। এই সরকার সাম্য ও মানবিকতার ভিত্তিতে দেশ গড়তে প্রতিজ্ঞাবদ্ধ।

প্রধান উপদেষ্টা আরও বলেন, বাংলাদেশ বিশ্ব দরবারে মানবিক ও কল্যাণকর রাষ্ট্র হিসেবে সমাদৃত। আমরা সব রাষ্ট্রের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখবো। আমাদের পররাষ্ট্রনীতির ভিত্তি পারস্পরিক সম্মান, আস্থা, বিশ্বাস ও সহযোগিতা। জলবায়ু সংকট মোকাবিলা এবং বৈশ্বিক শান্তি ও অর্থনীতি সুসংহত করতে আমাদের একত্রে কাজ করতে হবে।

সংবিধান সংস্কার কমিশনের প্রধান অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যাক্তিকেন্দ্রিক শাসন ব্যবস্থা প্রতিষ্ঠায় বিচার বিভাগের ভূমিকা ছিল। বিচার বিভাগকে কাজে লাগিয়েই স্বৈরতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শেখ হাসিনা।

আজ বুধবার (২০ নভেম্বর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মির্জা বানু ও সিরাজুল ইসলাম ফাউন্ডেশনের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের কৃতি সাবেক শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়। এরপর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

আলী রিয়াজ বলেন, সংবিধানের চতুর্দশ ও পঞ্চদশ সংশোধনের মাধ্যমে কার্যত একটি নতুন সংবিধান তৈরি হয়ে গিয়েছিলো সংসদে। সেখানে জনগণের কোনো ম্যান্ডেট ছিল না। জনগণের অংশগ্রহণ ছিল না।

তিনি আরও বলেন, এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, তা হলো প্রতিষ্ঠানিক ব্যবস্থা নিশ্চিত করা এবং জবাবদিহিতার প্রক্রিয়া তৈরি করা। সেই সঙ্গে ক্ষমতার এককেন্দ্রীকরণ বন্ধ করতে হবে। আদর্শিকভাবে এ ধরনের চিন্তা ও কাজের চর্চা করতে হবে।

অধ্যাপক রিয়াজ বলেন, শেখ হাসিনার মূল অস্ত্র ছিল শেখ মুজিব। শেখ মুজিবকে সামনে রেখে দলীয় সব কার্যক্রম সমালোচনার ঊর্ধ্বে তুলে দেয়া হয়। তাকে ঘিরে ইতিহাসকেও নতুনভাবে বদলে দেয়া হয়েছিল বলে মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে মির্জা বানু ও সিরাজুল ইসলাম এনডোমেন্ট ফান্ডের আওতায় তিনজন এমফিল এবং চারজন পিএইচডি (ডক্টর অফ ফিলোসফি) ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীকে বৃত্তি দেয়া হয়।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের কে কেমন ভূমিকা রেখেছে, সেটি ধরে পদক্ষেপ নেবে অন্তর্বর্তী সরকার। পাশাপাশি, যেসব গণমাধ্যম আন্দোলনকারী শিক্ষার্থীদের সন্ত্রাসী আখ্যা দিয়ে ফ্যাসিবাদী বয়ান তৈরি করেছে তাও চিহ্নিত করা হবে। বুধবার (২০ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে ‘জুলাই গণহত্যায় গণমাধ্যমের ভূমিকা: জবাবদিহিতা ও সংস্কার প্রস্তাব’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

প্রেস সচিব বলেন, সেই সংবাদ সম্মেলনগুলো থেকেই ছাত্র-জনতার আন্দোলন নিয়ে প্রথম নেতিবাচক মন্তব্য উপস্থাপিত হয়। সেই ঘটনায় অভিযুক্তদের জিজ্ঞাসাবাদের আওতায় আনার কথা জানান প্রেস সচিব।

এছাড়া শেখ হাসিনার সময়ে সম্পাদকদের ওপর সন্ত্রাসী হামলা হলেও সম্পাদক পরিষদ থেকে কোনো প্রতিবাদ জানানো হয়নি।গণমাধ্যমে গত ১৬ বছর কার কী ভূমিকা ছিল তা নিয়ে গবেষণা প্রয়োজন বলেও উল্লেখ করেন তিনি।

আলোচনা সভা থেকে সাংবাদিকদের অভিন্ন ওয়েজবোর্ড বাস্তবায়ন, বেতন-সুরক্ষা বাস্তবায়ন, স্বতন্ত্র মিডিয়া কমিশন গঠনসহ ৮টি সংস্কার প্রস্তাব দেয়া হয়।

উল্লেখ্য, বিদেশ সফর শেষে গণভবনে সংবাদ সম্মেলনের আয়োজন করা ছিলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের নিয়মিত ঘটনা। এর উদ্দেশ্য সফরের গুরুত্ব জাতির সামনে তুলে ধরা হলেও বেশিরভাগ সময়েই সেখানে তৈরি হতো বিব্রতকর পরিবেশ।

আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গণহত্যার অভিযোগে রাজনৈতিক দলের বিচারের সুপারিশ করতে পারবে, এমন প্রস্তাব দিয়ে আন্তর্জাতিক অপরাধ আইন সংশোধন অধ্যাদেশ আগামীকাল উপদেষ্টা পরিষদের বৈঠকে তোলা হবে। উপদেষ্টা পরিষদ সিদ্ধান্ত নেবে এই প্রস্তাব গ্রহণ করবে কী করবে না।

ড. মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের প্রথম ১০০ দিনে আইন মন্ত্রণালয়ের কার্যক্রম নিয়ে আজ মঙ্গলবার (১৯ নভেম্বর) সচিবালয়ে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আইন উপদেষ্টা আরও জানান, ছাত্র-জনতার আন্দোলন চলাকালে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দায়েরকৃত সব ফৌজদারি মামলা প্রত্যাহার করা হয়েছে। সাইবার সিকিউরিটি আইনে কথা বলার অধিকারের জন্য যেসব মামলা হয়েছে সব বাতিল হয়ে যাবে। তবে হ্যাকিং ও সাইবার অপরাধ সংক্রান্ত মামলা থাকবে।

আসিফ নজরুল বলেন, ৪ হাজার ৩শ’ জন আইন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। এত বেশি সংখ্যক নিয়োগ বাংলাদেশে এর আগে ঘটেনি। এর মধ্যে সকল উদ্দেশ্যপ্রণোদিত মিথ্যা ও গায়েবি মামলা প্রত্যাহার করা সম্ভব হবে। এখন যে ঢালাও মামলা হচ্ছে, মামলা বাণিজ্য করা হচ্ছে তা প্রতিরোধ করা সম্ভব হবে।

এ সময়ে অ্যাটর্নি জেনারেল অফিসে ২২৯ জন আইন কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে বলেও তিনি জানিয়েছেন। বলেছেন, আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারক নিয়োগে নতুন আইন করা হবে। তা সপ্তাহ দুয়েকের মধ্যে করা যাবে।

আইন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সম্পদের হিসাব সংগ্রহ করা হয়েছে এবং যাচাইবাছাই করা হচ্ছে বলেও জানিয়েছেন আইন উপদেষ্টা।

বিভিন্ন খাত সংস্কারে গঠিত কমিশনের প্রতিবেদন পাওয়ার পর রাজনৈতিক দলগুলোর সাথে সরকার সংলাপ করবে বলে জানান আসিফ নজরুল।

ব্রিফিংয়ে তিনি স্পষ্ট করেন, সরকার আওয়ামী লীগের মতো দমন-পীড়ন চায় না। অযৌক্তিক আন্দোলনের মাধ্যমে নানা দুর্ভোগ সৃষ্টি করা হচ্ছে। সরকার বিষয়গুলো দেখছে। তারা কঠোর হলে সরকারও ভালোভাবেই কঠোর হবে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, বিএনপি ধারাবাহিকভাবে আন্দোলন-সংগ্রাম করলেও আওয়ামী লীগ সরকারকে হটাতে চূড়ান্ত ধাক্কা দিতে পারেনি। শেষ মুহূর্তে শিক্ষার্থীরা সেই অসম্ভবকে সম্ভব করেছেন। গত ১৫ বছরে দেশের সব অর্জন ও প্রতিষ্ঠানসমূহ ধ্বংস করে দিয়েছে আওয়ামী লীগ সরকার।

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (১৯ নভেম্বর) জাতীয় প্রেসক্লাবে পেশাজীবী পরিষদ আয়োজিত আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান।

নির্বাচন কমিশন সংস্কার করে আবারও দ্রুত নির্বাচন দেয়ার আহ্বান জানিয়ে বিএনপি মহাসচিব বলেন, নিজেদের স্বার্থে নয়, জাতির স্বার্থে নির্বাচন চাচ্ছে বিএনপি। রাষ্ট্রের স্থিতিশীল পরিবেশ নিশ্চিতে নির্বাচিত সরকার প্রয়োজন।

মির্জা ফখরুল আরও বলেন, সংস্কারের ক্ষেত্রে একটা বিষয়ে ফোকাস করতে হবে। বাকি সংস্কার ও কাজগুলো নির্বাচিত সরকার করবে। বিএনপি নির্বাচিত হলে সব দলের অংশগ্রহণে জাতীয় সরকার গঠন করার কথা পুনরায় বলেন তিনি।

জুলাই-আগস্ট গণহত্যার মামলায় ১৭ ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। পাশাপাশি শেখ হাসিনাকে কেন গ্রেফতার করা গেলো না, তা নিয়ে প্রসিকিউশনের প্রতি উষ্মা প্রকাশ করেছে ট্রাইব্যুনাল।

সোমবার (১৮ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে শুনানির পর এই নির্দেশ দেন।

আদালতে প্রাথমিক তদন্তে নিপীড়নের পটভূমি পাওয়া গেছে বলে ট্রাইব্যুনালে উপস্থাপন করেন চিফ প্রসিকিউটর।

এদিকে, ৫ আসামির পক্ষে লড়তে আসা আইনজীবী এহসানুল হক সমাজীকে রাষ্ট্রীয় পদ দেয়া হচ্ছে- তাই আসামিপক্ষের ওকালাতনামা প্রত্যাহার করেছেন তিনি।

এর আগে, সকালে কেরানীগঞ্জের ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আনা হয় ১২ আসামিকে। আর নারায়ণগঞ্জ কারাগার থেকে আনা হয় গোলাম দস্তগীর গাজীকে। এরপর জুলাই-আগস্ট গণহত্যায় সাবেক মন্ত্রী আনিসুল হকসহ ১৩ আসামিকে আনুষ্ঠানিকভাবে গ্রেফতার দেখানো হয়।

রাজনীতিতে আসায় নিজের অনীহা প্রকাশ করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, নিজেকে বদলাবেন না।

সম্প্রতি আজারবাইজানের রাজধানী বাকুতে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ-২৯) অংশ নেন ড. ইউনূস। সেখানে সম্মেলনের সাইডলাইনে ‘টক টু আল জাজিরা’ শোতে সাক্ষাৎকারটি দেন নোবেলজয়ী এই অর্থনীতিবিদ। পরে রোববার (১৭ নভেম্বর) রাতে সাক্ষাৎকারটি সম্প্রচার করা হয়।

সাক্ষাৎকারে ড. ইউনূসকে প্রশ্ন করা হয়, নির্বাচন করবেন কিনা? এমন প্রশ্নের জবাবে প্রধান উপদেষ্টা বলেছেন, না, আমি রাজনৈতিক ব্যক্তিত্ব নই। আমি যা করি বা করে আসছি, জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তাই করবো। সেই কাজ থেকে নিজেকে বদলাবো না।

প্রধান উপদেষ্টা আরও বলেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হতে পারে। আমরা অন্তর্বর্তী সরকার, চিরস্থায়ী নয়। নিয়মিত সরকার পাঁচ বছর স্থায়ী হয়। নতুন সংবিধানে (সরকারের মেয়াদ) চার বছর উল্লেখ করা হতে পারে। কারণ, সম্ভবত মানুষ সরকারের মেয়াদ কম চায়। তাই অন্তর্বর্তী সরকারের মেয়াদ চার বছরের কম হওয়া উচিত। তবে এটি আরও কম হতে পারে। সবকিছু নির্ভর করছে জনগণের ওপর।

তিনি আরও বলেন, সব রাজনৈতিক দলের সাথে আলোচনার ভিত্তিতে নির্বাচন অনুষ্ঠিত হবে। যদি বলা হয়, সংস্কার দরকার নেই, তাড়াতাড়ি নির্বাচনের ব্যবস্থা করতে হবে, তাহলে তাই করা হবে। আর যদি সংস্কার চায়, তাহলে সংস্কার করেই নির্বাচন অনুষ্ঠিত হবে।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।