বাংলাদেশ

আগামী ৫ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল দিল্লির বিধানসভা নির্বাচন। ৭০ আসনের এই বিধানসভায় সবশেষ নির্বাচনে আম আদমি পার্টির কাছে বড় ব্যবধানে হারে ভারতের ক্ষমতাসীন বিজেপি। এবার তাই আটঘাট বেঁধে নির্বাচনী প্রচারণায় নেমেছেন দলটির নেতারা। এরই মধ্যে দেশটির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিজেপি এবার দিল্লিতে সরকার গঠন করতে পারলে দুই বছরের মধ্যে সেটিকে বাংলাদেশিমুক্ত করবেন। খবর, হিন্দুস্তান টাইমসের।

রোববারের (২৬ জানুয়ারি) প্রতিবেদনে বলা হয়েছে, বিধানসভা ভোটের আগে রীতিমতো উত্তপ্ত দিল্লির রাজনীতি। ইতোমধ্যেই বিজেপি দিল্লির বিধানসভা নির্বাচনকে ঘিরে অভিযোগ করেছে, অবৈধ বাংলাদেশি ও রোহিঙ্গাদের ভোটের ভিত্তিতে এতোদিন নির্বাচনে জিতেছে অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি।

এদিন ভারতের প্রজাতন্ত্র দিবস থাকলেও অমিত শাহ নির্বাচনের প্রচার বাদ দেননি বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম। ভোটের প্রচারে অংশ নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ রাজ্যটির ক্ষমতাসীন দল আম আদমি পার্টিকে (আপ) ‘অবৈধ আমদানিওয়ালি পার্টি’ (অবৈধ আয়ের দল) হিসেবে বর্ণনা করেছেন।

দিল্লির নরেলা বিধানসভা আসনে নির্বাচনী জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি অভিযোগ করেন, দিল্লিতে ১০ বছরের শাসনকালে অরবিন্দ কেজরিওয়াল ভোট পাওয়ার জন্য মিথ্যা প্রচার এবং দুর্নীতিতে লিপ্ত হওয়া ছাড়া আর কিছুই করেননি।

জনগণকে আম আদমি পার্টিকে ক্ষমতা থেকে উৎখাত করে তাদের ‘দুঃশাসন’ শেষ করার আহ্বান জানিয়ে অমিত শাহ বলেন, বিজেপি তার সমস্ত নির্বাচনী প্রতিশ্রুতি পূরণ করবে। দিল্লিকে বিশ্বের এক নম্বর রাজধানী করবে।

মানি লন্ডারিংয়ের অভিযোগে হল মার্কের বিরুদ্ধে সাত বছর আগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় গ্রেফতার দেখানো হয়েছে বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর সিতাংশু কুমার (এস কে) সুরকে। 

সোমবার (২৭ জানুয়ারি) তদন্ত সংস্থা সিআইডির আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে এ মামলায় গ্রেফতার দেখান ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র।

এর আগে, এদিন সকালে কারাগার থেকে এস কে সুরকে আদালতে আনা হয়। এ সময় মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির ফাইন্যান্সিয়াল ক্রাইম ইউনিটের পরিদর্শক ছায়েদুর রহমান তাকে গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। পরে আদালত তাকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর আদেশ দেন।

উল্লেখ্য, হল মার্ক কেলেঙ্কারি ছিল বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় জালিয়াতি। রাষ্ট্রয়াত্ত্ব সোনালী ব্যাংক থেকে এই ঋণ কেলেঙ্কারির সময় সিতাংশু কুমার সুর চৌধুরী বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে কর্মরত ছিলেন।

জুলাই ও আগস্টে বাংলাদেশে ছাত্র-জনতার আন্দোলনে চালানো নৃশংসতার বিষয়ে জাতিসংঘের তদন্ত প্রতিবেদন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান কমিশনার ভলকার তুর্ক। ফেব্রুয়ারির মধ্যভাগে প্রতিবেদনটি প্রকাশ করা হবে বলেও জানান তিনি।

বুধবার (২২ জানুয়ারি) সুইজারল্যান্ডের দাভোস শহরে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার সাইডলাইনে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাতকালে এ তথ্য জানান ভলকার তুর্ক।

তিনি জানান, প্রতিবেদনটি প্রকাশের আগে জেনেভার জাতিসংঘ অধিকার কার্যালয় থেকে বাংলাদেশ কর্তৃপক্ষের সঙ্গে শেয়ার করা হবে। এসময় জুলাই-আগস্টে সংঘটিত অপরাধগুলো তদন্ত করার ধন্যবাদ জ্ঞাপন করেন ড. ইউনূস।

প্রধান উপদেষ্টা জানান, অন্তর্বর্তী সরকারের গঠিত ছয়টি প্রধান স্বাধীন কমিশনের প্রতিবেদনও প্রায় একই সময়ে প্রকাশিত হবে। এই প্রতিবেদনগুলো একে অপরকে পরিপূরক হিসেবে কাজ করতে পারবে বলেও উভয়ে সহমত পোষণ করেন।

এসময় ড. ইউনূস জাতিসংঘের মানবাধিকার প্রধানকে রোহিঙ্গা সংকট সমাধানে সহযোগিতা করার আহ্বান জানান। এছাড়াও তিনি মিয়ানমারের রাখাইন অঞ্চলে জাতিসংঘের তত্ত্বাবধানে একটি নিরাপদ অঞ্চল তৈরির প্রস্তাব দেন, যাতে রোহিঙ্গাদের নতুন করে বাংলাদেশে প্রবেশ বন্ধ করা যায়।

রোহিঙ্গা সংকট নিয়ে উচ্চ পর্যায়ের সম্মেলনের কথাও তোলেন প্রধান উপদেষ্টা। বলেন, এ ধরনের সম্মেলনের মাধ্যমে বিশ্বের অন্যতম ভয়াবহ মানবিক সংকটে বৈশ্বিক মনোযোগ আনবে।

মিয়ানমারের বিষয়ে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়ে তুর্ক জানান, তিনি এ বিষয়ে মিয়ানমারবিষয়ক জাতিসংঘের বিশেষ দূত জুলি বিশপের সঙ্গে আলোচনা করছেন। এছাড়া এ বিষয়ে একটি সম্মেলন আন্তর্জাতিক সম্প্রদায়ের মনোযোগ ফিরিয়ে আনতে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও একমত পোষণ করেন তিনি।

সাক্ষাতে বাংলাদেশ সরকারের এসডিজি সমন্বয়কারী লামিয়া মোরশেদ এবং জেনেভায় বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

মানবতাবিরোধী অপরাধের মামলায় জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি পিছিয়ে আগামী ২০ ফেব্রুয়ারি দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে ৪ বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন। বেঞ্চে এক বিচারপতি না থাকায় আদালত শুনানির দিন পিছিয়ে দেন।

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

ওই রায়ের বিরুদ্ধে আজহার আপিল করলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন এবং তাকে খালাস দেওয়ার জন্য আপিল বিভাগে আবেদন করেন।

প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের বই খোলাবাজারে বিক্রি ও মজুত করার অভিযোগে ২ জনকে আটক করা হয়েছে। এসময় দুই ট্রাক বই জব্দ করা হয়।

বুধবার (২২ জানুয়ারি) রাজধানীতে অভিযান চালিয়ে তাদের আটক ও বই উদ্ধার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসি মুহাম্মদ তালেবুর রহমান এসব তথ্য জানান।

তিনি জানান, এ বিষয়ে আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন যুগ্ম পুলিশ কমিশনার (ডিবি-দক্ষিণ) মোহাম্মদ নাসিরুল ইসলাম।

এর আগে, গত শনিবার (১৮ জানুয়ারি) শিক্ষার্থীদের বিনামূল্যে বিতরণের পাঠ্যপুস্তক দোকানে বিক্রির অভিযোগে রাজধানীর বাংলাবাজারে অভিযান চালিয়ে ৫ হাজার বই জব্দ করা হয়।

ক্ষমতার অপব্যবহার করে রাজউকের পূর্বাচল নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দ নেয়ার অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছেলে সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে আলাদা দু’টি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শেখ হাসিনার বিরুদ্ধে দায়ের করা মামলায় আসামি মোট ৮ জন। আর জয়ের বিরুদ্ধে করা মামলায় মোট ১৫ জনকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) মামলা দুটি দায়েরের তথ্য দিয়েছেন দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন। দুদক বলছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে সরকারের সর্বোচ্চ পদে দায়িত্ব পালনকালে নিজ ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল প্রকল্পের কূটনৈতিক এলাকায় ২৭ নম্বর সেক্টরের ২০৩ নম্বর রাস্তায় প্লট নিজ নামে বরাদ্দ নিয়েছেন।

এছাড়া নিজের ছেলে-মেয়ে, বোন ও বোনের ছেলে-মেয়ের নামে পৃথক প্লট বরাদ্দ করিয়েয়েছেন। প্রতিটি ১০ কাঠা করে ছয়জনের নামে মোট ৬০ কাঠার প্লট বরাদ্দ নেয়া হয়েছে। দুর্নীতি প্রতিরোধ আইনের ধারায় সাবেক প্রধানমন্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। একই ধারায় জয়ের বিরুদ্ধেও মামলা করা হয়েছে।

এর আগে, শেখ হাসিনার মেয়ে সায়মা ওয়াজেদ পুতুল, বোন শেখ রেহানা ও তার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি এবং মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তির বিরুদ্ধে মামলা করেছে দুদক। এসব মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও আসামি করা হয়েছে। এছাড়া, রেহানা ও তার ছেলে-মেয়ের বিরুদ্ধে করা মামলায় তার আরেক মেয়ে যুক্তরাজ্যের প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিককেও আসামি করা হয়েছে।

সীমান্ত নিয়ে ভারতের সাথে বাংলাদেশের কিছু অসম চুক্তি আছে। আগামী মাসে বিজিবি ও বিএসএফের মহাপরিচালক (ডিজি) পর্যায়ের বৈঠকে সেসব নিয়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

মঙ্গলবার (১৪ জানুয়ারি) দুপুরে ময়মনসিংহ সিটি করপোরেশনের শহীদ শাহাবুদ্দিন মিলনায়তনে এক মতবিনিময় সভায় এসব কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। আইনশৃঙ্খলা বাহিনী, ফায়ার সার্ভিস, ইমিগ্রেশন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তারা এতে অংশ নেন।

এ সময় উপদেষ্টা জানান, সীমান্ত পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে। কাঁটাতারের বেড়া নির্মাণ বন্ধ আছে। আগামী মাসে বিজিবি, বিএসএফ’এর ডিজি পর্যায়ের বৈঠকে এসব বিষয় নিয়ে আলোচনা হবে। সেখানে অসম চুক্তিগুলো স্থান পাবে বলে জানান উপদেষ্টা।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালেক জানিয়েছেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মানসিকভাবে এখন অনেক শক্তিশালী ও হাসিখুশি আছেন। তিনি হাঁটাচলা করছেন। ধীরে ধীরে তার স্বাস্থ্যের উন্নতি হচ্ছে।

সোমবার (১৪ জানুয়ারি) লন্ডন ক্লিনিকে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সর্বশেষ চিকিৎসার আপডেট সাংবাদিকদের জানান তিনি।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি বলেন, বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হাসপাতালে ছিলেন। তার সঙ্গে স্ত্রী ডা. জুবাইদা রহমান, নাতনি ব্যারিস্টার জায়মা রহমানসহ পরিবারের সবাই হাসপাতালে আছেন। পরিবারের সঙ্গে খালেদা জিয়া খুবই ভালো সময় কাটছে বলে জানান তিনি।

এর আগে, গতকাল সোমবার নিয়মিত ব্রিফ্রিংয়ে তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছিলেন, আগামী শুক্রবারের মধ্যে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সব রিপোর্ট হাতে পাওয়া যাবে।

উল্লেখ্য, উন্নত চিকিৎসার জন্য গত মঙ্গলবার (৭ জানুয়ারি) রাত ১১টা ৪৬ মিনিটে লন্ডনের উদ্দেশে ঢাকা ত্যাগ করেন খালেদা জিয়া। পরদিন বাংলাদেশ সময় বিকেল ২টা ৫৮ মিনিটে লন্ডনের হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে খালেদা জিয়াকে বহনকারী রয়েল এয়ার অ্যাম্বুলেন্সটি। এরপর তাকে সেখান থেকে সরাসরি লন্ডন ক্লিনিকে নিয়ে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসা নিচ্ছেন বিএনপির চেয়ারপারসন।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গত ১৯ জুলাই নারায়ণগঞ্জের সাইনবোর্ড এলাকায় গুলিতে নিহত হন আবুল হোসেন মিজি। এই ঘটনায় ২১ আগস্ট তার মা সাহিদা বেগম বাদি হয়ে ফতুল্লা থানায় ৮০ জনের নাম উল্লেখ করে মামলা কারেন।

এই মামলায় গত ৫ মাসে মাত্র ৪ জনকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ। এর মধ্যে তাজুল ইসলাম শামীম একজন। যিনি আগাগোড়া বিএনপির রাজনীতির সাথে যুক্ত। শ্রমিক দলের যুগ্ম সম্পাদকের পদেও ছিলেন দীর্ঘ দিন।

প্রশ্ন উঠেছে বিএনপির কর্মী হয়েও শামীম কীভাবে গণহত্যা মামলায় জেলে গেলেন। শামীমের স্বজনরা জানান, ৫ আগস্টের পর নিতাইগঞ্জ ট্রাকস্ট্যান্ড দখল দিয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপি নেতা আবু আল ইউসুফ খান টিপুর সাথে দ্বন্দ্বে জড়ায় শামিম। যার পরিণতিতেই এ ঘটনা ঘটে।

তাজুল ইসলাম শামিমের বোন রোকেয়া আক্তার জানান, ট্রাক স্ট্যান্ড দখল করার জন্য এসেছিলেন টিপু। এ সময় তার ভাইয়ের সাথে হাতাহাতি হয় টিপুর। তাই শত্রুতার জেরে তার ভাইয়ের নামে মামলা দেয়া হয়েছে।

শামিমের মেয়ে সাইমা শারিন শিমলা জানান, জুলাই-আগস্ট আন্দোলনে রাজপথে নেমেছিলেন তিনিও। তার বাবা তাকে অনুপ্রেরণা দিতো আন্দোলনে যাওয়ার জন্য। তার মনেও একই প্রশ্ন তার বাবা কীভাবে ছাত্র হত্যার সাথে জড়িত হতে পারে। শামীমের স্ত্রী লাকী বেগমও জানান একই কথা। তিনি তার স্বামীর মুক্তি চান।

এখন বিষয় হলো ট্রাক স্ট্যান্ড দখল নিয়ে দ্বন্দ্বে শামিমের নামে গণহত্যা মামলা দেয়া হয়েছে বিষয়টি কতটা সত্য? সেখানে গিয়ে স্ট্যান্ড সংশ্লিষ্ট লোকজন ও স্থানীয়দের সাথে কথা বলে জানা যায়, টিপু তার লোকজন নিয়ে ট্রাক স্ট্যান্ডে এসে দখল করতে চায়। এ সময় শামীম এসে বাধা দিলে শামীমের সাথে টিপুর হাতাহাতি হয়। কিছুদিন পরে শামীমকে ফতুল্লা থানায় চায়ের দাওয়াত দিয়ে নিয়ে গ্রেফতার করা হয় বলেও জানান তারা।

গণহত্যা মামলায় শামিম গ্রেফতার হওয়ার পর নারায়ণগঞ্জজুড়ে সমালোচনার ঝড় বইছে । বিএনপির নেতারাও নিন্দা জানিয়েছেন।

এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির আহ্বায়ক সাখাওয়াত হোসেন খান জানান, এই মামলায় যে শামীমের নাম আছে তা তিনি জানতেন না। গ্রেফতার হওয়ার পর বিষয়টি তিনি জানতে পেরেছেন। গ্রেফতারের খবর শোনার পর থানায় শামিমকে ছেড়ে দিতে বলেছিলেন বলেও জানান তিনি।

মামলার বাদি নিহত আবুল হোসেনের মা সাহিদা বেগম জানান, কে আওয়ামী লীগ করে কে বিএনপি করে তা তিনি জানেন না। টিপু ও সাখাওয়াত মিলে এই মামলা করেছে। জিডি করে তিনি তার স্বাক্ষর দিয়ে চলে এসেছেন বলেও জানান তিনি।

তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন, টিপু। তিনি জানান, এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা এবং বানোয়াট বরং বাদীকে তিনি চেনেন না বলে জানান তিনি।

মামলার বিষয়ে ফতুল্লা মডেল থানার ওসি শরিফুল ইসলাম জানান, গ্রেফতারের আগে তদন্ত হওয়া উচিত ছিলো।

এভাবে মিথ্যা মামলায় বহু মানুষ ঘরছাড়া হয়ে আছেন। এ ঘটনার আরেক ভুক্তভোগী উত্তরার আবুল কালাম। গত ২৩ জুলাই রাজনৈতিক কারণে জেলে গিয়েছিলেন তিনি। পরে জামিনে বের হন ৮ আগস্ট। অথচ তিনিই ৫ আগস্টের হত্যা মামলায় আওয়ামী লীগের দোসর হিসেবে আসামি হয়ে আছেন।

ভুক্তভোগী আবুল কালাম জানান, ১৭ দিন জেল খেটে বাইরে এসে দেখেন তার নামে ছাত্র হত্যার মামলা হয়েছে। জিনিসটা নিয়ে তিনি খুব আতঙ্কে আছেন এবং ভয়ে রাতে ঘুমাতে পারেন না বলেও জানান তিনি।

তবে এসব ঘটনার সমাধান কী হতে পারে? এ বিষয়ে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের পিপি ওমর ফারুক ফারুকী জানান, প্রতিহিংসার কারণে অনেক নিরপরাধ মানুষ মামলার শিকার হয়েছে। এসব বিষয়ে থানাকে ভালোভাবে অবগত করতে হবে। যারা দোষী না তারা যেন কোনোভাবে হয়রানির শিকার না হয় এমনটাই আসা করেন তিনি।

হয়রানি ও বিতর্ক এড়াতে ৫ আগস্টের পর হত্যা মামলাগুলোর জন্য একটি সেল গঠন করে তদন্তের পরামর্শও দেন এই সিনিয়র এই আইনজীবী।

শেখ হাসিনা বাংলাদেশকে পাশের দেশের কাছে ইজারা দিয়ে রেখেছিল— এমন মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে রাজশাহী মহানগর যুবদলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজবী বলেন, ভারতের সম্পর্ক ছিল শেখ হাসিনার সাথে, বাংলাদেশের সাথে নয়। ভারতকে প্রত্যাশার চেয়ে বেশি এমন কী দেয়া হয়েছে, তা জানা দরকার বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।

দ্রুত নির্বাচনের দাবি জানিয়ে বিএনপির এই সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, সংস্কারের নামে কালক্ষেপণ না করে দ্রুত নির্বাচনের তারিখ ঘোষণা করুন। সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচিত করতে দেশের মানুষ উদগ্রিব বলেও মন্তব্য করেন তিনি।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।