বাংলাদেশ

সেন্টমার্টিনকে স্থানীয় জনগণ কেন্দ্রিক পর্যটন স্পট করা হবে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা বিজওয়ানা হাসান।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে আগারগাঁওয়ের বন অধিদফতরে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা জানান।

উপদেষ্টা বলেন, সেন্টমার্টিনকে রাতারগুলের মতো স্থানীয়দের কাছে রাখলে তা ঠিক থাকবে। যদি ব্যবসায়ীদের স্বার্থ চিন্তা করতে হয় তাহলে অন্যরকম যুক্তি। কিন্তু সেন্টমার্টিনকে বাঁচাতে হলে কর্মপরিকল্পনা করতে হবে।

তিনি আরও জানান, সেন্টমার্টিন নিয়ে বর্তমান সরকার নতুন কোন কিছু করেনি। যা করা হয়েছে তা বহু পুরোনো সিদ্ধান্ত; যা এই সরকার বাস্তবায়ন করেছে। সেন্টমার্টিনে পর্যটনের নামে যা হয় তার কোন ম্যানেজমেন্ট নেই বলেও মন্তব্য করেন রিজওয়ানা হাসান।

বিগত সরকার শেখ হাসিনার সময়ের মতো অন্তবর্তী সরকারের আমলেও বিচারবর্হিভূত হত্যা সংঘটিত হতে থাকলে জাতি হতাশ হবে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।

শনিবার (১ ফেব্রুয়ারি) সকালে নয়াপল্টনে বাংলাদেশের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির পরিচিতি সভায় ‘কুমিল্লায় সম্প্রতি যুবদল কর্মীকে হত্যা’র প্রসঙ্গে এমন মন্তব্য করেন তিনি।

এ সময় প্রতিটি মন্ত্রণালয়ে যদি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটা করে কমিটি দেয় তাহলে রাষ্ট্রের কাঠামো এলোমেলো হয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি। ধারণা করেন, তাহলে ব্যবসায়ীরা ছাত্রদের পেছনে টাকা নিয়ে ঘুরতে থাকবে বলেও।

ভারত শেখ হাসিনার পতন মানতে পারছে না জানিয়ে রিজভী বলেন, এখনও নানা ষড়যন্ত্রের মাধ্যমে অপপ্রচার চালাচ্ছে দেশটি। সকল ষড়যন্ত্র রুখে দিতে দেশের মানুষকে একতাবদ্ধ থাকার আহ্বানও জানান তিনি।

প্রতিবাদ, প্রতিরোধ ও বঞ্চনার মিশেলে যাদের রাজনীতি আবর্তিত হয়েছে, তাদের প্রাপ্তির খাতা অনেকটা শূন্য থাকাই যেন নিয়তি। নানা বলয় ও অনিয়মের রাজনীতির কারণে বঞ্চিত বিএনপি নেতাকর্মীর সংখ্যা কম নয়।

বঞ্চিতদের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের পতনের পর দলে অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের সংখ্যা বাড়ছে। দলের সবস্তরে এদের বিরুদ্ধে একাট্টাও হতে চান তারা।

দলটির একজন কর্মী বলেন, বিগত সময়ে অনেকে আওয়ামী লীগের সাথে ব্যবসা-বাণিজ্য করে গা বাঁচিয়ে চলেছেন। বিভিন্ন অযুহাত দেখিয়ে কর্মসূচিতে আসেননি। তাদেরকে যাতে কমিটিতে রাখা না হয়।

বিএনপির ৮২টি সাংগঠনিক জেলার কোথাও দুই সদস্যের কমিটি রয়েছে, আবার কোথাও নেই। এছাড়া কোনো কোনো জায়গায় বির্তকিতরা পদে রয়েছেন। থানা, পৌরসভা ও ইউনিয়ন কমিটির অবস্থা এর চেয়ে জীর্ণ।

এমন বাস্তবতায় দল পুনর্গঠনে ইউনিট ভিত্তিক কাউন্সিল শুরু করেছে বিএনপি। বির্তকিতদের পদ পাওয়া ঠেকাতে ১০ সাংগঠনিক বিভাগের জন্য আলাদা কমিটি করা হয়েছে। পাশাপাশি চলতি বছরেই জাতীয় কাউন্সিলও করতে চায় দলটি। দলটির শীর্ষ নেতারা জানিয়েছেন, গত ১৫ বছর নানাভাবে অবদান রাখা নেতারা কাউন্সিলে গুরুত্ব পাবেন।

এ বিষয়ে বিএনপির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়েদুল আলম বাবুল বলেন, এ বছরের মধ্যেই জাতীয় কাউন্সিল করার চিন্তা রয়েছে হাইকমান্ডের। এ লক্ষ্যে আগামী দুই মাসের মধ্যে মেয়াদউত্তীর্ণ কমিটিগুলো গঠনের নির্দেশ দেয়া হয়েছে।

এদিকে, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী তিন বছর পরপর নিবন্ধিত রাজনৈতিক দলের কাউন্সিল করার বিধান রয়েছে। কিন্তু বিএনপির সবশেষ জাতীয় কাউন্সিল ২০১৬ সালে হয়েছে। যদিও এই সময়ে গঠনতন্ত্রের ক্ষমতাবলে দলে একাধিক পদে রদবদল করেছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপরও দলটির স্থায়ী কমিসহ ও নির্বাহী কমিটির ১২০টি পদ শূন্য রয়েছে।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিগত সময়ে আমাদের টিকে থাকার সংগ্রাম ছিল। দেশে কোনো গণতান্ত্রিক পরিবেশ ছিল না। বর্তমানে সেই পরিস্থিতি নেই। এরইমধ্যে দল পুনর্গঠনে কাজ শুরু হয়েছে। ইউনিট ভিত্তিক কাউন্সিলের মাধ্যমে নতুন কমিটি দেয়া হচ্ছে। এই কার্যক্রম শেষ হলে জাতীয় কাউন্সিল হবে।

অপরদিকে, তারেক রহমান দেশে ফিরে দলের সপ্তম জাতীয় কাউন্সিলে সভাপতিত্ব করবেন বলে আলোচনা আছে। আগামী জুলাই কিংবা আগস্ট মাসে এই কাউন্সিল হতে পারে। তবে শেষপর্যন্ত দলটির কাউন্সিল অনুষ্ঠিত হলেও তাতে বড় কোনো চমক থাকবে না। কারণ আগামী নির্বাচনকে সামনে রেখে নেতৃত্ব নিয়ে কোনো ঝুঁকি নিতে চায়না দলটির হাইকমান্ড।

রাজধানীর মাছ বাজারে বেড়েই চলেছে অস্বস্তি। চড়া দামে বিক্রি হচ্ছে ইলিশ ও চিংড়ি। সপ্তাহের ব্যবধানে বিভিন্ন জাতের মাছের দাম বেড়েছে অন্তত ৫০ টাকা। এজন্য যোগান সংকট ও পরিবহন খরচকে দুষছেন বিক্রেতারা। ভোজ্যতেলে সিন্ডিকেটের দাপট কমেনি। চলছে, দাম বাড়ানোর পায়তারা। কমিয়ে দেয়া হয়েছে সয়াবিন তেলের সরবরাহ। সরবরাহ ভালো থাকায় দাম কমেছে প্রতিটি শীতকালীন সবজির।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর বেশকিছু বাজার ঘুরে দেখা গেছে এমন তথ্য।

চড়াভাব কাটেনি পোল্ট্রি বাজারে। এক কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২১০ টাকায়। আর সোনালির জন্য গুণতে হবে ৩৪০ টাকা।

বেশ কিছুদিন স্থিতিশীল থাকার পর, এবার দামের আচ লেগেছে মাছের বাজারে। সপ্তাহের ব্যবধানে সব জাতের মাছ কেজিতে ৪০ থেকে ৫০ টাকা পর্যন্ত দাম বেড়েছে। অস্বাভাবিক বেশি দামে বিক্রি হচ্ছে ইলিশ ও চিংড়ি। এক কেজি আকারের ইলিশের জন্য গুণতে হবে আড়াই হাজার টাকা্ ১২শ’ থেকে ১৫শ’ টাকার নীচে মিলছে গলদা ও বাগদা চিংড়ি। এমনকি চাষের রুই-কাতলার জন্যও দিতে হচ্ছে ৪শ’ থেকে সাড়ে ৪শ’ টাকা। দাম বৃদ্ধির জন্য হঠাত করে মাছের যোগান কমে যাওয়া এবং অতিরিক্ত পরিবহন খরচকে দুষছেন বিক্রেতারা।

সব ধরনের আলুর দাম কমেছে। একইসঙ্গে কমেছে চায়না আদার দামও। মান ও আকারভেদে প্রতি কেজি নতুন দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে ৫০-৫৫ টাকায়। এর মধ্যে ছোট আকারের পেঁয়াজ ৫০ টাকা এবং বড় আকারের পেঁয়াজ ৫৫ টাকায় বিক্রি হচ্ছে। প্রতি কেজি নতুন সাদা আলু বিক্রি হচ্ছে ২৫ টাকা, নতুন লাল আলু ২৫ টাকায়। নতুন বগুড়ার আলু ৩০-৩৫ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। আজ দেশি রসুন ২৪০ টাকা, চায়না রসুন ২২০-২৩০ টাকা, চায়না আদা ২০০-২২০ টাকা, নতুন ভারতীয় আদা ১২০ দরে বিক্রি হচ্ছে।

শীতকালীন শাকসবজিতে ভরপুর বাজার। পর্যাপ্ত সরবরাহ থাকায় রাজধানীতে এখন অনেকটাই স্থিতিশীল এই বাজার। বেশিরভাগ সবজি মিলছে ৩০ থেকে ৪০ টাকা কেজিতে। প্রতি কেজি করলা, বরবটি, চিচিঙ্গা, ঢেড়স, পটলের জন্য দিতে হবে ৮০ থেকে ১২০ টাকা পর্যন্ত।

ভোজ্যতেলের সংকট তৈরি হয়েছে মুদি দোকানে। সয়াবিন তেলের পর্যাপ্ত সরবরাহ নেই। সিন্ডিকেট করে সংকট তৈরি করা হচ্ছে-এমন অভিযোগ খুচরা বিক্রেতাদের।

৭৫০ টাকা কেজিতে অপরিবর্তিত আছে গরুর মাংসের বাজার। কেজিতে ৫০ টাকা বৃদ্ধি পেয়ে খাসীর মাংস মিলছে ১১শ’ ৫০ টাকায়।

পবিত্র ওমরাহ পালনের উদ্দেশে সৌদি আরব যাওয়ার পথে বিমানে শ্বাসকষ্টের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়লে বিএনপি নেতা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরকে দুবাইয়ের একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় এমিরেটাস এয়ারলাইন্সের বিমানে বড় ছেলে লাবিব ইবনে জামানকে সঙ্গে নিয়ে বাবর মদিনার উদ্দেশে রওনা হন। কিন্তু ফ্লাইটে হঠাৎ প্রচণ্ড শ্বাসকষ্ট শুরু হয়ে অসুস্থ হয়ে পড়লে দুবাইতে অবতরণের পরে দ্রুত বিমান বন্দরের কাছে একটি ক্লিনিকে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা পরীক্ষা-নিরীক্ষা করে তাকে হাপাতালে ভর্তির পরামর্শ দেন।

সাবেক এই স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী এখন অনেকটাই ভালো আছেন। আজই তিনি ওমরার উদেশে মক্কা যাবেন। উনার সাথে রয়েছেন দুই ছেলে। লাবিব ইবনে জামান ও আহনাফ ইবনে জামান। বাবরের স্ত্রী তাহমিনা জামান ভালোভাবে ইতোমধ্যেঅ মক্কায় পৌঁছেছেন।

আওয়ামী লীগ সরকারের সময় চট্টগ্রামে খাল খননের নামে অনিয়ম, দুর্নীতি এবং বিপুল অর্থ লুটপাট হয়েছে বলে মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান। বলেন, চলতি বছর নগরীর ২১ টি খাল পরিষ্কারের জন্য ১০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে সরকার।

শুক্রবার (৩১ জানুয়ারি) সকালে নগরীর বারইপাড়া ও সুন্নিয়া খাল পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি। আদিলুর রহমান জানান, এর আগে জলাবদ্ধতা নিরসনে খাল খননের যে কাজগুলো হয়েছে তা হয়নি।

আগামী বর্ষায় জলাবদ্ধতা থেকে নগরবাসী মুক্তি পাবে কি না এমন প্রশ্নে চট্টগ্রাম সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, অন্যান্য বছরের মতো পানি উঠবে না তবে জলাবদ্ধতা হবে। বিগত বছরে নগরীর ৩ সেবা সংস্থা সিডিএ, সিটি করপোরেশন ও পানি উন্নয়ন বোর্ডের সমন্বয়হীনতার কারণে প্রতিবছর নগরবাসীকে জলাবদ্ধতার কবলে পড়তে হয়েছে। তবে আগামী দিনে জলাবদ্ধতা নিরসনে সেবা সংস্থাগুলো সমন্বয় করে কাজ করবে বলে জানান তিনি।

উল্লেখ্য, জলাবদ্ধতা নিরসনে চার প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৩৪৯ কোটি টাকা। ইতোমধ্যে খরচ হয়েছে ৮ হাজার ৩১২ কোটি টাকা।

বিগত সময়ে জামায়াতে ইসলামীর ঘাড়ে জুলুমের পর্বত চাপিয়ে দেয়া হয়েছিল বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান।

শুক্রবার (৩১ জানুয়ারি) রাজধানীর বড় মগবাজারে সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্বরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন তিনি।

এসময় ডা. শফিকুর বলেন, জাতির এ ঘটনা থেকে শিক্ষা নেয়া উচিত। কেউ যেন একই পথে ভবিষ্যতে পা না বাড়ায়। হটকারিতা ও ফ্যাসিবাদ কারও জন্য কল্যাণকর নয় বলেও মন্তব্য করেন তিনি।

দুঃখ প্রকাশ করে বলেন, পরিস্থিতি এমন ছিলো যে, অনেকে নিজের মা-বাবার জানাজার নামাজেও অংশ নিতে পারেননি। সাবেক মহিলা এমপি হাফেজা আসমা খাতুনের স্বরণ করে বলেন, তিনি একজন ভালো নারী ছিলেন এবং পুরুষদের থেকেও ভালো সংগঠক হিসেবে দায়িত্ব পালন করেছেন। পরে তার জন্য মোনাজাত করা হয়।

ঘোষিত তিন কর্মদিবস অতিক্রান্ত হলেও স্থগিত হওয়া ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ ঘোষণা করতে পারেনি একাডেমি। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সন্ধ্যায় নির্বাহী কমিটির বৈঠক হওয়ার কথা থাকলেও তা অনুষ্ঠিত হয়নি বলে জানা গেছে। এছাড়াও, পুরস্কার সংক্রান্ত দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেয়ার ঘোষণা দিয়েছেন জুরি বোর্ডের সদস্য মোরশেদ শফিউল হাসান।

পুরস্কারের প্রথম ঘোষিত তালিকায় যাদের নাম ছিল, তাদের মধ্যে কথাসাহিত্যিক সেলিম মোরশেদ ইতোমধ্যে পুরস্কার প্রত্যাখানের ঘোষণা দিয়েছেন।

২০১৭ সালে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার পেয়েছিলেন মোরশেদ শফিউল হাসান। এবারের পুরস্কার কমিটিতে জুরি বোর্ডের সদস্য ছিলেন তিনি। পুরস্কার নিয়ে সাম্প্রতিক নানা ঘটনার পরিপ্রেক্ষিতে এখন ‘বিব্রত’ বোধ করছেন বলে গণমাধ্যমকে জানান তিনি।

এর আগে, গত বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’-এর জন্য মনোনীত ব্যক্তিদের নাম ঘোষণা করে বাংলা একাডেমি।

পুরস্কারের জন্য মনোনীত ব্যক্তিরা হলেন– কবিতায় মাসুদ খান, কথাসাহিত্যে সেলিম মোরশেদ, নাটক ও নাট্যসাহিত্যে শুভাশিস সিনহা, প্রবন্ধ-গদ্যে সলিমুল্লাহ খান, শিশুসাহিত্যে ফারুক নওয়াজ, অনুবাদে জি এইচ হাবীব, গবেষণায় মুহম্মদ শাহজাহান মিয়া, বিজ্ঞানে রেজাউর রহমান, মুক্তিযুদ্ধে মোহাম্মদ হাননান এবং ফোকলোরে সৈয়দ জামিল আহমেদ।

পরে পুরস্কারের তালিকায় থাকা কারও কারও সম্পর্কে ‘কিছু অভিযোগ’ আসায় শনিবার (২৫ জানুয়ারি) বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার স্থগিত করা হয়। এরপর রোববার (২৬ জানুয়ারি) দুপুরে বাংলা একাডেমির সামনে বিক্ষোভ জানায় ‘বিক্ষুব্ধ কবি-লেখক সমাজ’ ও ‘জাতীয় সাংস্কৃতিক বিপ্লব’ নামের দুটি প্লাটফর্ম। তারা বাংলা একাডেমির আমূল সংস্কার, পুরস্কার ‘কেলেঙ্কারি’তে জড়িতদের শাস্তির দাবি জানান।

এরপর স্থগিত হওয়া ‘বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২৪’ প্রত্যাখ্যানের সিদ্ধান্ত নেন কথাসাহিত্যিক সেলিম মোরশেদ। আর এখন এলো জুরি বোর্ড সদস্যের দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেয়ার খবর।

আন্দোলনকারী রানিং স্টাফদের কিছু দাবি পূরন করা হয়েছে বলে জানিয়েছেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। বলেছেন, বাকি দাবির বিষয়ে তাদের সঙ্গে যেকোন সময় আলোচনায় বসতে প্রস্তুত সরকার।

রানিং স্টাফদের আন্দোলনের মুখে ট্রেন চলাচল বন্ধ হওয়ার ১০ ঘণ্টা পর যাত্রীদের মুখোমুখি হন রেলপথ উপদেষ্টা। মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল দশটার দিকে কমলাপুর রেলওয়ে স্টেশনে যান উপদেষ্টা।

এ সময় উপদেষ্টার সঙ্গে ছিলেন রেল সচিব, রেলওয়ে ঢাকা বিভাগীয় ব্যবস্থাপক, বিআরটিসি চেয়ারম্যানসহ আরও বেশ কয়েকজন কর্মকর্তা। ট্রেন সার্ভিস বন্ধ থাকায় স্টেশনে উপদেষ্টাকে পেয়ে ক্ষোভ ঝাড়েন যাত্রীরা। উপদেষ্টা আশ্বস্ত করেন দ্রুত এই সমস্যা সমাধান হবে।

প্রসঙ্গত, পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী রাত ১২টা থেকে কর্মবিরতি পালন করছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফ (গার্ড, লোকোমাস্টার, সহকারী লোকোমাস্টার, সাব লোকোমাস্টার, টিটিই) কর্মচারী ইউনিয়ন। এতে সারাদেশে রেল চলাচল বন্ধ রয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট-পাটকেল নিক্ষেপ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। সোমবার (২৭ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে উপজেলার তারালী মোড়ে এ ঘটনা ঘটে। সংঘর্ষের সময় বেশ কয়েকটি মোটরসাইকেল ভাংচুর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কালিগঞ্জ উপজেলার তারালী ও চম্পাফুল ইউনিয়ন বিএনপির নতুন ঘোষিত কমিটির আনন্দ মিছিল শেষে সমাবেশ চলছিল বিএনপি নেতা শেখ এবাদুল ইসলামের নেতৃত্বে। অন্যদিকে, পদবঞ্চিত বিএনপি নেতা শেখ নুরুজ্জামান, জাহাঙ্গীর আলম, খোকন মেম্বর, আব্দুল আজিজ ও বাবু গ্রুপ তারালী মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে। তারা ডাকবাংলো মোড় ঘুরে পুনরায় তারালী মোড়ে ফিরে আসে। শেখ এবাদুল ইসলাম গ্রুপের সমাবেশস্থলে পৌঁছানোর পর ‘ভুয়া ভুয়া’ স্লোগান দিয়ে ইট-পাটকেল নিক্ষেপ শুরু করে।

এ ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়লে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুটি গ্রুপ। এ সময় বাবু গ্রুপের নেতাকর্মীরা বেশ কিছু মোটরসাইকেল ভাঙচুর করে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা অনুজা মন্ডল বলেন, বর্তমানে পরিস্থিতি আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তারালী মোড় এলাকায় ১৪৪ ধারা বলবৎ থাকবে। কোনো সভা বা সমাবেশ করার অনুমতি থাকবে না বলে জানান তিনি।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।