বিশ্ব

যুক্তরাষ্ট্রের এবারের জাতীয় নির্বাচনে বিভিন্ন আসন থেকে বাংলাদেশি বংশোদ্ভূত পাঁচ জনপ্রতিনিধি নির্বাচিত হয়েছেন। এরমধ্যে জর্জিয়ায় চতুর্থবারের মতো সিনেটর হয়েছেন শেখ রহমান। সেখানে প্রথম মুসলিম নারী হিসেবে সিনেটর হয়েছেন নাবিলা ইসলাম। অন্যদিকে কানেকটিকাটে ৫০ বছরের মধ্যে সর্বোচ্চ ভোট পেয়েছেন মাসুদুর রহমান। আর নিউজার্সি এবং নিউ হ্যাম্পশায়ার থেকে জয় পেয়েছেন নুরুন নবী ও আবুল বি খান।

এরমধ্যে জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৫ থেকে চতুর্থবারের মতো বিপুল ভোটে নির্বাচিত হয়েছেন শেখ রহমান।

ছবি: শেখ রহমান।

বাংলাদেশি বংশোদ্ভূত শেখ রহমান জর্জিয়ায় প্রথম মুসলিম ও এশিয়ান সিনেটর। তিনি রিপাবলিকান দলের প্রার্থী লিসা বাডেজের চেয়ে দ্বিগুণ ভোট পেয়েছেন। তিনি দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

এছাড়া, জর্জিয়া অঙ্গরাজ্যের স্টেট সিনেট ডিস্ট্রিক্ট-৭ থেকে প্রথম মুসলিম নারী হিসেবে সিনেটর নির্বাচিত হয়েছেন নাবিলা ইসলাম পার্কেস। তিনি ৪৬ হাজার ২৩১ ভোট পেয়েছেন। পরাজিত রিপাবলিকান গ্রেগরি হাওয়ার্ড পেয়েছেন ৩৭ হাজার ৮৬৭ ভোট।

ছবি: নাবিলা পার্কেস।

২৭ বছর বয়সী নাবিলা পার্কেস দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন।

একুশে পদকপ্রাপ্ত লেখক ও বীর মুক্তিযোদ্ধা নূরুন নবী নিউজার্সি অঙ্গরাজ্যের প্লেইন্সবরো টাউনশিপ থেকে পঞ্চমবারের মতো কাউন্সিলম্যান নির্বাচিত হয়েছেন।

ছবি: নূরুন নবী।

এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন তিনি।

অন্যদিকে, কানেকটিকা অঙ্গরাজ্যের ডিস্ট্রিক্ট-৪–এ দ্বিতীয়বারের মতো স্টেট সিনেটর হিসেবে নির্বাচিত হয়েছেন মাসুদুর রহমান। তিনি দুই বছরের জন্য এ দায়িত্ব পেয়েছেন। ৩৩ হাজারের বেশি ভোট পেয়ে গত ৫০ বছরে সর্বোচ্চ ভোট পাওয়ার রেকর্ড গড়েছেন তিনি।

ছবি: মাসুদুর রহমান।

তার কাছে পরাজিত রিপাবলিকান স্টিভেন কিং পেয়েছেন ১৮ হাজার ভোট। এ অঙ্গরাজ্যের ৩৬ জন সিনেটরের মধ্যে তিনি প্রথম বাংলাদেশি আমেরিকান। মাসুদুর রহমানের বাড়ি চাঁদপুর জেলার হাজীগঞ্জ উপজেলায়। তিনি ২৭ বছর আগে যুক্তরাষ্ট্রে এসেছেন।

এছাড়াও রেকর্ড ষষ্ঠবারের মতো যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনে নিউ হ্যাম্পশায়ার অঙ্গরাজ্যের আইনসভার সদস্য নির্বাচিত হয়েছেন রিপাবলিকান প্রার্থী আবুল বি খান। এ নিয়ে ছয়বার আইনসভার সদস্য নির্বাচিত হলেন তিনি।

ছবি: আবুল বি খান।

রকিংহাম ডিস্ট্রিক্ট-৩০-এ রিপাবলিকান পার্টির হয়ে প্রতিবারের মতো এবারও সর্বোচ্চ ভোট পেয়ে দুই বছরের জন্য নির্বাচিত হয়েছেন আবুল খান। তিনি পেয়েছেন ২ হাজার ৯৩৯ ভোট। পরাজিত ডেমোক্র্যাট প্রার্থী বব অল ব্রাইট পেয়েছেন ১ হাজার ৭২৬ ভোট।

যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্পের সঙ্গে আলোচনায় বসার জন্য প্রস্তুত বলেও জানিয়েছেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার (৭ নভেম্বর) রাশিয়ার সোচি শহরের একটি সমাবেশে বক্তৃতার সময় প্রথমবারের মতো প্রকাশ্যে ট্রাম্পকে অভিনন্দন জানান তিনি।

গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় নির্বাচনী সমাবেশে ডোনাল্ড ট্রাম্পের ওপর হামলা হয়। এসময় তিনি আহত হন। ওই ঘটনায় ট্রাম্পের প্রশংসা করে তাকে ‘সত্যিকারের পুরুষ’ বলে অভিহিত করেন পুতিন। তিনি বলেন, গুলিবিদ্ধ হওয়ার পরও যেভাবে উঠে দাঁড়িয়ে মুষ্টিবদ্ধ হাত উঁচিয়ে ধরেন তিনি, তাতে মুগ্ধ হয়েছি আমি। সাহসিকতার সঙ্গে একজন পুরুষের মতো পরিস্থিতি সামাল দিয়েছেন ট্রাম্প। এই সুযোগে আমি তাকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানাই।

এসময় উঠে আসে ইউক্রেন যুদ্ধের কথাও। রুশ প্রেসিডেন্ট বলেন, যুদ্ধ বন্ধ করতে পারবেন বলে যে দাবি করছেন ট্রাম্প, সামান্য হলেও মনোযোগ দেয়া উচিত সেদিকে। শিগগিরই ফোনালাপ হবে দুই নেতার মধ্যে, সে কথাও জানিয়েছেন ডোনাল্ড ট্রাম্প।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে জয়ের একদম দ্বারপ্রান্তে রিপাবলিকান দলের প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। আর মাত্র তিনটি ইলেক্টোরাল ভোট পেলেই আগামী চার বছরের জন্য হোয়াইট হাউসের অধিপতি হবেন তিনি। তবে ফলাফল ঘোষণার আগেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে নিজেকে বিজয়ী ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম সিএনএন নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এই জয়কে রাজনৈতিক বিজয় ঘোষণা করে তিনি যুক্তরাষ্ট্রকে সোনালি যুগে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন। ফ্লোরিডায় নিজের প্রচারাভিযানের সদরদফতরে উল্লাসরত সমর্থকদের উদ্দেশে দেয়া ভাষণে ট্রাম্প এই প্রত্যয় ব্যক্ত করেন।

তিনি বলেন, আমেরিকা আমাদের একটি অভূতপূর্ব ও শক্তিশালী ম্যান্ডেট দিয়েছে। এটি আমেরিকান জনগণের জন্য একটি দুর্দান্ত বিজয়, যা আমাদের আমেরিকাকে আবার মহান করার সুযোগ দেবে।

এই জয়কে রাজনৈতিক জয় অ্যাখ্যা দিয়ে তিনি জানান, জনগণ এই দিনটি আবার ফিরে দেখবে। নিজেদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ দিনের মধ্যে একটি হিসেবে বিবেচনা করবেন।

ইরানে নারীদের জন্য কড়াকড়ি পোশাকবিধি রয়েছে। দেশটিতে নারীদের হিজাব পরা বাধ্যতামূলক। তবে এই বাধ্যবাধকতার বিরুদ্ধে একটি অভিনব প্রতিবাদ জানিয়েছেন এক তরুণী। শুধু অন্তর্বাস পরে হাঁটলেন রাস্তায়। উদ্দেশ্য, পোশাকবিধির বিরুদ্ধে প্রতিবাদ। এক প্রতিবেদনে ফ্রান্স ২৪ নিউজ এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, পোশাকবিধির প্রতিবাদ জানিয়ে ইরানের একটি বিশ্ববিদ্যালয়ে শরীরের পোশাক খুলে শুধু অন্তর্বাস পরে হেঁটেছেন ওই তরুণী।

সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করা ওই ভিডিওতে দেখা গেছে, ইরানের ইসলামিক আজাদ বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তারক্ষীরা শুধু অন্তর্বাস পরা অবস্থায় অজ্ঞাতপরিচয় এক নারীকে আটক করেছেন। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র আমির মাহজব এক্স মাধ্যমে বলেছেন, ওই নারী গুরুতর মানসিক চাপের মধ্যে ছিলেন এবং তিনি মানসিক ব্যাধিতে ভুগছেন।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীরা মত দিয়েছেন, ওই নারী জেনে-বুঝেই সজ্ঞানে ওই পদক্ষেপ নিয়েছেন। কড়াকড়ি পোশাকবিধির বিরুদ্ধে এটি ছিল তার একটি অভিনব প্রতিবাদ।

লেবাননের সশস্ত্র সংগঠন হিজবুল্লাহর নতুন প্রধান হয়েছেন নাইম কাশেম। আজ মঙ্গলবার (২৯ অক্টোবর) এক বিবৃতিতে উপপ্রধান কাশেমকে নতুন নেতা হিসেবে ঘোষণা করেছে সংগঠনটি। খবর বার্তা সংস্থা রয়টার্সের।

গত মাসে বৈরুতের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহ প্রধান হাসান নাসরাল্লাহ নিহত হন। তার জায়গায় নিযুক্ত হলো ১৯৯১ সাল থেকে হিজবুল্লাহ’র উপপ্রধানের দায়িত্ব পালন করা এই নেতা।

বিবৃতিতে হিজবুল্লাহ জানায়, সুরা কাউন্সিলের সিদ্ধান্তে নাইম কাশেমকে দেয়া হয়েছে এই দায়িত্ব। হিজবুল্লাহ প্রতিষ্ঠায় কাশেমের যথেষ্ট ভূমিকা রয়েছে। দখলদারদের বিরুদ্ধে তারও রয়েছে অবিচল অবস্থান।

প্রসঙ্গত, নাসরাল্লাহ নিহত হওয়ার পর সম্ভাব্য উত্তরসূরি হিসেবে হিজবুল্লাহর নির্বাহী কাউন্সিল প্রধান হাশেম সাফিএদ্দিনের নাম বিবেচনায় ছিল। তবে নাসরাল্লাহর পর তিনিও ইসরায়েলি হামলায় বৈরুতের দক্ষিণ শহরতলিতে নিহত হন।

নাইম কাশেমের জন্ম ১৯৫৩ সালে। ২০০৬ সালে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর পর নাসরাল্লাহসহ হিজবুল্লাহর বেশিরভাগ জ্যেষ্ঠ নেতা প্রকাশ্যে আসা বন্ধ করলেও নিয়মিত জনসম্মুখে আসেন নাইম। নাসরাল্লাহ নিহত হওয়ার পরও তিনবার জনসম্মুখে এসে বক্তব্য দিয়েছেন তিনি।

ইরানে চালানো ইসরায়েলি বিমান হামলার সাথে যুক্তরাষ্ট্র জড়িত নয় বলে জানিয়েছে মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন। তবে ইরানে ইসারায়েলের হামলাকে আত্মরক্ষার অংশ হিসেবে দেখছে হোয়াইট হাউজ।

দেশটির জাতীয় নিরা পত্তা কাউন্সিলের মুখপাত্র সেন সাভেট এক বিবৃতিতে বলেন, আত্মরক্ষার জন্য ইরানের বিভিন্ন সামরিক স্থাপনায় সুনির্দিষ্টভাবে হামলা চালাচ্ছে ইসরায়েল। এটি ১ অক্টোবর ইরানের হামলার জবাব।

প্রায় এক মাস আগে, ইসরায়েলের ওপর প্রায় ২০০টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের পর থেকে ইরানের ওপর ইসরায়েলের হামলা প্রত্যাশিত ছিলো। অবশেষে, সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ইরানে হামলা চালিয়েছে ইসরায়েল।

উল্লেখ্য, শনিবার (২৫ অক্টোবর) স্থানীয় সময় ভোর সাড়ে ৫টায় রাজধানী তেহরানে শক্তিশালী কয়েকটি বিস্ফোরণের শব্দ শোনা গেছে। ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে, ইরানে ‘সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে’ হামলা চালাচ্ছে তারা। 

হিজবুল্লাহ যোদ্ধাদের সাথে সংঘর্ষে আরও পাঁচ ইসরায়েলি সেনার প্রাণ গেছে। বুধবার দক্ষিণ লেবাননে হিজবুল্লাহ বিরোধী অভিযানে নিহত হন তারা। আহত হন নেতানিয়াহু বাহিনীর আরও ১১ সদস্য। খবর দ্য নিউইয়র্ক টাইমসের।

বৃহস্পতিবার (২৪ অক্টোবর) এক বিবৃতিতে বিষয়টি জানায় ইসরায়েলি প্রতিরক্ষা বিভাগ– আইডিএফ।

বিবৃতিতে নিহত ওই চার সেনাসদস্যের পরিচয় প্রকাশ করা হয়। তবে, তাদের মৃত্যুর বিষয়ে বিস্তারিত কিছুই জানায়নি তেলআবিব।

দক্ষিণ লেবাননে স্থল অভিযান শুরুর পর হিজবুল্লাহ যোদ্ধাদের হামলায় বেশ চাপে আইডিএফ বাহিনী। সশস্ত্র গোষ্ঠীটির সাথে সম্মুখ সংঘাতে প্রাণ হারিয়েছে অন্তত ২৭ ইসরায়েলি সেনা।

অন্যদিকে, এক বিবৃতিতে ৭০ জনের বেশি ইসরায়েলি সেনাকে হত্যার দাবি করেছে হিজবুল্লাহ। তবে তাদের মৃত্যুর সময়কাল প্রকাশ করেনি গোষ্ঠীটি।

যুক্তরাজ্যের লেবার পার্টির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে হস্তক্ষেপের অভিযোগ করেছে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের প্রচারশিবির। ডেমোক্রেটিক প্রার্থী কমালা হ্যারিসের প্রচারণায় লেবার পার্টি সহায়তা করছে বলে কেন্দ্রীয় নির্বাচন কমিশনে অভিযোগও দায়ের করেছে রিপাবলিকান প্রচারশিবির।

রিপাবলিকান পার্টির দাবি, ডেমোক্রেট প্রার্থী কমালার প্রচারণায় স্বেচ্ছাসেবী হয়ে বেআইনিভাবে সহায়তা করছেন লেবার পার্টির সদস্যরা। এতে লেবার পার্টির প্রায় ১০০ সদস্য যুক্ত রয়েছেন।

যুক্তরাজ্য উপ-প্রধানমন্ত্রী অ্যাঞ্জেলা রেয়নার বলেন, সাধারণ নাগরিকরা প্রায়ই সেখানে (যুক্তরাষ্ট্রে) গিয়ে প্রচারণা চালিয়ে থাকে। এটা সব রাজনৈতিক দলের ক্ষেত্রেই হয়ে থাকে।

এ বিষয়ে লেবার পার্টির নেতা স্টিভ রিড জানান, কেউ যদি প্রচারণায় অংশ নেন তাহলে সেটি তার ব্যক্তিগত ব্যাপার। এর সাথে লেবার পার্টির কোনো সংশ্লিষ্টতা নেই। তারা কি করবে এটি তাদের ওপরই নির্ভর করবে। যুক্তরাজ্যে কিংবা যুক্তরাষ্ট্রেও সেটি আইনের পরিপন্থী নয়।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্রের নির্বাচনে বিদেশি নাগরিকরাও প্রচারণা চালাতে পারেন। তবে এক্ষেত্রে প্রচারণাকারীদের কোনও ধরনের প্রতিদান দেয়া যাবে না। তাছাড়া, দেশটির বিগত নির্বাচনে বিদেশিদের প্রচারণায় অংশ নিতে দেখা যায়। ওই নির্বাচনে যুক্তরাজ্যের কনজারভেটিভ পার্টি রিপাবলিকান পার্টির হয়ে প্রচারণা চালান।

দুর্নীতির দায়ে পেরুর সাবেক প্রেসিডেন্ট আলেহান্দ্রো তলেদোকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। ঠিকাদারি প্রতিষ্ঠান ওদেব্রেখত-সংশ্লিষ্ট মামলায় তাকে এই দণ্ড দেওয়া হয়েছে। সোমবার (২১ অক্টোবর) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় গতকাল এ রায় দেয়া হয়। ব্রাজিলের ঠিকাদারি প্রতিষ্ঠান ওদেব্রেখতের কাছ থেকে ৩৫ মিলিয়ন ডলার ঘুষ নিয়েছিলেন বলে প্রমাণিত হয়েছে। পেরুতে একটি মহাসড়ক নির্মাণের ঠিকাদারি ওদেব্রেখতকে দেওয়ার বিনিময়ে তিনি এই ঘুষ নিয়েছিলেন। এই ঘুষ গ্রহণের দায়ে তাকে ২০ বছর ৬ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। 

লাতিন আমেরিকার দেশ পেরুতে ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত ক্ষমতায় ছিলেন ৭৮ বছর বয়সী তলেদো। দীর্ঘদিন ধরে চলা এই বিচারকাজের সময় তলেদো ক্রমাগত তার বিরুদ্ধে আনা অর্থ পাচার ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। 

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবন লক্ষ্য একটি ড্রোন হামলা হয়েছে। তবে, সবশেষ খবর অনুযায়ী এই হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। শনিবার (১৯ অক্টোবর) এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, লেবাননের সশস্ত্রগোষ্ঠী হিজবুল্লাহ নেতানিয়াহুর ব্যক্তিগত বাসভবন লক্ষ্য করে এই হামলা চালায়। আইডিএফ বলেছে, স্থানীয় সময় শনিবার সকালে, ভূমধ্যসাগর উপকূলবর্তী শহর সিজারিয়ায় বিস্ফোরণের শব্দ শোনা যায়।

সৌদি আরবের সম্প্রচারমাধ্যম চ্যানেল আল-হাদাসকে উদ্ধৃত করে ইসরায়েলি গণমাধ্যমগুলো জানিয়েছে, এই ড্রোনগুলোর মধ্যে একটি ড্রোন সিজারিয়ায় নেতানিয়াহুর বাসভবন লক্ষ্য করে হামলা চালিয়েছিল।

ইসরায়েলি প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, ঘটনার সময় নেতানিয়াহু বা তার স্ত্রী ঘটনাস্থলে কাছে ছিলেন না। এছাড়া এই হামলায় কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।