সভায় উপস্থিত এক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার বলেন, বাতিল হতে যাওয়া কেন্দ্রগুলোর সম্মেলিত উৎপাদন ক্ষমতা ৩ হাজার ৬৩০ মেগাওয়াট। এর মধ্যে রেন্টাল কেন্দ্রগুলোর উৎপাদন ক্ষমতা ৯৫২ মেগাওয়াট। এ প্রকল্পগুলো দরপত্র ছাড়া এবং যাচাই-বাছাইহীনভাবে অনুমোদন করা হয়েছিল। এতে জাতীয় স্বার্থ রক্ষা হয়নি। বরং তখনকার সরকারে থাকা শীর্ষ ব্যক্তিদের এবং তাদের সিন্ডিকেটভুক্ত ব্যবসায়ীদের অনুকূলে প্রকল্পগুলো গ্রহণ করা হয়েছি। অনেকের প্রকল্প বাস্তবায়নের সক্ষমতাও ছিল না। তারা এগুলো দেখিয়ে ব্যাংক থেকে ঋণ নিয়ে খেলাপি হওয়ার চিন্তায় ছিল। অনেক প্রকল্প গ্রহণ করা হয়েছিল অযাচিতভাবে ও অন্যায্য লেনদেনের ভিত্তিতে। এমনকি নবায়নযোগ্য প্রকল্পগুলো গ্রহণেরও কথা ছিল না, দরকারও নেই। প্রয়োজন ছিল না রেন্টাল কেন্দ্রগুলোর মেয়াদ বারবার বাড়ানো। শুধু গোষ্ঠীস্বার্থ রক্ষায় আগের সরকার এটি করেছে।