ছাত্র গণঅভ্যুত্থানে অবিস্মরণীয় বিজয়কে সমুন্নত রাখতে অন্তর্বর্তীকালীন সরকারকে পূর্ণ সমর্থন ও সহযোগিতার মাধ্যমে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ার লক্ষ্যে আজ (শনিবার) সকাল ১১ টায় গণফোরাম সভাপতির কার্যালয়ে কেন্দ্রীয় কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন গণফোরাম সভাপতি মুক্তিযুদ্ধা মোস্তফা মোহসীন মন্টু। সভাপতির বক্তব্যে মোস্তফা মোহসীন মন্টু বলেন, ছাত্র জনতা মিলে যে বিজয় অর্জন করেছে তা ধরে রাখা সকলের দায়িত্ব। স্বৈরাচার শেখ হাসিনার পতন দম্ভ করা সকল জন বিচ্ছিন্ন সরকারের জন্য শিক্ষা। দীর্ঘ নিপীড়ণ নির্যাতন থেকে এদেশের মানুষ মুক্তি পেয়েছে। জনগণের বিজয় সুসংহত রাখতে গণফোরাম সর্বদা সচেষ্ট থাকবে।
মন্টু আরো বলেন, ৫২, ৬৯, ৭১ ও ৯০ এর ধারাবাহিকতা বজায় রেখে বিপ্লবী ছাত্র জনতা মানুষ শেখ হাসিনার পতন নিশ্চিত করেছে। বাংলাদেশের জনগণ কখনও বৈষম্যের সাথে আপোষ করেনি, তাই কেউ বৈষম্য সৃষ্টি করতে চাইলে পতন অনিবার্য।
সাধারণ সম্পাদক সিনিয়র অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, ইতিহাসে ৩৬ দিনের জুলাই বিপ্লব অবিস্মরণীয় হয়ে থাকবে। নতুন অধ্যায় নতুন ইতিহাস বাংলাদেশ সৃষ্টি করেছে। দেশের মানুষের জন্য আমরা গণফোরামকে নবরূপে পুনর্গঠন করে সারা বাংলাদেশে পুনর্জাগরণ করতে চাই, জনগণের শাসন জারি রাখতে চাই। ছাত্র জনতার রক্তস্নাত বিজয়ে হাসিনার বিদায়ের মাধ্যমে যে নতুন সম্ভবনা সৃষ্টি হয়েছে শক্তিশালী জাতি গঠনের সে চেষ্টা অব্যাহত রাখবে গণফোরাম।
ভয়াবহ বন্যা পরিস্থিতিতে মানুষের মাঝে ত্রাণ সহায়তা কার্যক্রম পরিচালনার জন্য গণফোরাম নির্বাহী সভাপতি জগলুল হায়দার আফ্রিকের নেতৃত্বে ত্রাণ সামগ্রী সহায়তা কমিটি গঠিত হয়। অবিলম্বে এই কমিটি বন্যা কবলিত এলাকায় পরিদর্শন করবে এবং সহায়তা করবে।
সভায় আরও উপস্থিত ছিলেন অ্যাডভোকেট মহিউদ্দীন আব্দুল কাদের, সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট হাফিজ উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক লতিফুল বারী হামিম, সাংগঠনিক সম্পাদক- মুহাম্মদ রওশন ইয়াজদানী, তথ্য ও গণমাধ্যম বিষয়ক সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, আলীনূর খান বাবুল, আলহাজ্ব মির্জা হাসান, অ্যাডভোকেট এ.কে.এম. রায়হান উদ্দিন, সাহিত্য ও সংস্কৃতি বিষয়ক সম্পাদক আব্দুল হামিদ মিয়া, আইন ও মানবাধিকার সম্পাদক অ্যাডভোকেট বিশ্বজিৎ গাঙ্গুলী, ছাত্র সম্পাদক মোঃ সানজিদ রহমান শুভ সহ কেন্দ্রীয় কমিটির সদস্যবৃন্দ।