বিশ্ব

ব্রাজিলের সাও পাওলোতে একটি বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বিমানটিতে মোট ৬১ জন আরোহী ছিলেন। শুক্রবার (৯ আগস্ট) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, দুই ইঞ্জিনসহ ও টার্বাইনযুক্ত ওই বিমানটি ব্রাজিলের পারানার ক্যাসকাভেল থেকে সাও পাওলো শহরে যাচ্ছিল। সাও পাওলোর প্রধান বিমানবন্দরে যাওয়ার পথে ভিনহেদো শহরে বিমানটি পতিত হয়। 

‘এটিআর ৭২-৫০০’ বিমানটিতে ৫৮ জন যাত্রী ছাড়াও ৪ জন ক্রু ছিলেন। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, কেউ বেঁচে নেই।

ভয়েপাস এয়ারলাইনের বিবৃতিতে বলা হয়েছে, ‘কীভাবে দুর্ঘটনাটি ঘটেছে কিংবা বিমানটিতে থাকা লোকদের শেষ পর্যন্ত কী হয়েছে সেই সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।’ 

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ফুটেজে দেখা গেছে, বিমানটি একটি আবাসিক ভবনের ওপর গিয়ে পড়েছে। পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে রয়েছে এবং স্থানীয় হাসপাতালগুলোকে সতর্ক করা হয়েছে।

ইরানে এক দিনে ২৯ জনকে ফাঁসি দেয়া হয়েছে। স্থানীয় সময় গত বুধবার তাদের ফাঁসি কার্যকর করা হয়। এক প্রতিবেদনে দেশটির সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।

নরওয়ে-ভিত্তিক ইরান হিউম্যান রাইটস অর্গানাইজেশন (এইচআরএনজিও) অনুসারে, দেশটির গেজেলহেসার কারাগারে ২৬ জন বন্দির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল। অন্যদিকে, কারাজ কেন্দ্রীয় কারাগারে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।

এইচআরএনজিওর পরিচালক মাহমুদ আমিরি-মোগাদ্দাম এক বিবৃতিতে বলেছেন, “ইসরায়েলের সাথে ইরানের উত্তেজনার বিষয়ে বৈশ্বিক মনোযোগকে কাজে লাগিয়ে ইসলামিক প্রজাতন্ত্র বন্দিদের এই ফাঁসি কার্যকর করে। “

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২৯ জনের মধ্যে ১৭ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে হত্যার অভিযোগে। যাদের মধ্যে সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে মাদক সংক্রান্ত অভিযোগে এবং তিনজনের ধর্ষণের অভিযোগে।

এইচআরএনজিও আরও জানিয়েছে যে স্থানীয় সময় বুধবার অতিরিক্ত দুই নারীর মৃত্যুদণ্ড কার্যকর করার রিপোর্ট পেয়েছিল। তবে এখনও পর্যন্ত রিপোর্টটির সত্যতা নিশ্চিত করতে পারেনি তারা।

ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য মারা গেছেন। বৃহস্পতিবার (৮ আগস্ট) সকাল সাড়ে ৮টায় কলকাতার নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। দীর্ঘদিন ধরেই গুরুতর শ্বাসকষ্টজনিত সমস্যা (সিওপিডি) তে ভুগছিলেন বুদ্ধদেব। জ্যোতি বসুর পর পশ্চিমবঙ্গে ৩৪ বছরের বামফ্রন্ট সরকারের শেষ ১১ বছর মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলেছেন এই রাজনীতিবিদ।

একাধিক ভারতীয় গণমাধ্যমসূত্রে জানা যায়, বেশ কদিন ধরেই জ্বর ছিল তার। গতকাল বাড়িতে রক্তপরীক্ষাও করা হয়। বাড়িতেই চিকিত্‍সা চলছিল তার, কারণ হাসপাতালে থাকতে পছন্দ করতেন না তিনি। বৃহস্পতিবার সকালে অক্সিজেন স্যাচুরেশন লেভেল অনেকটা কমে যায়। তারপরই কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার।

২০২২ সালের ২৫ জানুয়ারি ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক সম্মাননা পদ্মভূষণ প্রত্যাখ্যান করেন বুদ্ধদেব। দেশটির কেন্দ্রীয় সরকার তার নাম মনোনীত করলেও, এই সম্মান নিতে অস্বীকার করেন তিনি ।

১৯৭৭ সালে কাশীপুর বিধানসভা থেকে নির্বাচনে জিতে বিধায়ক হন তিনি। ১৯৮৭ সালে প্রথমবার যাদবপুর বিধানসভার প্রার্থী হন। ২৪ বছর এই আসনেরই বিধায়ক ছিলেন বুদ্ধদেব।

উল্লেখ্য, ২০০৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে ২৩৫ আসনে জিতে ক্ষমতায় ফেরা মুখ্যমন্ত্রীকে পাঁচ বছর পরই শোচনীয় পরাজয়ের মুখে পড়তে হয়। ২০১১ সালে রাজ্যে অবসান হয় ৩৪ বছরের একটানা বাম শাসনের। সেইসাথে পশ্চিমবঙ্গে শেষ হয় দীর্ঘ এক দশকের বুদ্ধদেবের বাম সরকারের মন্ত্রীসভা।

বাংলাদেশের উদ্ভূত পরিস্থিতিকে ‘অভ্যন্তরীণ বিষয়’ বলে আখ্যায়িত করেছে রাশিয়া। তবে দেশে দ্রুত সাংবিধানিক ধারা ফিরবে বলে আশা রাশিয়ার। সোমবার (৬ জুলাই) এক প্রতিবেদনে তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার শেখ হাসিনা ক্ষমতা ছেড়ে পালানোর পর এক বিবৃতিতে এ কথা বলেছে। তারা আরও বলেছে, বাংলাদেশ পরিস্থিতি এখন সেনাবাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। তারা আশা করে শিগগিরই একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।

উল্লেখ্য, কয়েক শত মানুষ হত্যার পর ছাত্রজনতার বিক্ষোভের মুখে সোমবার দেশ ছেড়ে পালিয়ে গেছেন শেখ হাসিনা। এরপর জাতির উদ্দেশে ভাষণ দিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ জামান।

তিনি নিশ্চিত করেছেন যে, পদত্যাগ করেছেন শেখ হাসিনা। ১৭ কোটি মানুষের এই দেশ পরিচালনার জন্য একটি অন্তর্বর্তী সরকার গঠন করা হবে।

এরপরই রাশিয়া ওই বিবৃতি দিয়েছে। তাতে বলেছে, বাংলাদেশে সরকারের পরিবর্তন তাদের অভ্যন্তরীণ বিষয়। এই নীতির ওপর কাজ করে মস্কো। দেশটিতে যত দ্রুত সম্ভব সাংবিধানিক ধারা ফেরা প্রত্যাশা করে রাশিয়া।

জুলাই থেকে বিক্ষোভ চলাকালে শত শত মানুষ নিহত ও আহত হয়, যা প্রথমে সরকারি চাকরিতে কোটা বিলুপ্তির আহ্বান জানিয়েছিল এবং পরে শেখ হাসিনার পদত্যাগের মধ্য দিয়ে শেষ হয়। তিনি দীর্ঘ ১৫ বছর ধরে ক্ষমতায় ছিলেন।

ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রধান নির্বাচিত হলেন ইয়াহিয়া সিনওয়ার। কাতারের দোহায় সংগঠনের সদস্যদের টানা দু’দিন আলোচনার পর নেয়া হয় সিদ্ধান্ত। মঙ্গলবার (৬ আগস্ট) এক প্রতিবেদনে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, হামাসের সুরা কাউন্সিলের বৈঠকে প্রস্তাব করা হয় ইয়াহিয়া সিনাওয়ার ও মোহাম্মেদ হাসান দারউইশের নাম। বেনামী ভোটাভুটির পর সংগঠনের রাজনৈতিক শাখার নেতৃত্ব দেয়া হয় ৬১ বছর বয়সী সিনওয়ারকে।

এর আগে, ২০১৭ সাল থেকে গাজা উপত্যকায় কার্যক্রম পরিচালনার দায়িত্বে ছিলেন তিনি। প্রয়াত নেতা ইসমাইল হানিয়ার তুলনায় অনেক কট্টর বলে মনে করা হয় সিনাওয়ারকে। ইসরায়েলের মোস্ট ওয়ান্টেড তালিকার শীর্ষে তিনি। যুক্তরাষ্ট্রেও সন্ত্রাসী হিসেবে তালিকাভুক্ত।

ইসরায়েলে গত ৭ অক্টোবরের হামলা পরিকল্পনার মাস্টারমাইন্ড মনে করা হয় তাকে। ওই ঘটনার পর আর প্রকাশ্যে দেখা যায়নি সিনাওয়ারকে। উল্লেখ্য, এক সপ্তাহ আগে তেহরানে গুপ্তহত্যার শিকার হন হামাস নেতা ইসমাইল হানিয়া।

ইসরায়েলে ইরান ও হিজবুল্লাহর হামলা খুব নিকটে বলে সতর্কবার্তা দিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এক প্রতিবেদনে মার্কিন গণমাধ্যম সিএনএন এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইরানে ইসরায়েলি হামলায় হামাস নেতা ইসমাইল হানিয়া নিহতের পর মধ্যপ্রাচ্যে নতুন যুদ্ধের আশঙ্কার মধ্যেই ওয়াশিংটনের এমন আশঙ্কার কথা জানান মার্কিন পররাষ্ট্রমন্ত্রী।

ওয়াল স্ট্রিট জার্নাল জানিয়েছে, আরব বিশ্ব ও মার্কিন কর্মকর্তারা ইরানকে বোঝানোর চেষ্টা করেছিল, তারা যেন ইসরায়েলে হামলা না চালায়। কিন্তু জবাবে ইরান ও হিজবুল্লাহ সাফ জানিয়ে দিয়েছে, নেতাদের হামলার শোধ নিতে তারা হামলা চালাবেই। এতে করে মধ্যপ্রাচ্যে যুদ্ধ বাধার শঙ্কার বিষয়টি বিবেচনায় নেওয়ার কোনো সুযোগ নেই। 

উল্লেখ্য, গত বুধবার ইরানের রাজধানী তেহরানে গুপ্তহত্যার শিকার হন ইসমাইল হানিয়া। অন্যদিকে লেবাননের রাজধানী বৈরুতে ইসরায়েলি ক্ষেপণাস্ত্র হামলায় নিহত হিজবুল্লাহ কমান্ডার শুখর। 

ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচনে বিরোধী প্রার্থী এডমান্ডো গঞ্জালেজের দল জয়ী হয়েছেন বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন। এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, এডমান্ডো গঞ্জালেজকে সর্বাধিক ভোটে বিজয়ী হিসেবে মন্তব্য করেছেন ব্লিঙ্কেন। তবে মার্কিন এই মন্তব্যকে প্রত্যাখ্যান করেছেন মাদুরো।

এক বিতর্কিত নির্বাচনী ফলাফলের মাধ্যমে নিকোলাস মাদুরো টানা তৃতীয়বারের মতো ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন। তার বিরুদ্ধে অভিযোগ হচ্ছে তিনি অবৈধভাবে দেশটির প্রশাসনকে ব্যবহার ক্ষমতা কুক্ষিগত করেছেন।

এছাড়া এবারের নির্বাচন অবাধ সুষ্ঠু হয়নি বলেও অভিযোগ তুলেছে বিরোধী পক্ষ। নির্বাচন কমিশন মাদুরোকে জয়ী হিসেবে ঘোষণা করার পরপরই সারা দেশে বিক্ষোভ করেন বিরোধী সহ সেখানের জনগণ। এত বেশ কয়েকটি হতাহতের ঘটনাও ঘটেছে।

মৃত্যুর আগে এই ভবনেই অবস্থান করছিলেন হামাস প্রধান ইসমাইল হানিয়া। বিস্ফোরণে দেহরক্ষীসহ মৃত্যু হয় তার। কীভাবে মারা গেলেন হামাস প্রধান, তা নিয়ে এখনও অস্পষ্টতা রয়ে গেছে। ইরান ও হামাসের দাবি, ক্ষেপণাস্ত্রের আঘাতেই মৃত্যু হয়েছে তার।

তবে বৃহস্পতিবার (১ আগস্ট) এক প্রতিবেদন প্রকাশ করে আন্তর্জাতিক গণমাধ্যম নিউইয়র্ক টাইমস। অনুসন্ধানী এই প্রতিবেদনে বলা হয়, ক্ষেপণাস্ত্র নয় বোমার বিস্ফোরণে মৃত্যু হয়েছে হানিয়ার। মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের অন্তত ৭ কর্মকর্তার বরাত দিয়ে ওই প্রতিবেদন তৈরি করা হয়।

এতে বলা হয়, নেশাত নামের যে ভবনটিতে ছিলেন হানিয়া, সেটি বিপ্লবী গার্ড বাহিনী দ্বারা সুরক্ষিত ছিলো। তবে প্রায় ২ মাস আগেই ভবনটিতে পেতে রাখা হয় বোমা। ইসমাইল হানিয়া ভবনটিতে অবস্থান করার সংবাদ নিশ্চিত হওয়ার পরই রিমোট কন্ট্রোলের মাধ্যমে এর বিস্ফোরণ ঘটানো হয়।

এমন প্রতিবেদন প্রকাশের পর খুব স্বাভাবিকভাবেই আলোচনায় ইরানের অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থা। বিপ্লবী গার্ড বাহিনীর অধীনে থাকা সুরক্ষিত ভবনে এ ধরনের হামলার পর প্রশ্ন উঠেছে দেশটিতে ইসরায়েল কিংবা মার্কিন গুপ্তচরদের অবস্থান নিয়ে।

যদিও ইরানের অভ্যন্তরে ইসরায়েলসহ দেশটির শত্রু রাষ্ট্রের হামলার ঘটনা নতুন নয়। গেল এক দশকে, দেশটির অন্তত ৫ জন পরমাণু বিজ্ঞানী গুপ্তহত্যার শিকার হয়েছেন।

আগামী নভেম্বরে অনুষ্ঠিতব্য ৬০তম মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কমলা হ্যারিসকে সমর্থন জানিয়েছেন দেশটির সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা।

শুক্রবার (২৬ জুলাই) সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স হ্যান্ডেলে (সাবেক টুইটার) একটি ভিডিও পোস্ট করে ওবামা ও তার স্ত্রী মিশেল ওবামা। ভিডিওর ক্যাপশনে লেখা ছিলো, এই সপ্তাহের শুরুতে মিশেল ও আমি আমাদের বন্ধু কমলা হ্যারিসকে ফোন করেছিলাম। আমরা তাকে বলেছি, আমরা মনে করি তিনি যুক্তরাষ্ট্রের চমৎকার একজন প্রেসিডেন্ট হবেন এবং তার প্রতি আমাদের পূর্ণ সমর্থন রয়েছে।

এসময় হ্যারিসের প্রতি সমর্থন চেয়ে জনগণের উদ্দেশে বলেন, নভেম্বরে তার (হ্যারিস) জয় নিশ্চিত করতে আমরা যা করতে পারি তা করতে যাচ্ছি।

উল্লেখ্য, ২০০৮ সালে নির্বাচনে জয়ী হওয়ার পর আট বছর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করা ওবামাই সর্বশেষ ডেমোক্র্যাট নেতা যিনি হ্যারিসের প্রার্থিতাকে সমর্থন করেছেন। টানা দুই মেয়াদে দায়িত্ব পালন শেষে ওবামা হোয়াইট হাউস ছাড়েন ২০১৬ সালে। সেবারের নির্বাচনে হিলারি ক্লিনটনকে হারিয়ে প্রেসিডেন্ট হন ডোনাল্ড ট্রাম্প।

ফ্রান্সে রেলওয়ে নেটওয়ার্কে সহিংস হামলা ও অগ্নিকাণ্ডের ঘটনায় পর এখনও চলছে তদন্ত। প্যারিস থেকে অফিসিয়ালভাবে আসেনি কোন মন্তব্য। তবে এ বিষয়ে অভিযোগের তীর ইরানের দিকে। এক বিবৃতিতে রেলওয়ে নেটওয়ার্কের হামলায় সরাসরি ইরানকে দায়ী করলো ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী। রোববার (২৮ জুলাই) এক প্রতিবেদনে ইরানের সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়, ইসরায়েলি পররাষ্ট্রমন্ত্রী ইসরায়েল কাটজ দাবি করেছেন, ফ্রান্সের উচ্চগতির রেল নেটওয়ার্কে হামলার বিষয়টি পরিচালনা করেছে ইরান। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে শেয়ার করা এক টুইটে তিনি এ দাবি করেন। 

কাটজ তার পোস্টে লিখেছেন, ‘প্যারিস অলিম্পিক-২০২৪’-কে সামনে রেখে ফ্রান্সজুড়ে রেলওয়ে নেটওয়ার্কের ওপর যে নাশকতা হয়েছে, তা ইরানের কট্টর ইসলামপন্থীদের পরিকল্পনায় হয়েছে।’ 

পোস্টে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী স্তেফান সেজোর্নকে সতর্কও করার বিষয়টি তুলে আনেন। তিনি লেখেন, ‘ইসরায়েলের কাছে থাকা তথ্যের ভিত্তিতে আমরা ফ্রান্সকে সতর্ক করেছিলাম যে, ইরানিরা (অলিম্পিকে) ইসরায়েলি প্রতিনিধিদল ও সব অলিম্পিক অংশগ্রহণকারীর বিরুদ্ধে সন্ত্রাসবাদী হামলার পরিকল্পনা করছে। তাদের চক্রান্তকে ব্যর্থ করার জন্য বাড়তি প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়া উচিত।’ 

সম্পাদক ও প্রকাশক : মঈনুদ্দিন কাজল
deshermatidaily@gmail.com
০১৬১৫১১২২৬৬, ০১৬৭৩৫৬২৭১৬

দেশের মাটি কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত।