রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি গেট খুলে দেয়া হবে
পানি বৃদ্ধি পাওয়ায় আজ শনিবার (২৪ আগস্ট) রাত ১০টায় কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট খুলে দেয়া হবে। এই ১৬টি গেট দিয়ে ৬ ইঞ্চি করে পানি ছাড়া হবে। যা কর্ণফুলী নদীতে গিয়ে পড়বে।
শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্র কর্তৃপক্ষ ও রাঙ্গামাটি জেলা প্রশাসক। তবে এতে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
জেলা প্রশাসক মোশারফ হোসেন খান জানান, গেট খুলে দেয়ার পর এতে ৯০০০ সি এফএস পানি নিষ্কাশন হবে।
কাপ্তাই জল বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা যায়, কাপ্তাই বাঁধের পানির ধারণ ক্ষমতা সাধারণত ১০৯ এমএসএল। তবে ১০৮ এমএসএল হলেই বিপদসীমা হিসেবে ধরা হয়ে থাকে।
শনিবার বিকেল ৪টা পর্যন্ত কাপ্তাই হ্রদে ১০৭.৭০ এমএসএল পর্যন্ত পানি রয়েছে। যা রাতের মধ্যে ১০৮ অতিক্রম করবে। তাই রাত ১০টার দিকে পানি ছাড়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে। তাছাড়া পানি ছাড়ার পরবর্তী ঝুঁকি মোকাবেলায় ইতোমধ্যে তথ্যটি বিভিন্ন মাধ্যমে প্রচার করা হচ্ছে বলেও জানায় কর্তৃপক্ষ।