আহতদের দেখতে হাসপাতালে প্রধান উপদেষ্টা
জুলাই-আগস্টের আন্দোলনে পুলিশের গুলিতে আহতদের দেখতে, নিউরোসায়েন্স হাসপাতাল পরিদর্শন করলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।
শনিবার (৭ সেপ্টেম্বর) সকালে তিনি হাসপাতালে যান এবং জুলাই-আগস্টে ছাত্র-নেতৃত্বাধীন বিপ্লবের সময় নিরাপত্তা বাহিনীর হাতে গুরুতর আহত ব্যক্তিদের অবস্থার খোঁজখবর নেন।
আন্দোলনে গুলিবিদ্ধ ১১ জন বর্তমানে এই হাসপাতালে চিকিৎসাধীন। যাদের মধ্যে ৮ জনই বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।
হাসপাতাল পরিচালক জানান, আইসিইউ-তে চিকিৎসাধীন শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ খবর নেন প্রধান উপদেষ্টা। সেখানে গুলিবিদ্ধ ৪ শিক্ষার্থীর চিকিৎসা চলছে। তারা সবাই মাথায় গুলিবিদ্ধ হয়েছেন- বলেও জানান তিনি।
তিনি বলেন, আহত শিক্ষার্থীদের উন্নত চিকিৎসা দেয়া হচ্ছে। এসময় সেখানে ছিলেন হাসপাতালের যুগ্ম পরিচালক’সহ অন্যান্য সিনিয়র চিকিৎসকরা।